ETV Bharat / sports

ছুঁতে পারল না কেউ, অধরাই সচিনের রেকর্ড - jow root

একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটি রয়ে গেল সচিন তেন্ডুলকরের নামেই ।

অধরাই সচিনের রেকর্ড
author img

By

Published : Jul 15, 2019, 5:27 AM IST

লন্ডন, 15 জুলাই : সুযোগ ছিল চার জনের সামনে । তবে সচিন তেন্ডুলকরকে ছুঁতে পারলেন না কেউ । একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটি রয়ে গেল তাঁরই নামে । 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন তিনি । রেকর্ডের হাতছানি ছিল জো রুট ও কেন উইলিয়ামসনের কাছে । লর্ডসে রুট 125 বা উইলিয়ামসন 126 রান করলে সচিনকে টপকে নতুন নজির গড়তে পারতেন । তবে দু'জনেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন । যার জেরে আরও অন্তত চার বছরের জন্য অধরা থেকে গেল মাস্টার ব্লাস্টারের বিশ্বকাপ রেকর্ড ।

খুব কাছে এসে থেমে যেতে হয় রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারকেও । রোহিত শর্মা থেমে যান সচিনের থেকে 25 রান দূরে । ডেভিড ওয়ার্নার 26 রানের জন্য ছুঁতে পারেননি । ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালের হার্ডলে আটকে না গেলে আরও একটা ম্যাচ হাতে পেতেন রোহিত ও ওয়ার্নার । তাহলে হয়ত দু'জনের কেউ একজন গড়তে পারতেন নতুন বিশ্বরেকর্ড ।

তবে সচিনকে ছুঁতে না পারলেও এবারের বিশ্বকাপে বাকিদের থেকে এগিয়ে শেষ করলেন রোহিত শর্মা । 648 রান করা রোহিতই এবারের বিশ্বকাপে সর্বাধিক রানের অধিকারী । 9 ম্যাচে 5টি সেঞ্চুরি ও 1টি হাফসেঞ্চুরি করেন রোহিত । গড়েন একটি বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড । 3টি সেঞ্চুরি ও 3টি হাফসেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার 10 ম্যাচে সংগ্রহ করেছেন 647 রান । শাকিব আল হাসানের সংগ্রহ 8 ম্যাচে 606 রান ।

লন্ডন, 15 জুলাই : সুযোগ ছিল চার জনের সামনে । তবে সচিন তেন্ডুলকরকে ছুঁতে পারলেন না কেউ । একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটি রয়ে গেল তাঁরই নামে । 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন তিনি । রেকর্ডের হাতছানি ছিল জো রুট ও কেন উইলিয়ামসনের কাছে । লর্ডসে রুট 125 বা উইলিয়ামসন 126 রান করলে সচিনকে টপকে নতুন নজির গড়তে পারতেন । তবে দু'জনেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন । যার জেরে আরও অন্তত চার বছরের জন্য অধরা থেকে গেল মাস্টার ব্লাস্টারের বিশ্বকাপ রেকর্ড ।

খুব কাছে এসে থেমে যেতে হয় রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারকেও । রোহিত শর্মা থেমে যান সচিনের থেকে 25 রান দূরে । ডেভিড ওয়ার্নার 26 রানের জন্য ছুঁতে পারেননি । ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালের হার্ডলে আটকে না গেলে আরও একটা ম্যাচ হাতে পেতেন রোহিত ও ওয়ার্নার । তাহলে হয়ত দু'জনের কেউ একজন গড়তে পারতেন নতুন বিশ্বরেকর্ড ।

তবে সচিনকে ছুঁতে না পারলেও এবারের বিশ্বকাপে বাকিদের থেকে এগিয়ে শেষ করলেন রোহিত শর্মা । 648 রান করা রোহিতই এবারের বিশ্বকাপে সর্বাধিক রানের অধিকারী । 9 ম্যাচে 5টি সেঞ্চুরি ও 1টি হাফসেঞ্চুরি করেন রোহিত । গড়েন একটি বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড । 3টি সেঞ্চুরি ও 3টি হাফসেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার 10 ম্যাচে সংগ্রহ করেছেন 647 রান । শাকিব আল হাসানের সংগ্রহ 8 ম্যাচে 606 রান ।

New Delhi, Jul 14 (ANI): Cuban-American singer and songwriter Camila Cabello opened up about her bond with fellow musician Shawn Mendes. According to Fox News, the 22-year-old singer spoke to U.K.'s Clash magazine and while talking about her and Mendes' latest release-- 'Senorita' --she took a moment to gush. "I've never had a lot of friends. I've always just had a few people in my life that I trust," she said. "I feel like it's so rare to meet someone in this industry and find a person of that quality, and I feel like Shawn is that person for me," she said. Continuing, she added, "I just trust him, and no matter the level of intensity that he has around his career or I have, he is just normal, and that is so rare and precious to find in this industry. To be able to hang out with someone and you don't really care that they're Shawn Mendes, you know what I mean? You're just people, and that is definitely something that is rare." Cabello also revealed that collaborating with Mendes on their latest song 'Senorita' was "one of the most natural things in the world." "I think I've actually known him the longest out of anybody in the music industry -- we've been in each other's lives for like four or five years, and it's been really beautiful to kinda grow up together," she said. "It's actually a really beautiful feeling to know that this person is always going to be in my life, we're always going to love each other." The two singers sparked relationship rumours after they released a steamy music video for their latest song, which marked their second collaboration, the earlier being 2015 hit 'I Know What You Did Last Summer.'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.