ETV Bharat / sports

টসে জিতে কোহলিদের বল করানোর সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার - south africa

বিশ্বকাপে আজ সাউদহ্যাম্পটনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ।

টসে জিতে কোহলিদের বল করানোর সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার
author img

By

Published : Jun 5, 2019, 2:39 PM IST

Updated : Jun 5, 2019, 2:50 PM IST

সাউদহ্যাম্পটন, 5 জুন : ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি । বিশ্বকাপে আজ সাউদহ্যাম্পটনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । বিশ্বকাপে এর আগে 4 বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল । শেষবার 2015 গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ।

ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিহীন প্রোটিয়া বোলিং অ্যাটাকের বিরুদ্ধে রান তাড়া করতে পেরে খুশিই হলেন কোহলি । পাশাপাশি ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাসের কারণে ডাকওয়ার্থ লুইসের প্রভাব পড়তে পারে ম্যাচে । ধোনি সহ সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলছে ভারত । ঘাসহীন পিচে কোহলি ভরসা রেখেছেন কুল-চা জুটির উপর । আকাশ মেঘলা থাকায় খেলার শুরুর দিকের কিছু ওভারে বল সুইং করতে পারে । সেই সুযোগ তুলতে পেস বোলার হিসেবে দলে আছেন জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার ।

ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিকে চোটের জন্য না পাওয়ায় জোর ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ । দলে এসেছেন স্পিনার তবরেজ় শামসি । এদিকে IPL-এর ফর্মে নেই রাবাডা । ব্যাটেও সেরকম ভাবে প্রোটিয়ারা জ্বলে উঠতে পারছে না । তবে আজকের ম্যাচে হারলে ইংল্যান্ডে লাগাতার তৃতীয় ম্যাচ হারবে তারা ।

এদিকে, আজ সাউদহ্যাম্পটনের রোজ় বোল মাঠে চতুর্থ এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত । 2003 সালে কেনিয়ার বিরুদ্ধে খেলে একমাত্র ম্যাচটি জিতেছিল ভারত । তাছাড়া এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি এক দিনের ম্যাচ ও দু'টি টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে ভারত । সব মিলিয়ে 23টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে । যার মধ্যে প্রথম ব্যাট করা দল জিতেছে 9টি ম্যাচ । যারা পরে ব্যাট করেছে, তারা জিতেছে 13টি ম্যাচ ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ব়্যাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাব্রেজ় শামসি

সাউদহ্যাম্পটন, 5 জুন : ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি । বিশ্বকাপে আজ সাউদহ্যাম্পটনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । বিশ্বকাপে এর আগে 4 বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল । শেষবার 2015 গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ।

ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিহীন প্রোটিয়া বোলিং অ্যাটাকের বিরুদ্ধে রান তাড়া করতে পেরে খুশিই হলেন কোহলি । পাশাপাশি ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাসের কারণে ডাকওয়ার্থ লুইসের প্রভাব পড়তে পারে ম্যাচে । ধোনি সহ সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলছে ভারত । ঘাসহীন পিচে কোহলি ভরসা রেখেছেন কুল-চা জুটির উপর । আকাশ মেঘলা থাকায় খেলার শুরুর দিকের কিছু ওভারে বল সুইং করতে পারে । সেই সুযোগ তুলতে পেস বোলার হিসেবে দলে আছেন জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার ।

ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিকে চোটের জন্য না পাওয়ায় জোর ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ । দলে এসেছেন স্পিনার তবরেজ় শামসি । এদিকে IPL-এর ফর্মে নেই রাবাডা । ব্যাটেও সেরকম ভাবে প্রোটিয়ারা জ্বলে উঠতে পারছে না । তবে আজকের ম্যাচে হারলে ইংল্যান্ডে লাগাতার তৃতীয় ম্যাচ হারবে তারা ।

এদিকে, আজ সাউদহ্যাম্পটনের রোজ় বোল মাঠে চতুর্থ এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত । 2003 সালে কেনিয়ার বিরুদ্ধে খেলে একমাত্র ম্যাচটি জিতেছিল ভারত । তাছাড়া এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি এক দিনের ম্যাচ ও দু'টি টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে ভারত । সব মিলিয়ে 23টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে । যার মধ্যে প্রথম ব্যাট করা দল জিতেছে 9টি ম্যাচ । যারা পরে ব্যাট করেছে, তারা জিতেছে 13টি ম্যাচ ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ব়্যাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাব্রেজ় শামসি

Attari-Wagah Border (Punjab), May 05 (ANI): On the occasion of Eid-ul-Fitr, Border Security Forces (BSF) personnel exchanged sweets with their Pakistani counterparts on Wednesday. They wished each other on the occasion. Every year, jawans from the two neighbouring countries exchange sweets on the auspicious occasion.
Last Updated : Jun 5, 2019, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.