ETV Bharat / sports

Dravid on Bumrah: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়

বোর্ডের এক বিশ্বস্ত সূত্র গুজরাত পেসারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দিলেও সরকারি ঘোষণা এখনও না-আসায় ধন্দে অনুরাগীরা ৷ এরইমধ্যে শনিবার বুম বুম বুমরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদানের খবর দিলেন জাতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ তবে স্পিডস্টারের চোট নিয়ে ধোঁয়াশায় তিনিও (Dravid says they will wait for official confirmation regarding Bumrah) ৷

Dravid on Bumrah
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়
author img

By

Published : Oct 1, 2022, 8:04 PM IST

গুয়াহাটি, 1 অক্টোবর: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মধ্য দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া ৷ তবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির প্রস্তুতি অনেকটাই ধাক্কা খেয়েছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পিঠের চোটে ৷ বোর্ডের এক বিশ্বস্ত সূত্র গুজরাত পেসারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দিলেও সরকারি ঘোষণা এখনও না-আসায় ধন্দে অনুরাগীরা ৷ এরইমধ্যে শনিবার বুম বুম বুমরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদানের খবর দিলেন জাতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ তবে স্পিডস্টারের চোট নিয়ে ধোঁয়াশায় তিনিও (Dravid says they will wait for official confirmation regarding Bumrah) ৷

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে নামার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে দ্য ওয়াল বলেন, "এখনও পর্যন্ত সরকারি ঘোষণা অনুসারে ও (বুমরা) কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গিয়েছে ৷ ইতিমধ্যেই ও এনসিএ-তে যোগদান করেছে ৷ ওকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমরা বোর্ডের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছি ৷ দেখি আগামী 2-3 দিনে কী হয় ৷ তবে অফিসিয়াল ঘোষণা হলে তবেই আমরা তা জানাতে পারব ৷"

বিভিন্ন সংবাদসংস্থাকে বোর্ডের সংশ্লিষ্ট সূত্রের দেওয়া খবরে এখনই সিলমোহর দিতে নারাজ ভারতের কোচ ৷ দ্রাবিড় বলছেন, "এখনও কিন্তু সরকারিভাবে ও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি ৷ আমরা বিশ্বকাপে ওর খেলার ব্যাপারে আশাবাদী এবং আশা করব সব ঠিক হয়ে যাবে ৷"

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে বুমরার বদলি মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়া বুমরার পরিবর্তে স্কোয়াডে এসেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ পিঠের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া বুমরা গত অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন জাতীয় দলে ৷ গুজরাত পেসারকে রেখেই অজিভূমে কুড়ি-বিশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ফের বুমরার চোট নিয়ে আশঙ্কার বাতাবরণ ভারতীয় শিবিরে ৷

গুয়াহাটি, 1 অক্টোবর: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মধ্য দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া ৷ তবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির প্রস্তুতি অনেকটাই ধাক্কা খেয়েছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পিঠের চোটে ৷ বোর্ডের এক বিশ্বস্ত সূত্র গুজরাত পেসারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দিলেও সরকারি ঘোষণা এখনও না-আসায় ধন্দে অনুরাগীরা ৷ এরইমধ্যে শনিবার বুম বুম বুমরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদানের খবর দিলেন জাতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ তবে স্পিডস্টারের চোট নিয়ে ধোঁয়াশায় তিনিও (Dravid says they will wait for official confirmation regarding Bumrah) ৷

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে নামার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে দ্য ওয়াল বলেন, "এখনও পর্যন্ত সরকারি ঘোষণা অনুসারে ও (বুমরা) কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গিয়েছে ৷ ইতিমধ্যেই ও এনসিএ-তে যোগদান করেছে ৷ ওকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমরা বোর্ডের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছি ৷ দেখি আগামী 2-3 দিনে কী হয় ৷ তবে অফিসিয়াল ঘোষণা হলে তবেই আমরা তা জানাতে পারব ৷"

বিভিন্ন সংবাদসংস্থাকে বোর্ডের সংশ্লিষ্ট সূত্রের দেওয়া খবরে এখনই সিলমোহর দিতে নারাজ ভারতের কোচ ৷ দ্রাবিড় বলছেন, "এখনও কিন্তু সরকারিভাবে ও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি ৷ আমরা বিশ্বকাপে ওর খেলার ব্যাপারে আশাবাদী এবং আশা করব সব ঠিক হয়ে যাবে ৷"

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে বুমরার বদলি মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়া বুমরার পরিবর্তে স্কোয়াডে এসেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ পিঠের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া বুমরা গত অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন জাতীয় দলে ৷ গুজরাত পেসারকে রেখেই অজিভূমে কুড়ি-বিশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ফের বুমরার চোট নিয়ে আশঙ্কার বাতাবরণ ভারতীয় শিবিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.