ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপ আয়োজনে চমক দিতে তৈরি ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ একানা স্টেডিয়াম - ICC World Cup 2023

অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে । ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে চমক দিতে তৈরি ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ লখনউ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:01 AM IST

লখনউ, 5 অক্টোবর: 1952 সালে ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ৷ গোমতী নদীর তীরে লখনউ বিশ্ববিদ্যালয় মাঠে মুখোমুখি হয়েছিল সদ্য আলাদা হওয়া দুই দেশ । পরবর্তীতে, 1989 সালে ওডিআই এবং 1994 সালে কেডি সিং বাবু স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ খেলা হয়েছিল । ঠিক 25 বছর পর 2018 সালে অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ।

অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৷ 12 অক্টোবর অজিদের মুখোমুখি হবে প্রোটিয়া বাহিনী । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ভারতের ম্যাচটি 29 অক্টোবর অনুষ্ঠিত হবে ।

লখনউতে পাকিস্তান প্রথমবার ভারতের মুখোমুখি হয়েছিল ৷ 1952 সালে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইউনিভার্সিটি গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল । পাকিস্তানের কাছে ওই ম্যাচে এক ইনিংসে হেরেছিল ভারত । পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় মুদাসসার নাজারের বাবা নাজার মহম্মদ এই মাঠে সেঞ্চুরি করেছিলেন ।

1989 সালে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে: 1989 সালে লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে । শ্রীলঙ্কা এবং পাকিস্তান নেহরু কাপের জন্য লখনউতে মুখোমুখি হয়েছিল । পাকিস্তানের নেতৃত্বে ছিলেন ইমরান খান । লাস্ট বল থ্রিলারে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল ‘মেন ইন গ্রিন’ ৷

ভারত একটি টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল: 1994 সালে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি টেস্ট খেলা হয়েছিল । কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচে ভারত চারদিনের মধ্যেই শ্রীলঙ্কাকে ইনিংসে পরাজিত করে । শচীন তেন্ডুলকার এবং নভজ্যোত সিং সিধু সেঞ্চুরি করেছিলেন ৷ দুই ইনিংস মিলিয়ে অনিল কুম্বলে নিয়েছিলেন 11টি উইকেট ।

জাদু ছড়িয়েছিল ইংল্যান্ড দল: 1993 সালে কেডি সিং বাবু স্টেডিয়ামে বোর্ড প্রেসিডেন্ট একাদশ এবং ইংল্যান্ডের মধ্যে তিনদিনের ম্যাচ খেলা হয়েছিল । মাইক গ্যাটিং এবং গ্রাহাম গুচ ওই ম্যাচে নজর কেড়েছিলেন।

দীর্ঘদিন ধরে আম্পায়ারিং করা বিকাশ শ্রীবাস্তব বলেন, ‘‘এটা লখনউয়ের জন্য সৌভাগ্যের বিষয় । এমন একটি ভালো স্টেডিয়াম লখনউতে এবং বিশ্বকাপের ম্যাচগুলি এখানে অনুষ্ঠিত হবে ।’’ আরেক আম্পায়ার কুলদীপ বলেন, ‘‘লখনউয়ের তরুণ ক্রিকেটারদের জন্য বিশ্বকাপ আয়োজন একটি বড় সুযোগ । এই ম্যাচগুলির মাধ্যমে, উত্তরপ্রদেশ থেকে নতুন আন্তর্জাতিক ক্রিকেটার উঠতে পারে ।’’

আরও পড়ুন: 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত

লখনউ, 5 অক্টোবর: 1952 সালে ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ৷ গোমতী নদীর তীরে লখনউ বিশ্ববিদ্যালয় মাঠে মুখোমুখি হয়েছিল সদ্য আলাদা হওয়া দুই দেশ । পরবর্তীতে, 1989 সালে ওডিআই এবং 1994 সালে কেডি সিং বাবু স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ খেলা হয়েছিল । ঠিক 25 বছর পর 2018 সালে অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ।

অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৷ 12 অক্টোবর অজিদের মুখোমুখি হবে প্রোটিয়া বাহিনী । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ভারতের ম্যাচটি 29 অক্টোবর অনুষ্ঠিত হবে ।

লখনউতে পাকিস্তান প্রথমবার ভারতের মুখোমুখি হয়েছিল ৷ 1952 সালে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইউনিভার্সিটি গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল । পাকিস্তানের কাছে ওই ম্যাচে এক ইনিংসে হেরেছিল ভারত । পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় মুদাসসার নাজারের বাবা নাজার মহম্মদ এই মাঠে সেঞ্চুরি করেছিলেন ।

1989 সালে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে: 1989 সালে লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে । শ্রীলঙ্কা এবং পাকিস্তান নেহরু কাপের জন্য লখনউতে মুখোমুখি হয়েছিল । পাকিস্তানের নেতৃত্বে ছিলেন ইমরান খান । লাস্ট বল থ্রিলারে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল ‘মেন ইন গ্রিন’ ৷

ভারত একটি টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল: 1994 সালে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি টেস্ট খেলা হয়েছিল । কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচে ভারত চারদিনের মধ্যেই শ্রীলঙ্কাকে ইনিংসে পরাজিত করে । শচীন তেন্ডুলকার এবং নভজ্যোত সিং সিধু সেঞ্চুরি করেছিলেন ৷ দুই ইনিংস মিলিয়ে অনিল কুম্বলে নিয়েছিলেন 11টি উইকেট ।

জাদু ছড়িয়েছিল ইংল্যান্ড দল: 1993 সালে কেডি সিং বাবু স্টেডিয়ামে বোর্ড প্রেসিডেন্ট একাদশ এবং ইংল্যান্ডের মধ্যে তিনদিনের ম্যাচ খেলা হয়েছিল । মাইক গ্যাটিং এবং গ্রাহাম গুচ ওই ম্যাচে নজর কেড়েছিলেন।

দীর্ঘদিন ধরে আম্পায়ারিং করা বিকাশ শ্রীবাস্তব বলেন, ‘‘এটা লখনউয়ের জন্য সৌভাগ্যের বিষয় । এমন একটি ভালো স্টেডিয়াম লখনউতে এবং বিশ্বকাপের ম্যাচগুলি এখানে অনুষ্ঠিত হবে ।’’ আরেক আম্পায়ার কুলদীপ বলেন, ‘‘লখনউয়ের তরুণ ক্রিকেটারদের জন্য বিশ্বকাপ আয়োজন একটি বড় সুযোগ । এই ম্যাচগুলির মাধ্যমে, উত্তরপ্রদেশ থেকে নতুন আন্তর্জাতিক ক্রিকেটার উঠতে পারে ।’’

আরও পড়ুন: 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.