ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 20 হাজার রান, বিরাট শিখরে কোহলি - old trafford

সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের পিছনে ফেললেন বিরাট কোহলি । 417 ইনিংসেই 20 হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট । হয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 20 হাজার রানের মালিক ।

বিরাট শিখরে কোহলি
author img

By

Published : Jun 27, 2019, 4:51 PM IST

Updated : Jun 27, 2019, 5:00 PM IST

ম্যানচেস্টার, 27 জুন : বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি । পিছনে ফেললেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের । সচিন ও লারা 453টি ইনিংস নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান করতে । সেখানে বিরাট এই মাইলফলক ছুঁলেন 417 ইনিংসেই ।

বিরাট কোহলি আর রেকর্ড এখন সমার্থক । চলতি বিশ্বকাপে কোহলি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ফর্ম্যাটে 11000 রান পূর্ণ করেন । এবার তাঁর মুকুটে আরও একটা পালক জুড়ল । আজকে ম্যাচ শুরুর আগে দ্রুততম 20 হাজারে পৌঁছাতে তাঁর দরকার ছিল 37 রান । আজ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের 25তম ওভারে সেই কীর্তি স্পর্শ করলেন তিনি ।

এই মুহূর্তে কোহলি বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্য়াটসম্যান। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 18 রান করেছিলেন তিনি । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 82 রান করেন তিনি । পাকিস্তানের বিরুদ্ধে 77 রান এসেছে তাঁর ব্যাট থেকে । আফগানদের বিরুদ্ধেও করেন হাফ সেঞ্চুরি ।

ম্যানচেস্টার, 27 জুন : বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি । পিছনে ফেললেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের । সচিন ও লারা 453টি ইনিংস নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান করতে । সেখানে বিরাট এই মাইলফলক ছুঁলেন 417 ইনিংসেই ।

বিরাট কোহলি আর রেকর্ড এখন সমার্থক । চলতি বিশ্বকাপে কোহলি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ফর্ম্যাটে 11000 রান পূর্ণ করেন । এবার তাঁর মুকুটে আরও একটা পালক জুড়ল । আজকে ম্যাচ শুরুর আগে দ্রুততম 20 হাজারে পৌঁছাতে তাঁর দরকার ছিল 37 রান । আজ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের 25তম ওভারে সেই কীর্তি স্পর্শ করলেন তিনি ।

এই মুহূর্তে কোহলি বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্য়াটসম্যান। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 18 রান করেছিলেন তিনি । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 82 রান করেন তিনি । পাকিস্তানের বিরুদ্ধে 77 রান এসেছে তাঁর ব্যাট থেকে । আফগানদের বিরুদ্ধেও করেন হাফ সেঞ্চুরি ।

Rameswaram (Tamil Nadu), Jun 26 (ANI): Members of Communist Party of India (Marxist) CPI (M) staged protest against water scarcity in Tamil Nadu's Rameswaram. The state is suffering from acute water crisis due to delayed monsoon and extreme heatwaves. Farmers in Karnataka are also protesting for water scarcity.
Last Updated : Jun 27, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.