উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 27 ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরে মহাকাল মন্দিরে (Axar Visits Mahakaleshwar Temple) পুজো দিলেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল । স্ত্রী মেহাকে নিয়ে প্রখ্যাত মন্দিরে শিবকে প্রণাম করার পাশাপাশি সোমবার ভোর 3টেয় 'ভস্ম আরতি'-তে অংশ নেন তিনি ।
ভস্ম আরতি ও জল অভিষেক: এরপর তাঁরা মহাকালের পুজো করতে গর্ভগৃহে প্রবেশ করেন । মন্দিরের পুরোহিতের নির্দেশ মেনে পুজোর আচার পালন করেন তাঁরা ৷ 'ভস্ম আরতি'-তে অংশ নেওয়ার পর অক্ষর প্যাটেল তাঁর স্ত্রী মেহাকে (Axar Patel visits Mahakaleshwar temple with wife) নিয়ে শিবলিঙ্গে 'জল অভিষেক' আচার পালন করেন ।
প্রকাশ্যে মন্দিরে অক্ষর দম্পতির ভিডিয়ো: মন্দিরের যাবতীয় প্রথা মেনে পুজো দেন অক্ষয় ও মেহা ৷ মন্দিরের পুরোহিত গুরু বাবলু দম্পতিকে 'জল অভিষেক' করতে সাহায্য করেন ৷ একটি ভিডিয়োতে প্যাটেল দম্পতিকে শিবকে প্রণাম করতে দেখা গিয়েছে । নন্দী হল থেকে সকালের আরতিতেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁদের ।
সদ্য বিয়ে হয় অক্ষরের: পুরোহিত ওই দম্পতির হাতে ফুলের মালাও তুলে দেন ৷ সেই মালা মহাকালকে 'প্রসাদ' হিসেবে দেওয়া হয় । চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে অর্থাৎ 26 জানুয়ারি গুজরাতের ভদোদরায় মেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষর প্যাটেল ৷ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টেই একাদশে ছিলেন তিনি (Axar Patel and wife Meha Patel in Ujjain) ৷
আরও পড়ুন: পন্তের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স: দিল্লি টেস্টে অক্ষর প্যাটেল প্রথম ইনিংসে 74 রান করেন যা দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার 263 রানের জবাবে ভারতকে 262 রান করতে বিশেষ সাহায্য করেছিল । এছাড়াও তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটেই খেলেছেন । তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেন । 2015 সালে জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় অক্ষরের ।
মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন রাহুল-আথিয়াও: শনিবার নববিবাহিত দম্পতি কেএল রাহুল এবং আথিয়া শেট্টি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন । মন্দিরে আরতি করে আশীর্বাদ কামনা করেন এই সেলেব দম্পতি । আগামী বছরগুলিতে ভারতীয় ক্রিকেট দল যাতে ভালো খেলে সেই প্রার্থনা করেন এই ক্রিকেটার ৷