লন্ডন, 30 মে : 2019 বিশ্বকাপের প্রথম ম্যাচেই 300 রান পার করল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চার জন 50-এর বেশি রান করলেন । স্টেইনহীন সাউথ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 311 রান করে । আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । সাউথ আফ্রিকার সফলতম বোলার লুঙ্গিনগিডি । 10 ওভারে 66 রান খরচ করে 3 উইকেট নেন তিনি । 2 উইকেট নেন ইমরান তাহির ।
স্টেইন নেই । তার জায়গায় সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি নতুন বল দেওয়ার সিদ্ধান্ত নেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে । সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করতে বশি সময় নেননি তাহির । ম্যাচের দ্বিতীয় বলেই বিপজ্জনক জনি বেইরস্টোকে প্যভিলিয়নে ফেরান । তবে বেইরস্টো ফিরে গেলেও পিছপা হয়নি ইংলিশরা । বরং জেসন রয় ও জো রুট দলের হাল ধরে দ্রুত গতিতে রান করা শুরু করেন ।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে এর আগের পাঁচটি ইনিংসে সিঙ্গল ডিজিট পার না করতে পারা জেসন রয় (51) আজ ইনিংসের প্রথমেই লুঙ্গিনগিডি, রাবাডা, মরিসদের ভোঁতা করে দেন । তাঁকে যোগ্য সঙ্গত দেন তিন নম্বরে নামা জো রুট । 17তম ওভারেই 100-র গণ্ডি পার করে ইংল্যান্ড । পার্টনারশিপও পার করে সেঞ্চুরি । তবে দুই ব্যাটসম্যানই নিজেদের হাফ সেঞ্চুরি করার পরেই 4 বলের ব্যবধানে আউট হয়ে যান ।
তারপর ব্যাট করতে নামেন নিজের 200তম ম্যাচ খেলতে নামা মর্গ্যান । বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন । দু'জনে মিলে করেন 106 রান । তারপর ইমরান তাহিরের বলে ব্যক্তিগত 57 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ক্যাপ্টেন । তারপর বেন স্টোকস একাই দলকে 300-র পার করে দেন ।
এদিকে প্রথম স্পিনার হিসেবে কোনও বিশ্বকাপের ইনিংসে প্রথম ওভার করার কৃতিত্ব অর্জন করলেন ইরান তাহির । এ বারের বিশ্বকাপে 1992 সালের বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে ইংল্যান্ড দল । 1992 সালের আদলে তৈরি হয়েছে তাদের বিশ্বকাপ জার্সি । সেই বিশ্বকাপের আরও একটি স্মৃতি ফিরে এলো চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে । তবে সৌজন্য সাউথ আফ্রিকা । 1992 সালে স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে প্রথম ওভার করিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল নিউজ়িল্যান্ডের ক্যাপ্টেন মার্টিন ক্রো ।