নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা ৷ কনুইয়ের চোটের জেরে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner Ruled Out of Remaining Tests) ৷ জানা গিয়েছে, তাঁর বাঁ-হাতের কুইনয়ের হাড়ে চিড় ধরা পড়েছে ৷ এমনকি দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্নারের ব্যাটের টপ-এজ লেগে বল হেলমেটের গ্রিলে লাগে ৷ যে ঘটনায় পরবর্তী সময়ে তাঁর সমস্যা দেখা দেয় ৷ যার জেরে দ্বিতীয় ইনিংসে কনকাসন রুলে ওয়ার্নারের পরিবর্তে ম্যাট রেনশ ব্যাট করতে নামে ৷
দিল্লির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের বাউন্সার পুল করতে গিয়ে বাঁ-হাতের কনুইয়ে বল লাগে ৷ সেই সময় চোট তেমন বোঝা যায়নি ৷ মাঠের মধ্যেই ডাক্তার ও টিম ফিজিও-র প্রাথমিক চিকিৎসার পর খেলতে শুরু করেন ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু, তাঁর 2 ওভার পর সিরাজের আরেকটি বাউন্সার ওয়ার্নারের হেলমেটের গ্রিলে লাগে ৷ যার জেরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি অজি ওপেনার ৷
কিন্তু, কনুইয়ের আঘাত তাঁকে সমস্যায় ফেলে ৷ স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে ডেভিড ওয়ার্নারের বাঁ-হাতের কনুইয়ে একটি চিড় ধরেছে ৷ যার জেরে সিরিজের বাকি দু’টি ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷ ওয়ার্নার অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে ৷ আশা করা হচ্ছে, ডেভিড ওয়ার্নার সেই সময় দলের সঙ্গে যোগ দেবেন ৷ তবে, সেটা নির্ভর করছে হাড়ের চিড় কত দ্রুত ঠিক হয় তার উপরে ৷
আরও পড়ুন: ব্যর্থতার পরেও টিম ম্যানেজমেন্টের সমর্থন, ভারতীয় দলের রহস্যময় সদস্য কেএল রাহুল
বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম দুই টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া ৷ 2-0 এগিয়ে যাওয়ার ফলে ভারত ইতিমধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ৷ এই সিরিজের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া ৷ মিচেল স্টার্ক, জস হেজলউড এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সিরিজের শুরু থেকেই মাঠের বাইরে ৷ ইন্দোরে তৃতীয় টেস্টে স্টার্ক এবং ক্যামেরন গ্রিন ফিরতে পারেন ৷ সেক্ষেত্রে স্পিন সহায়ক পিচ হলেও, পুরনো বলে রিভার্স সুইংকে কাজে লাগাতে পারবেন স্টার্ক এবং গ্রিন ৷ সেক্ষেত্রে ইন্দোর টেস্টে ভারতকে সিরিজে আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে ৷