ETV Bharat / sports

পঞ্চম উইকেটের পতনের পর বৃষ্টি, বন্ধ খেলা - sports

46.1 ওভার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় ।

কেন
author img

By

Published : Jul 9, 2019, 3:05 PM IST

Updated : Jul 9, 2019, 7:24 PM IST

ম্যানচেস্টার,9 জুলাই : 46.1 ওভার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । আর রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

এর পর শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর ।

আজ ভুবি-বুমরার উপরেই ভরসা রাখলেন বিরাট কোহলি । ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে দলে নেওয়া হল দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজাদের । আশ্চর্যজনকভাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালে দলের বাইরে কুলদীপ যাদব । আজ, ম্যানচেস্টারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ।

ভারতীয় দল আজ তিন জন উইকেটরক্ষককে নিয়ে মাঠে নামল । ধোনি, পন্থের সঙ্গে দীনেশ কার্তিককে দলে নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে । তবে যেভাবে একজন বোলারকে কম খেলানো হল, তা নিয়ে কেউ কেউ ভ্রূ কুঁচকাচ্ছেন। সন্দেহ নেই, চহ্বাল-বুমরা-ভুবি-জাদেজার সঙ্গে বোলার বলতে শুধুই হার্দিক পাণ্ড্য । যদি কোনও এক জন বোলার আজ সফল না হতে পারেন, তাহলে সমস্যা বাড়বে দলের ।

ভারতীয় দল: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার , রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহ্বাল, যশপ্রীত বুমরা ।

নিউজ়িল্যান্ড দল: মার্টিন গাপ্টিল, হেনরি নিকলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিসম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ।

ম্যানচেস্টার,9 জুলাই : 46.1 ওভার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । আর রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

এর পর শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর ।

আজ ভুবি-বুমরার উপরেই ভরসা রাখলেন বিরাট কোহলি । ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে দলে নেওয়া হল দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজাদের । আশ্চর্যজনকভাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালে দলের বাইরে কুলদীপ যাদব । আজ, ম্যানচেস্টারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ।

ভারতীয় দল আজ তিন জন উইকেটরক্ষককে নিয়ে মাঠে নামল । ধোনি, পন্থের সঙ্গে দীনেশ কার্তিককে দলে নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে । তবে যেভাবে একজন বোলারকে কম খেলানো হল, তা নিয়ে কেউ কেউ ভ্রূ কুঁচকাচ্ছেন। সন্দেহ নেই, চহ্বাল-বুমরা-ভুবি-জাদেজার সঙ্গে বোলার বলতে শুধুই হার্দিক পাণ্ড্য । যদি কোনও এক জন বোলার আজ সফল না হতে পারেন, তাহলে সমস্যা বাড়বে দলের ।

ভারতীয় দল: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার , রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহ্বাল, যশপ্রীত বুমরা ।

নিউজ়িল্যান্ড দল: মার্টিন গাপ্টিল, হেনরি নিকলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিসম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ।

New Delhi, July 09 (ANI): BJP leader Shobha Karandlaje thinks that Governor of Karnataka will take the decision to call BJP, in order to form the government in Karnataka. While speaking to ANI on Tuesday, Karandlaje said, "Now our strength is more than Congress-JD(S) MLAs. We are almost 107, they have fallen to 103. I think, the Governor can take the decision to call the BJP to form the government." Twenty-one ministers of the Congress in Karnataka resigned voluntarily from the cabinet on Monday.
Last Updated : Jul 9, 2019, 7:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.