মুম্বই, 26 মার্চ : ধাক্কা সামলে পঞ্চদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রাক্তন এবং বর্তমান অধিনায়কের জুটিতে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস ৷ 61 রানে 5 উইকেট হারিয়েও জাদেজা-ধোনির অবিভক্ত 70 রানের পার্টনারশিপে নাইটদের 132 রানের লক্ষ্যমাত্রা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা (KKR need 132 runs to win against CSK) ৷ 38 বলে অপরাজিত 50 রান আসে মাহির ব্যাটে (MSD hits unbeaten 50 runs from 38 balls) ৷ 26 রানে অপরাজিত থাকেন অধিনায়ক জাদেজা ৷
শেষ 9 ওভার উইকেটশূন্য থাকতে হলেও চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরুটা ভালই করেছিলেন নাইট বোলাররা ৷ প্রথম ওভারেই বিশ্বস্ত রুতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে চেন্নাই শিবিরে ঝটকা দেন উমেশ যাদব ৷ 3 রানে ডেভন কনওয়েও উমেশের শিকার হন ৷ ঝড়ের গতিতে শুরু করলেও লম্বা হয়নি উথাপ্পার ইনিংস ৷ 21 বলে 28 রান করে বরুণ চক্রবর্তীর ফাঁদে পা দিয়ে স্টাম্প-আউট হন প্রাক্তন নাইট ব্যাটার ৷ মাত্র 15 করে রান-আউট হন অভিজ্ঞ অম্বাতি রায়াডু ৷ এরপর 10.5 ওভারে দলীয় 61 রানে পঞ্চম উইকেট হারায় সিএসকে ৷ 3 রানে ফেরেন শিবম দুবে ৷
আরও পড়ুন : টস জিতলেন শ্রেয়স, উদ্বোধনী ম্যাচে প্রথমে ফিল্ডিং নাইটদের
কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন জাদেজা-ধোনি জুটি ৷ অধিনায়ক একদিক আগলে রাখলেও চালিয়ে খেলেন প্রাক্তন অধিনায়ক ৷ 7টি চার, একটি ছয়ে শেষ পর্যন্ত 38 বলে 50 রানে অপরাজিত থাকেন ধোনি ৷ 28 বল খেলে 26 রানে নট-আউট থাকেন 'জাড্ডু' ৷ শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের রান 131-এ পৌঁছে দেন অধিনায়ক ৷ মাভি-রাসেল রান খরচ করলেও কৃপণ বোলিং করেন উমেশ, বরুণ এবং নারিন ৷ 20 রানে 2 উইকেট উমেশের ঝুলিতে (Umesh Yadav takes two wickets) ৷ 23 রান দিয়ে এক উইকেট নেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ আর উইকেট না-পেলেও সবচেয়ে কৃপণ নারিন দেন মাত্র 15 রান ৷