ETV Bharat / sports

শামির হ্যাটট্রিক, আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত

তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত বুমরার দুরন্ত বোলিং ম্যাচ জেতায় ভারতকে ।

আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত
author img

By

Published : Jun 22, 2019, 11:03 PM IST

Updated : Jun 22, 2019, 11:47 PM IST

সাউদহ্যাম্পটন, 22 জুন : 11 রানে আফগানিস্তানকে হারিয়ে চলতি বিশ্বকাপে অপরাজিত থাকল ভারত । তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত বুমরার দুরন্ত বোলিং ম্যাচ এনে দেয় ভারতকে । 2টি করে উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সঙ্গত দেন চাহাল ও হার্দিক পান্ডিয়া । বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক সহ 4টি উইকেট নেন মহম্মদ শামি । আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 52 রান করেন মহম্মদ নবি ।

india defeats afganistan to continue their unbeaten run in the world cup

225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে প্রথমেই চাপে পড়েন গুলবদিনরা । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । শেষ ওভারে মহম্মদ নবির উইকেট সহ হ্যাট্রিক নেন শামি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

india defeats afganistan to continue their unbeaten run in the world cup

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করেও আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া । 8 উইকেট হারিয়ে মাত্র 224 রান তোলেন বিরাটরা । ভালো শুরু করেও বড় রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি । ভারত অধিনায়ক বিরাট কোহলি 63 বলে 67 রান করে আউট হন । ফলে আফগানদের বিরুদ্ধে সচিন-লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রানের মাইলফলক স্পর্শ করা হয়নি ভারত অধিনায়কের । 52 রান করে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে যান কেদার যাদব ।

আফগানিস্তানের হয়ে 2টি করে উইকেট নেন মহম্মদ নবি ও গুলবদিন নাইব । একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান এবং রহমত শাহ । মূলত মুজিব, নবি, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ভারতকে কম রানে আটকে রাখে আফগানিস্তান ।

সাউদহ্যাম্পটন, 22 জুন : 11 রানে আফগানিস্তানকে হারিয়ে চলতি বিশ্বকাপে অপরাজিত থাকল ভারত । তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত বুমরার দুরন্ত বোলিং ম্যাচ এনে দেয় ভারতকে । 2টি করে উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সঙ্গত দেন চাহাল ও হার্দিক পান্ডিয়া । বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক সহ 4টি উইকেট নেন মহম্মদ শামি । আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 52 রান করেন মহম্মদ নবি ।

india defeats afganistan to continue their unbeaten run in the world cup

225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে প্রথমেই চাপে পড়েন গুলবদিনরা । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । শেষ ওভারে মহম্মদ নবির উইকেট সহ হ্যাট্রিক নেন শামি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

india defeats afganistan to continue their unbeaten run in the world cup

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করেও আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া । 8 উইকেট হারিয়ে মাত্র 224 রান তোলেন বিরাটরা । ভালো শুরু করেও বড় রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি । ভারত অধিনায়ক বিরাট কোহলি 63 বলে 67 রান করে আউট হন । ফলে আফগানদের বিরুদ্ধে সচিন-লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রানের মাইলফলক স্পর্শ করা হয়নি ভারত অধিনায়কের । 52 রান করে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে যান কেদার যাদব ।

আফগানিস্তানের হয়ে 2টি করে উইকেট নেন মহম্মদ নবি ও গুলবদিন নাইব । একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান এবং রহমত শাহ । মূলত মুজিব, নবি, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ভারতকে কম রানে আটকে রাখে আফগানিস্তান ।


Ranchi (Jharkhand), Jun 22 (ANI): Rajendra Institute of Medical Sciences' doctor, Dr. DK Jha on Saturday gave update of RJD chief Lalu Prasad Yadav's health condition. He said, "This week we conducted tests of Lalu ji, his liver and kidney are working fine. When we allowed him to consume mangoes, his sugar level and insulin increased, he was asked to eat 1 mango but he ate more. From Wednesday, we stopped his intake of mangoes."
Last Updated : Jun 22, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.