কলকাতা, 28 ফেব্রুয়ারি: লোকেশ রাহুলের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে ৷ যদিও বাংলাকে খাটো করে দেখতে রাজি নন কর্নাটকের অধিনায়ক করুণ নায়ার ৷ রণজি ট্রফির সেমিফাইনালে উঠে আসা একটি দলকে মোটেও আন্ডারডগ তকমা দিতে রাজি নন তিনি ৷
শনিবার অনুশীলন এবং সাংবাদিক সম্মেলনের পর মাঠের মাঝখানেই লোকেশ রাহুল, করুণ নায়ার, মনীশ পাণ্ডেদের নিয়ে আলোচনায় বসে পড়েন কর্নাটক কোচ ইয়ারা গৌড় । বোঝাই যাচ্ছিল বাংলার বিরুদ্ধে দলের রণকৌশল এবং প্রথম একাদশ নিয়েই সেই আলোচনা ।
চলতি মরসুমে কর্নাটক রণজি ট্রফির শুরুটা ভালো না করলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছে । কঠিন সময়ে ম্যাচ বের করে নেওয়া চ্যাম্পিয়নের লক্ষণ বলছেন কর্নাটক অধিনায়ক । বিশেষজ্ঞরা বলছেন, প্রতিপক্ষ বাংলার থেকে খাতায় কলমে এগিয়ে কর্নাটক ৷ দু'বছর পরে ফের ইডেনে রণজি ট্রফির সেমিফাইনাল খেলতে নামার আগে এই মতের সঙ্গে সহমত নন করুণ নায়ার ৷ তাঁর মতে, বাংলার এবছরের রেকর্ড অন্য কথা বলছে । রণজি ট্রফির সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী দলকে কখনওই আন্ডারডগ বলা যায় না । তাই বাংলাকে ঘিরে সমীহর সুর কর্নাটক শিবিরে ।
শক্তিশালী বোলিং ইউনিট কর্নাটকের চিরকালের শক্তি । ইডেনে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান কর্নাটকের অধিনায়ক । দল ভালো খেললেও ব্যাটসম্যান করুণ নায়ার বড় রান তুলতে ব্যর্থ । নিজের পারফরমেন্স নিয়ে নিজেও হতাশ তিনি ৷ সেমিফাইনালে সেই খামতি দূর করতে চান । তবে ব্যক্তিগত পারফরমেন্সের চেয়েও দলগত প্রদর্শনের দিকে জোর দিচ্ছেন কর্নাটক অধিনায়ক।