ETV Bharat / sports

Shane Warne Passes Away : বিদায় ওয়ার্ন, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব - বিদায় ওয়ার্ন, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

সচিন থেকে বিরাট, ভিভ রিচার্ডস থেকে শোয়েব আখতার ওয়ার্নকে স্মরণ ক্রিকেট দুনিয়ার (cricket world mourn shane warne)

Shane Warne is no more
বিদায় ওয়ার্ন, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
author img

By

Published : Mar 4, 2022, 9:40 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ : বিশ্ব ক্রিকেটের মহাতারকা অষ্ট্রেলিয়ান লেগস্পিনার শেন কিথ ওয়ার্নের মাত্র 52 বছর বয়সে আকস্মিক প্রয়াণে বেদনাহত ক্রিকেটবিশ্ব (Shane Warne is no more) ৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের তারকারা ৷

সচিন তেন্ডুলকর তাঁর শোকবার্তায় লিখেছেন, "অবাক, অবিশ্বাস, বিদীর্ণ... তোমার অভাব বোধ করব ওয়ার্নি ৷ ভারত ও ভারতবাসীর মনে তোমার জন্য সবসময় বিশেষ জায়গা ছিল ৷"

  • Shocked, stunned & miserable…

    Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.

    Gone too young! pic.twitter.com/219zIomwjB

    — Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেট তারকা ভিভ রিচার্ডস টুইটারে তাঁর সঙ্গে শেন ওয়ার্নের ছবি পোস্ট করে লিখেছেন, "অবিশ্বাস্য ! এটা সত্যি হতে পারে না, আমি ভিতর থেকে নড়ে গিয়েছি ৷ আমি এখন কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করার নয় ৷ ক্রিকেটের জন্য বড় ক্ষতি ৷ শান্তিতে থাকো শেন ওয়ার্ন ৷ "

  • Unbelievable. I am shocked to the core. This can't be true...

    Rest In Peace, @ShaneWarne. There are no words to describe what I feel right now. A huge loss for cricket. pic.twitter.com/uZdEdNz0x9

    — Sir Vivian Richards (@ivivianrichards) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলি টুইটারে লিখেছেন, "জীবন অনিশ্চিত ৷ আমাদের থেলার জগতের এই মহান ব্যক্তিত্বের এইভাবে চলে যাওয়া ভাষায় প্রকাশ করার নয় ৷ "

  • Life is so fickle and unpredictable. I cannot process the passing of this great of our sport and also a person I got to know off the field. RIP #goat. Greatest to turn the cricket ball. pic.twitter.com/YtOkiBM53q

    — Virat Kohli (@imVkohli) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "এটা কোনওভাবেই বিশ্বাস করা যায় না ৷ আমি স্তব্ধ, ভাষায় প্রকাশ করার নয় ৷ একজন কিংবদন্তি চলে গেলেন ৷ তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ " বীরেন্দ্র সেহওয়াগ তাঁর শোকবার্তায় লেখেন, "আমি এই খবর বিশ্বাস করতে পারছি না, সুপারস্টার, একজন মহান স্পিনার আর বেঁচে নেই ৷"

  • This is absolutely unbelievable. Shocked beyond words. A legend and one of the greatest players ever to grace the game..
    Gone too soon... Condolences to his family and friends. https://t.co/UBjIayR5cW

    — VVS Laxman (@VVSLaxman281) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শোয়েব আখতারও ৷ তাঁর কথায়, "আমি কতটা নড়ে গিয়েছি এই খবর শুনে তা ভাষায় প্রকাশ করার নয় ৷ তিনি একজন কিংবদন্তি ছিলেন ৷" ওয়াসিম আক্রম তাঁর শোকবার্তায় লেখেন, "আমার বন্ধু ওয়ার্নির এই আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত, দুঃখিত ৷ আমার সঙ্গে যোগাযোগ রাখত, সাহায্য করত ৷ শান্তিতে থাকো বন্ধু, পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা ৷ "

  • Just heard the devastating news about legendary Shane Warne passing away. No words to describe how shocked & sad i am.
    What a legend. What a man. What a cricketer. pic.twitter.com/4C8veEBFWS

    — Shoaib Akhtar (@shoaib100mph) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রয়াত স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্ন

শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভেঙ্কটেশ প্রসাদ, রবীন্দ্র জাদেজা, শ্রীকান্ত, ইরফান পাঠান, শিখর ধাওয়ান ছাড়াও অনেকে ৷

হায়দরাবাদ, 4 মার্চ : বিশ্ব ক্রিকেটের মহাতারকা অষ্ট্রেলিয়ান লেগস্পিনার শেন কিথ ওয়ার্নের মাত্র 52 বছর বয়সে আকস্মিক প্রয়াণে বেদনাহত ক্রিকেটবিশ্ব (Shane Warne is no more) ৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের তারকারা ৷

সচিন তেন্ডুলকর তাঁর শোকবার্তায় লিখেছেন, "অবাক, অবিশ্বাস, বিদীর্ণ... তোমার অভাব বোধ করব ওয়ার্নি ৷ ভারত ও ভারতবাসীর মনে তোমার জন্য সবসময় বিশেষ জায়গা ছিল ৷"

  • Shocked, stunned & miserable…

    Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.

    Gone too young! pic.twitter.com/219zIomwjB

    — Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেট তারকা ভিভ রিচার্ডস টুইটারে তাঁর সঙ্গে শেন ওয়ার্নের ছবি পোস্ট করে লিখেছেন, "অবিশ্বাস্য ! এটা সত্যি হতে পারে না, আমি ভিতর থেকে নড়ে গিয়েছি ৷ আমি এখন কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করার নয় ৷ ক্রিকেটের জন্য বড় ক্ষতি ৷ শান্তিতে থাকো শেন ওয়ার্ন ৷ "

  • Unbelievable. I am shocked to the core. This can't be true...

    Rest In Peace, @ShaneWarne. There are no words to describe what I feel right now. A huge loss for cricket. pic.twitter.com/uZdEdNz0x9

    — Sir Vivian Richards (@ivivianrichards) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলি টুইটারে লিখেছেন, "জীবন অনিশ্চিত ৷ আমাদের থেলার জগতের এই মহান ব্যক্তিত্বের এইভাবে চলে যাওয়া ভাষায় প্রকাশ করার নয় ৷ "

  • Life is so fickle and unpredictable. I cannot process the passing of this great of our sport and also a person I got to know off the field. RIP #goat. Greatest to turn the cricket ball. pic.twitter.com/YtOkiBM53q

    — Virat Kohli (@imVkohli) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "এটা কোনওভাবেই বিশ্বাস করা যায় না ৷ আমি স্তব্ধ, ভাষায় প্রকাশ করার নয় ৷ একজন কিংবদন্তি চলে গেলেন ৷ তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ " বীরেন্দ্র সেহওয়াগ তাঁর শোকবার্তায় লেখেন, "আমি এই খবর বিশ্বাস করতে পারছি না, সুপারস্টার, একজন মহান স্পিনার আর বেঁচে নেই ৷"

  • This is absolutely unbelievable. Shocked beyond words. A legend and one of the greatest players ever to grace the game..
    Gone too soon... Condolences to his family and friends. https://t.co/UBjIayR5cW

    — VVS Laxman (@VVSLaxman281) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শোয়েব আখতারও ৷ তাঁর কথায়, "আমি কতটা নড়ে গিয়েছি এই খবর শুনে তা ভাষায় প্রকাশ করার নয় ৷ তিনি একজন কিংবদন্তি ছিলেন ৷" ওয়াসিম আক্রম তাঁর শোকবার্তায় লেখেন, "আমার বন্ধু ওয়ার্নির এই আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত, দুঃখিত ৷ আমার সঙ্গে যোগাযোগ রাখত, সাহায্য করত ৷ শান্তিতে থাকো বন্ধু, পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা ৷ "

  • Just heard the devastating news about legendary Shane Warne passing away. No words to describe how shocked & sad i am.
    What a legend. What a man. What a cricketer. pic.twitter.com/4C8veEBFWS

    — Shoaib Akhtar (@shoaib100mph) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রয়াত স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্ন

শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভেঙ্কটেশ প্রসাদ, রবীন্দ্র জাদেজা, শ্রীকান্ত, ইরফান পাঠান, শিখর ধাওয়ান ছাড়াও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.