আগ্রা, 4 জুন : দুবাই'য়ের গ্যালারিতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ৷ সেখান থেকে সম্প্রতি চারহাত এক হয়েছে জাতীয় দলের পেসার দীপক চাহার এবং জয়া ভরদ্বাজের ৷ এবার মধুচন্দ্রিমার পালা ৷ তার আগে অবশ্য বোন মালতি চাহারের থেকে দুষ্টু ইঙ্গিতপূর্ণ উপদেশ পেলেন চেন্নাই সুপার কিংস পেসার ৷ দাদাকে উদ্দেশ্য করে বোনের সেই টুইট উপদেশ এখন হট কেকের মতো বিকোচ্ছে নেটদুনিয়ায় (Deepak Chahar got intimate honeymoon advice from his sister Malti Chahar) ৷
শুক্রবার বিকেলে মাইক্রোব্লগিং সাইটে নববিবাহিত দীপক চাহার এবং জয়া ভরদ্বাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মালতি ৷ এরপর ক্যাপশনে লেখেন, "মেয়ে এখন আমাদের ৷ নবদম্পতিকে বিবাহিত জীবনের শুভেচ্ছা ৷ দীপক চাহার মধুচন্দ্রিমায় গিয়ে তোমার পিঠের খেয়াল রেখো ৷ সামনেই কিন্তু বিশ্বকাপ ৷"
দীপক চাহারের বোনের টুইট স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় ৷ টুইটের ইঙ্গিত বুঝতে পেরে নেতিবাচক প্রতিক্রিয়া যেমন আসতে শুরু করে, তেমনই দুষ্টবুদ্ধির মোড়কে ভারতীয় ক্রিকেটারকে দেওয়া তাঁর বোনের উপদেশের তারিফও করেছে নেটাগরিকদের একাংশ ৷ সাম্প্রতিক অতীতে পিঠের চোটে কাবু দীপক চাহার 2022 আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের মধ্যে দিয়ে সুস্থ হয়ে ফের জাতীয় দলে ফেরার লড়াই তাঁর কাছে ৷
-
Ab ladki hui humari….Wish you guys a very happy married life🧿 @deepak_chahar9 please take care of your back during your honeymoon..we have World Cup ahead 😜#family #brother #marriage #siblings pic.twitter.com/Hm2unculO7
— Malti Chahar🇮🇳 (@ChaharMalti) June 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ab ladki hui humari….Wish you guys a very happy married life🧿 @deepak_chahar9 please take care of your back during your honeymoon..we have World Cup ahead 😜#family #brother #marriage #siblings pic.twitter.com/Hm2unculO7
— Malti Chahar🇮🇳 (@ChaharMalti) June 3, 2022Ab ladki hui humari….Wish you guys a very happy married life🧿 @deepak_chahar9 please take care of your back during your honeymoon..we have World Cup ahead 😜#family #brother #marriage #siblings pic.twitter.com/Hm2unculO7
— Malti Chahar🇮🇳 (@ChaharMalti) June 3, 2022
আরও পড়ুন : দুবাইয়ে প্রস্তাব, প্রেমের সমাধি শহরে চার হাত এক হল দীপক-জয়ার
তার আগে তাজমহলের শহরে জমকালো অনুষ্ঠানে বুধবার চারহাত এক হয়েছে দীপক-জয়ার ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়মিত পোস্ট করেছেন তুতো-ভাই রাহুল চাহার ৷ বিয়ের মঞ্চ থেকে মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে নববধূর সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেছেন দীপক ৷ যদিও ইনস্টাগ্রামে বেশি সক্রিয় জাতীয় দলের এই পেসার ৷