ETV Bharat / sports

অনুশীলনে চোট বিজয় শংকরের - sikhar dhawan

মেডিকেল পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বলা বোঝা যাবে না তাঁর চোট কতটা গুরুত্বপূর্ণ।

বিজয়
author img

By

Published : Jun 20, 2019, 6:23 PM IST

লন্ডন, 20 জুন : ফের চোটের চোখরাঙানি ভারতীয় শিবিরে । এমনিতেই চোট পেয়ে ছিটকে গেছেন শিখর ধাওয়ান । মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার । এবার অনুশীলনে পায়ের পাতায় চোট পেলেন বিজয় শংকর ।

গতকাল নেটে ব্যাটিং করার সময় বুমরার একটি ইয়র্কার তাঁর পায়ে লাগে । সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি । প্রাথমিক চিকিৎসার পর তিনি উঠে দাঁড়ালেও আর অনুশীলন করেননি । অনুশীলন শেষে দেখা গেল খানিকটা খুঁড়িয়ে চলছেন । ফুলে গেছে পায়ের পাতা ।

গতকালই সরকারিভাবে ঘোষণা করা হয় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান । তাঁর জায়গায় দলে আসেন ঋষভ পন্থ । এরই মধ্যে বিজয় শংকরের চোট কিছুটা হলেও চিন্তা বাড়ায় বিরাট কোহলির । যদিও দলের তরফে জানানো হয়, চিন্তার কোনও কারণ নেই । তবে মেডিকেল পরীক্ষার পর জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর ।

লন্ডন, 20 জুন : ফের চোটের চোখরাঙানি ভারতীয় শিবিরে । এমনিতেই চোট পেয়ে ছিটকে গেছেন শিখর ধাওয়ান । মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার । এবার অনুশীলনে পায়ের পাতায় চোট পেলেন বিজয় শংকর ।

গতকাল নেটে ব্যাটিং করার সময় বুমরার একটি ইয়র্কার তাঁর পায়ে লাগে । সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি । প্রাথমিক চিকিৎসার পর তিনি উঠে দাঁড়ালেও আর অনুশীলন করেননি । অনুশীলন শেষে দেখা গেল খানিকটা খুঁড়িয়ে চলছেন । ফুলে গেছে পায়ের পাতা ।

গতকালই সরকারিভাবে ঘোষণা করা হয় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান । তাঁর জায়গায় দলে আসেন ঋষভ পন্থ । এরই মধ্যে বিজয় শংকরের চোট কিছুটা হলেও চিন্তা বাড়ায় বিরাট কোহলির । যদিও দলের তরফে জানানো হয়, চিন্তার কোনও কারণ নেই । তবে মেডিকেল পরীক্ষার পর জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর ।

New Delhi, Jun 20, ANI: Actor-turned-politician Nusrat Jahan, who is yet to take oath as a member of the Lok Sabha, has tied the knot with Kolkata-based businessman Nikhil Jain. The newly-elected MP gave a glimpse of her special day with a picture of her nuptials where the two are looking at each other in admiration. "Towards a happily ever after with Nikhil Jain," she captioned the picture. The wedding celebrations which took place in the Turkish town of Bodrum were attended by close friends and family. Jahan and her friend and actor Mimi Chakraborty took the political plunge this year and won from Basirhat and Jadavpur parliamentary constituencies, respectively. The Trinamool Congress MPs couldn't take their oath as members of the 17th Lok Sabha because they were engaged in wedding preparations in Turkey. On their maiden visit to the Parliament, the two were trolled on social media for the choice of their attires. This happened after the actors had posted pictures posing in front of the Parliament dressed in western casuals.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.