সাউদহ্যাম্পটন, 5 জুন : ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি । বিশ্বকাপে আজ সাউদহ্যাম্পটনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । বিশ্বকাপে এর আগে 4 বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল । শেষবার 2015 গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ।
ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিহীন প্রোটিয়া বোলিং অ্যাটাকের বিরুদ্ধে রান তাড়া করতে পেরে খুশিই হলেন কোহলি । পাশাপাশি ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাসের কারণে ডাকওয়ার্থ লুইসের প্রভাব পড়তে পারে ম্যাচে । ধোনি সহ সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলছে ভারত । ঘাসহীন পিচে কোহলি ভরসা রেখেছেন কুল-চা জুটির উপর । আকাশ মেঘলা থাকায় খেলার শুরুর দিকের কিছু ওভারে বল সুইং করতে পারে । সেই সুযোগ তুলতে পেস বোলার হিসেবে দলে আছেন জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার ।
ডেল স্টেইন ও লুঙ্গিনগিডিকে চোটের জন্য না পাওয়ায় জোর ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ । দলে এসেছেন স্পিনার তবরেজ় শামসি । এদিকে IPL-এর ফর্মে নেই রাবাডা । ব্যাটেও সেরকম ভাবে প্রোটিয়ারা জ্বলে উঠতে পারছে না । তবে আজকের ম্যাচে হারলে ইংল্যান্ডে লাগাতার তৃতীয় ম্যাচ হারবে তারা ।
এদিকে, আজ সাউদহ্যাম্পটনের রোজ় বোল মাঠে চতুর্থ এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত । 2003 সালে কেনিয়ার বিরুদ্ধে খেলে একমাত্র ম্যাচটি জিতেছিল ভারত । তাছাড়া এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি এক দিনের ম্যাচ ও দু'টি টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে ভারত । সব মিলিয়ে 23টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে । যার মধ্যে প্রথম ব্যাট করা দল জিতেছে 9টি ম্যাচ । যারা পরে ব্যাট করেছে, তারা জিতেছে 13টি ম্যাচ ।
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ব়্যাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাব্রেজ় শামসি