ম্যানচেস্টার,9 জুলাই : 46.1 ওভার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । আর রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।
এর পর শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর ।
আজ ভুবি-বুমরার উপরেই ভরসা রাখলেন বিরাট কোহলি । ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে দলে নেওয়া হল দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজাদের । আশ্চর্যজনকভাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালে দলের বাইরে কুলদীপ যাদব । আজ, ম্যানচেস্টারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ।
ভারতীয় দল আজ তিন জন উইকেটরক্ষককে নিয়ে মাঠে নামল । ধোনি, পন্থের সঙ্গে দীনেশ কার্তিককে দলে নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে । তবে যেভাবে একজন বোলারকে কম খেলানো হল, তা নিয়ে কেউ কেউ ভ্রূ কুঁচকাচ্ছেন। সন্দেহ নেই, চহ্বাল-বুমরা-ভুবি-জাদেজার সঙ্গে বোলার বলতে শুধুই হার্দিক পাণ্ড্য । যদি কোনও এক জন বোলার আজ সফল না হতে পারেন, তাহলে সমস্যা বাড়বে দলের ।
ভারতীয় দল: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার , রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহ্বাল, যশপ্রীত বুমরা ।
নিউজ়িল্যান্ড দল: মার্টিন গাপ্টিল, হেনরি নিকলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিসম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ।