ETV Bharat / sports

সেমিফাইনালে কোহলি ব্রিগেড, বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

বাংলাদেশকে 28 রানে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত ।

ভারত বনাম বাংলাদেশ
author img

By

Published : Jul 2, 2019, 4:42 PM IST

Updated : Jul 3, 2019, 1:05 AM IST

বার্মিংহাম, 2 জুলাই : 315 রানের টার্গেট দিয়েছিল ভারত । কিন্তু 286 রানে থেমে গেল বাংলাদেশ । বেঙ্গল টাইগারদের ২৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট বাহিনী । আর বিশ্বকাপ সফর থেকে ছিটকে গেল বাংলাদেশ ।

শুরুটা দুরন্ত হলেও মাঝের ওভারগুলিতে বাংলাদেশের বোলাররা ভারতের রানের গতি কমিয়ে দেয় । প্রথমে ভারতের প্রোজেক্টেড স্কোর 380 থেকে 390 মনে হলেও মেন ইন ব্লুরা থামল 314 রানে । দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শুরু করে ভারত । 77 রান করতেই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার হয়ে যান রোহিত শর্মা । এর পর প্রথম ভারতীয় হিসেবে একটি বিশ্বকাপে চতুর্থ শতরান করেন রোহিত । সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন একটি বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার 4 টি শতরানের রেকর্ড ।বাংলাদেশ ম্যাচেও শতরান এল না ভারত অধিনায়কের ব্যাট থেকে । মাত্র 26 রানে প্যাভেলিয়নে ফেরেন বিরাট । এদিকে চার নম্বরে পান্ডিয়াকে আনা হলেও তিনি ডাহা ফেল । ঋষভ পন্থ ও মহেন্দ্র সিংহ ধোনির জুটি ভারতকে ৩০০ রান পার করিয়ে দেয়। নাহলে একটা সময় মনে হচ্ছিল ২৮০-২৯০ তেই থেমে যাবে । শেষ পর্যন্ত ৩১৪ এ থামে ভারতের ইনিংস । ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান । ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শাকিব অল হাসান ।

প্রথম 7 ওভারে কোনও উইকেট না হারিয়ে 28 রান তোলে বাংলাদেশ । প্রথম ধাক্কা দিলেন মহম্মদ শামি । তামিম ইকবালকে ক্লিন বোল্ড করলেন । সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা হার্দিক পান্ডিয়ার । 20 তম ওভারে 100 পেরোয় বাংলাদেশ । ক্রিজে শাকিব অল হাসান ও মুশফিকুর রহিম । যুজবেন্দ্র চহ্বালের বলে প্যাভেলিয়নে ফেরে মুসফিকুর রহিম । 23 ওভারের শেষে বাংলদেশ 3 উইকেট হারিয়ে 121 রান তোলে । এরপর লিটন দাসকে সঙ্গী করে লড়তে থাকেন বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার । শাকিব-লিটন জুটি ভেঙে দেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের বলে দীনেশের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন লিটন । এবার বুমরার বোমা । মোসাদ্দেক হোসেনকে ফেরালেন জসপ্রীত বুমরাহ । তখন ক্রমশ সঙ্গী হারাচ্ছেন শাকিব অল হাসান । এরপরই ভয়ঙ্কর হয়ে ওঠা শাকিব অল হাসান আউট । হার্দিক পান্ডিয়ার বলে দীনেশ কার্তিকের হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন বাংলাদেশের মূল স্তম্ভ ।

শেষমেশ 286 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস । মিডল অর্ডারে ব্যর্থতা থেকে গেলেও বিরাট ব্রিগেড লক্ষ্যে অবিচল। এখন টার্গেট সেমিফাইনাল ।

বার্মিংহাম, 2 জুলাই : 315 রানের টার্গেট দিয়েছিল ভারত । কিন্তু 286 রানে থেমে গেল বাংলাদেশ । বেঙ্গল টাইগারদের ২৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট বাহিনী । আর বিশ্বকাপ সফর থেকে ছিটকে গেল বাংলাদেশ ।

শুরুটা দুরন্ত হলেও মাঝের ওভারগুলিতে বাংলাদেশের বোলাররা ভারতের রানের গতি কমিয়ে দেয় । প্রথমে ভারতের প্রোজেক্টেড স্কোর 380 থেকে 390 মনে হলেও মেন ইন ব্লুরা থামল 314 রানে । দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শুরু করে ভারত । 77 রান করতেই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার হয়ে যান রোহিত শর্মা । এর পর প্রথম ভারতীয় হিসেবে একটি বিশ্বকাপে চতুর্থ শতরান করেন রোহিত । সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন একটি বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার 4 টি শতরানের রেকর্ড ।বাংলাদেশ ম্যাচেও শতরান এল না ভারত অধিনায়কের ব্যাট থেকে । মাত্র 26 রানে প্যাভেলিয়নে ফেরেন বিরাট । এদিকে চার নম্বরে পান্ডিয়াকে আনা হলেও তিনি ডাহা ফেল । ঋষভ পন্থ ও মহেন্দ্র সিংহ ধোনির জুটি ভারতকে ৩০০ রান পার করিয়ে দেয়। নাহলে একটা সময় মনে হচ্ছিল ২৮০-২৯০ তেই থেমে যাবে । শেষ পর্যন্ত ৩১৪ এ থামে ভারতের ইনিংস । ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান । ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শাকিব অল হাসান ।

প্রথম 7 ওভারে কোনও উইকেট না হারিয়ে 28 রান তোলে বাংলাদেশ । প্রথম ধাক্কা দিলেন মহম্মদ শামি । তামিম ইকবালকে ক্লিন বোল্ড করলেন । সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা হার্দিক পান্ডিয়ার । 20 তম ওভারে 100 পেরোয় বাংলাদেশ । ক্রিজে শাকিব অল হাসান ও মুশফিকুর রহিম । যুজবেন্দ্র চহ্বালের বলে প্যাভেলিয়নে ফেরে মুসফিকুর রহিম । 23 ওভারের শেষে বাংলদেশ 3 উইকেট হারিয়ে 121 রান তোলে । এরপর লিটন দাসকে সঙ্গী করে লড়তে থাকেন বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার । শাকিব-লিটন জুটি ভেঙে দেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের বলে দীনেশের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন লিটন । এবার বুমরার বোমা । মোসাদ্দেক হোসেনকে ফেরালেন জসপ্রীত বুমরাহ । তখন ক্রমশ সঙ্গী হারাচ্ছেন শাকিব অল হাসান । এরপরই ভয়ঙ্কর হয়ে ওঠা শাকিব অল হাসান আউট । হার্দিক পান্ডিয়ার বলে দীনেশ কার্তিকের হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন বাংলাদেশের মূল স্তম্ভ ।

শেষমেশ 286 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস । মিডল অর্ডারে ব্যর্থতা থেকে গেলেও বিরাট ব্রিগেড লক্ষ্যে অবিচল। এখন টার্গেট সেমিফাইনাল ।

Raichur (Karnataka), June 27 (ANI): Karnataka Chief Minister HD Kumaraswamy stayed at a Government School in Karegudda as a part of his "village stay" programme. A huge pandal was erected for Janata Darshan. People not only from Karegudda, but also from nearby areas arrived in the village to interact with the chief minister and shared their grievances. 'Grama Vastavya' (overnight stay in villages) is aimed at taking administration to the people. 'Grama Vastavya' is a popular programme that Kumaraswamy had launched during his first stint as chief minister heading the BJP-JD(S) coalition government in 2006-07.
Last Updated : Jul 3, 2019, 1:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.