ETV Bharat / sports

Sourav Ganguly : জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার - সৌরভ গঙ্গোপাধ্যায়

বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ উপহার দিলেন স্ত্রী ডোনা ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?

s
s
author img

By

Published : Jul 8, 2021, 6:47 AM IST

Updated : Jul 8, 2021, 9:57 AM IST

কলকাতা, 8 জুলাই : সৌরভের (Sourav Ganguly) 49 তম জন্মদিনে 'দামি' উপহার ডোনার (Dona Ganguly) ৷ বিসিসিআই সভাপতিকে ব্র্যান্ড নিউ মোবাইল দিলেন স্ত্রী ৷

তিনি বিসিসিআই সভাপতি, ভারতের অন্যতম সফল অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যটসম্যান ৷ ফলে এই মানুষটি যে তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসবেন তা স্বাভাবিক ৷ তবে পরিবারের, নিকটজনের উপহার সব সময়ই স্পেশাল ৷ বিশেষত আদ্যান্ত পারিবারিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?

বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ মোবাইল উপহার দিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ যে মোবাইল মডেলটি (এমআই আল্ট্রা 11) গতকাল অর্থাৎ 7 জুলাইতেই বাজারে এসেছে ৷ দাম 69 হাজার 999 টাকা ৷

নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ছবির সঙ্গে ডোনা লিখেছেন, "সৌরভকে ওঁর 49তম জন্মদিনে এমআই আল্ট্রা 11 উপহার দিলাম ৷"

কলকাতা, 8 জুলাই : সৌরভের (Sourav Ganguly) 49 তম জন্মদিনে 'দামি' উপহার ডোনার (Dona Ganguly) ৷ বিসিসিআই সভাপতিকে ব্র্যান্ড নিউ মোবাইল দিলেন স্ত্রী ৷

তিনি বিসিসিআই সভাপতি, ভারতের অন্যতম সফল অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যটসম্যান ৷ ফলে এই মানুষটি যে তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসবেন তা স্বাভাবিক ৷ তবে পরিবারের, নিকটজনের উপহার সব সময়ই স্পেশাল ৷ বিশেষত আদ্যান্ত পারিবারিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?

বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ মোবাইল উপহার দিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ যে মোবাইল মডেলটি (এমআই আল্ট্রা 11) গতকাল অর্থাৎ 7 জুলাইতেই বাজারে এসেছে ৷ দাম 69 হাজার 999 টাকা ৷

নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ছবির সঙ্গে ডোনা লিখেছেন, "সৌরভকে ওঁর 49তম জন্মদিনে এমআই আল্ট্রা 11 উপহার দিলাম ৷"

Last Updated : Jul 8, 2021, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.