ETV Bharat / sports

11 বছর আগের স্মৃতিচারণে উইলিয়ামসনকে খোঁচা বিরাটের - kane williamson

আজ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়কের উদ্দেশে বিরাট বলেন, "আগামীকাল কেনের সঙ্গে দেখা হলে আমি ওকে 11 বছর আগে কী হয়েছিল তা মনে করিয়ে দেব ।"

11 বছর আগে
author img

By

Published : Jul 8, 2019, 5:11 PM IST

Updated : Jul 8, 2019, 8:31 PM IST

ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : আগামীকাল ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড । সেই ম্যাচের আগেই 11 বছর আগের স্মৃতিচারণে কেন উইলিয়ামসনকে খোঁচা বিরাট কোহলির । আজ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়কের উদ্দেশে বিরাট বলেন, "আগামীকাল কেনের সঙ্গে দেখা হলে আমি ওকে 11 বছর আগে কী হয়েছিল তা মনে করিয়ে দেব ।"

11 বছর আগে আরও একটি বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজ়িল্যান্ড । তখনও দুই দেশের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন । কুয়ালালামপুরে 2008 অনুর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালের পর 2019 বিশ্বকাপের সেমিফাইনাল । সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত । সেবার চ্যাম্পিয়নও হয় ভারতীয় যুব দল ।

11 বছর আগে উইলিয়ামসনের বিরুদ্ধে জয়ের স্মৃতির পাশাপাশি কোহলি বলেন, "বর্তমানে আমাদের দু'দেশেরই বিশ্বকাপ দলে সেই ম্যাচে খেলা অনেক ক্রিকেটার আছে । 11 বছর আগে দাঁড়িয়ে ভাবতেও পারিনি যে আমরা নিজেদের দেশের হয়ে সিনিয়র পর্যায়ে খেলতে পারব ।"

এদিকে আগামীকালের ম্যাচ প্রসঙ্গে বিরাট বলেন, "যেই দল বেশি সাহসিকতার সঙ্গে খেলতে পারবে তাদেরই কাল জেতার সম্ভাবনা বেশি । সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কালকে । দুটো দলই ভালো খেলেছে বলেই সেমিফাইনালে পৌঁছেছে । গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ড ফাইনাল খেলেছিল । ওরা নকআউটে খেলার চাপটা বোঝে । তবে আমরাও তৈরি ।"

ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : আগামীকাল ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড । সেই ম্যাচের আগেই 11 বছর আগের স্মৃতিচারণে কেন উইলিয়ামসনকে খোঁচা বিরাট কোহলির । আজ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়কের উদ্দেশে বিরাট বলেন, "আগামীকাল কেনের সঙ্গে দেখা হলে আমি ওকে 11 বছর আগে কী হয়েছিল তা মনে করিয়ে দেব ।"

11 বছর আগে আরও একটি বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজ়িল্যান্ড । তখনও দুই দেশের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন । কুয়ালালামপুরে 2008 অনুর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালের পর 2019 বিশ্বকাপের সেমিফাইনাল । সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত । সেবার চ্যাম্পিয়নও হয় ভারতীয় যুব দল ।

11 বছর আগে উইলিয়ামসনের বিরুদ্ধে জয়ের স্মৃতির পাশাপাশি কোহলি বলেন, "বর্তমানে আমাদের দু'দেশেরই বিশ্বকাপ দলে সেই ম্যাচে খেলা অনেক ক্রিকেটার আছে । 11 বছর আগে দাঁড়িয়ে ভাবতেও পারিনি যে আমরা নিজেদের দেশের হয়ে সিনিয়র পর্যায়ে খেলতে পারব ।"

এদিকে আগামীকালের ম্যাচ প্রসঙ্গে বিরাট বলেন, "যেই দল বেশি সাহসিকতার সঙ্গে খেলতে পারবে তাদেরই কাল জেতার সম্ভাবনা বেশি । সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কালকে । দুটো দলই ভালো খেলেছে বলেই সেমিফাইনালে পৌঁছেছে । গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ড ফাইনাল খেলেছিল । ওরা নকআউটে খেলার চাপটা বোঝে । তবে আমরাও তৈরি ।"

RESTRICTION SUMMARY: MUST CREDIT DAVID KEVIN WILLIAMS
SHOTLIST:
VALIDATED UGC - MUST CREDIT DAVID KEVIN WILLIAMS
++ USER GENERATED CONTENT: This video has been authenticated by AP based on the following validation checks:
++ Video and audio content checked by regional experts against known locations and event
++ Video is consistent with independent AP reporting
++ Video cleared for use by all AP clients by content creator David Kevin Williams
++ Mandatory credit to David Kevin Williams
London - 8 July 2019
++VERTICAL ASPECT RATIO++
1. Exterior of The Shard skyscraper, climber visible on edge of building towards top left of shot
STORYLINE:
A free climber in London has scaled one of the tallest buildings in Europe.
The man who climbed The Shard early Monday morning was spoken to by police after he made his ascent but hasn't been arrested.
London police say they were called to the scene after receiving reports that someone was climbing The Shard.
Emergency services rushed to the scene but weren't needed.
Video posted on social media showed the man traversing the glass exterior of the 95-floor tower.
The building is 1,017 feet (310 meters) high.
Others have also scaled the building.
The Shard has an injunction to prevent a climber known as the French Spiderman from attempting the ascent.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Jul 8, 2019, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.