ETV Bharat / sports

T20 WC Final: বিশ্বকাপ ফাইনালে ফিরছে তিরিশ বছর আগের স্মৃতি, রবিবাসরীয় মেলবোর্নে সম্মুখসমরে পাকিস্তান-ইংল্যান্ড

author img

By

Published : Nov 10, 2022, 9:21 PM IST

2022 টি-20 বিশ্বকাপ ফাইনালে ফিরতে চলেছে তিন দশক আগের সেই স্মৃতি ৷ কারণ, রবিবাসরীয় মেলবোর্নে কাপযুদ্ধের লড়াইয়ে ফের মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড (England will take on Pakistan at T20 WC final on Sunday) ৷ বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাবর অ্যান্ড কোং ৷ আর বৃহস্পতিবার রোহিত অ্যান্ড কোম্পানিকে হারিয়ে কাপযুদ্ধের শেষধাপে পৌঁছে গেল ইংরেজরা ৷

T20 WC Final
বিশ্বকাপ ফাইনালে ফিরছে তিরিশ বছর আগের স্মৃতি, রবিবাসরীয় মেলবোর্নে সম্মুখসমরে পাকিস্তান-ইংল্যান্ড

হায়দরাবাদ, 10 নভেম্বর: 25 মার্চ, 1992 ৷ এমসিজি'তে বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপের ফাইনাল ৷ গ্রাহাম গুচের (Graham Gooch) ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল ইমরান খানের (Imran Khan)পাকিস্তান ৷ অধিনায়কের ব্যাট আর 'সুলতান অফ স্যুইং' ওয়াসিম আক্রমের বলে বিশ্বজয় করেছিল তারা ৷ 2022 টি-20 বিশ্বকাপ ফাইনালে ফিরতে চলেছে তিন দশক আগের সেই স্মৃতি ৷ কারণ, রবিবাসরীয় মেলবোর্নে কাপযুদ্ধের লড়াইয়ে ফের মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড (ENG vs PAK at MCG in a world cup final after 30 years) ৷

বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাবর অ্যান্ড কোং ৷ আর বৃহস্পতিবার রোহিত অ্যান্ড কোম্পানিকে হারিয়ে কাপযুদ্ধের শেষধাপে পৌঁছে গেল ইংরেজরা ৷ বিরানব্বই বিশ্বকাপের পর গত তিরিশ বছরে বদলেছে ক্রিকেট ৷ টেস্ট ক্রিকেট, ওডিআই'য়ের পাশাপাশি ক্রিকেটবিশ্ব পরিচিত হয়েছে টি-20 ফরম্যাটের সঙ্গে ৷ বিরানব্বইয়ে বিশ্বজয়ের পর 50 ওভারে পাকিস্তান আর সাফল্য পায়নি বটে, তবে কুড়ি-বিশে তাদের বিশ্বজয় হয়েছে 2008-এ ৷ চোদ্দ বছর বাদে এসে দ্বিতীয়বার পাকিস্তানের সামনে কুড়ি-বিশের বিশ্বজয়ের হাতছানি ৷ সেই লক্ষ্যে রবিবাসরীয় মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে আমনা-সামনা করবে পাকিস্তান ৷ পাক অধিনায়ক বাবর আজম সেই ম্যাচ জিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন কি না জানা নেই, তবে ক্রিকেট বিশ্বকাপের ডাউন মেমরি লেনে ফিরবে তিরিশ বছর আগের স্মৃতি ৷

আরও পড়ুন: রোহিত-বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনও আসেনি: দ্রাবিড়

অন্যদিকে তিরিশ বছর আগে বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপে সাফল্য পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিল আঠারো বছর ৷ 2010 ক্যারিবিয়ানদের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতেছিল পল কলিংউডের ইংল্যান্ড ৷ এরপর 2019 দেশের মাটিতে 50 ওভারে বিশ্বজয় করে জ্বালা জুড়িয়েছিল ব্রিটিশরা ৷ অর্থাৎ, আগামী রবিবার কুড়ি-বিশের ক্রিকেটে দ্বিতীয়বার ট্রফিজয়ের লক্ষ্যে নামবে 'থ্রি লায়ন্স' ৷ পাশাপাশি তিরিশ বছর আগের ইতিহাস বদলানোর চেষ্টাও যে বাটলারদের ভেতর ভেতর কাজ করবে, তা বলাই বাহুল্য ৷

হায়দরাবাদ, 10 নভেম্বর: 25 মার্চ, 1992 ৷ এমসিজি'তে বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপের ফাইনাল ৷ গ্রাহাম গুচের (Graham Gooch) ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল ইমরান খানের (Imran Khan)পাকিস্তান ৷ অধিনায়কের ব্যাট আর 'সুলতান অফ স্যুইং' ওয়াসিম আক্রমের বলে বিশ্বজয় করেছিল তারা ৷ 2022 টি-20 বিশ্বকাপ ফাইনালে ফিরতে চলেছে তিন দশক আগের সেই স্মৃতি ৷ কারণ, রবিবাসরীয় মেলবোর্নে কাপযুদ্ধের লড়াইয়ে ফের মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড (ENG vs PAK at MCG in a world cup final after 30 years) ৷

বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাবর অ্যান্ড কোং ৷ আর বৃহস্পতিবার রোহিত অ্যান্ড কোম্পানিকে হারিয়ে কাপযুদ্ধের শেষধাপে পৌঁছে গেল ইংরেজরা ৷ বিরানব্বই বিশ্বকাপের পর গত তিরিশ বছরে বদলেছে ক্রিকেট ৷ টেস্ট ক্রিকেট, ওডিআই'য়ের পাশাপাশি ক্রিকেটবিশ্ব পরিচিত হয়েছে টি-20 ফরম্যাটের সঙ্গে ৷ বিরানব্বইয়ে বিশ্বজয়ের পর 50 ওভারে পাকিস্তান আর সাফল্য পায়নি বটে, তবে কুড়ি-বিশে তাদের বিশ্বজয় হয়েছে 2008-এ ৷ চোদ্দ বছর বাদে এসে দ্বিতীয়বার পাকিস্তানের সামনে কুড়ি-বিশের বিশ্বজয়ের হাতছানি ৷ সেই লক্ষ্যে রবিবাসরীয় মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে আমনা-সামনা করবে পাকিস্তান ৷ পাক অধিনায়ক বাবর আজম সেই ম্যাচ জিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন কি না জানা নেই, তবে ক্রিকেট বিশ্বকাপের ডাউন মেমরি লেনে ফিরবে তিরিশ বছর আগের স্মৃতি ৷

আরও পড়ুন: রোহিত-বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনও আসেনি: দ্রাবিড়

অন্যদিকে তিরিশ বছর আগে বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপে সাফল্য পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিল আঠারো বছর ৷ 2010 ক্যারিবিয়ানদের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতেছিল পল কলিংউডের ইংল্যান্ড ৷ এরপর 2019 দেশের মাটিতে 50 ওভারে বিশ্বজয় করে জ্বালা জুড়িয়েছিল ব্রিটিশরা ৷ অর্থাৎ, আগামী রবিবার কুড়ি-বিশের ক্রিকেটে দ্বিতীয়বার ট্রফিজয়ের লক্ষ্যে নামবে 'থ্রি লায়ন্স' ৷ পাশাপাশি তিরিশ বছর আগের ইতিহাস বদলানোর চেষ্টাও যে বাটলারদের ভেতর ভেতর কাজ করবে, তা বলাই বাহুল্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.