ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে সাউথ আফ্রিকার দরকার 312 - cricket

স্টেইনহীন সাউথ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 311 রান করে । আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস ।

বেন স্টোকস
author img

By

Published : May 30, 2019, 7:12 PM IST

লন্ডন, 30 মে : 2019 বিশ্বকাপের প্রথম ম্যাচেই 300 রান পার করল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চার জন 50-এর বেশি রান করলেন । স্টেইনহীন সাউথ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 311 রান করে । আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । সাউথ আফ্রিকার সফলতম বোলার লুঙ্গিনগিডি । 10 ওভারে 66 রান খরচ করে 3 উইকেট নেন তিনি । 2 উইকেট নেন ইমরান তাহির ।

স্টেইন নেই । তার জায়গায় সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি নতুন বল দেওয়ার সিদ্ধান্ত নেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে । সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করতে বশি সময় নেননি তাহির । ম্যাচের দ্বিতীয় বলেই বিপজ্জনক জনি বেইরস্টোকে প্যভিলিয়নে ফেরান । তবে বেইরস্টো ফিরে গেলেও পিছপা হয়নি ইংলিশরা । বরং জেসন রয় ও জো রুট দলের হাল ধরে দ্রুত গতিতে রান করা শুরু করেন ।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে এর আগের পাঁচটি ইনিংসে সিঙ্গল ডিজিট পার না করতে পারা জেসন রয় (51) আজ ইনিংসের প্রথমেই লুঙ্গিনগিডি, রাবাডা, মরিসদের ভোঁতা করে দেন । তাঁকে যোগ্য সঙ্গত দেন তিন নম্বরে নামা জো রুট । 17তম ওভারেই 100-র গণ্ডি পার করে ইংল্যান্ড । পার্টনারশিপও পার করে সেঞ্চুরি । তবে দুই ব্যাটসম্যানই নিজেদের হাফ সেঞ্চুরি করার পরেই 4 বলের ব্যবধানে আউট হয়ে যান ।

তারপর ব্যাট করতে নামেন নিজের 200তম ম্যাচ খেলতে নামা মর্গ্যান । বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন । দু'জনে মিলে করেন 106 রান । তারপর ইমরান তাহিরের বলে ব্যক্তিগত 57 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ক্যাপ্টেন । তারপর বেন স্টোকস একাই দলকে 300-র পার করে দেন ।

এদিকে প্রথম স্পিনার হিসেবে কোনও বিশ্বকাপের ইনিংসে প্রথম ওভার করার কৃতিত্ব অর্জন করলেন ইরান তাহির । এ বারের বিশ্বকাপে 1992 সালের বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে ইংল্যান্ড দল । 1992 সালের আদলে তৈরি হয়েছে তাদের বিশ্বকাপ জার্সি । সেই বিশ্বকাপের আরও একটি স্মৃতি ফিরে এলো চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে । তবে সৌজন্য সাউথ আফ্রিকা । 1992 সালে স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে প্রথম ওভার করিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল নিউজ়িল্যান্ডের ক্যাপ্টেন মার্টিন ক্রো ।

লন্ডন, 30 মে : 2019 বিশ্বকাপের প্রথম ম্যাচেই 300 রান পার করল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চার জন 50-এর বেশি রান করলেন । স্টেইনহীন সাউথ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 311 রান করে । আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । সাউথ আফ্রিকার সফলতম বোলার লুঙ্গিনগিডি । 10 ওভারে 66 রান খরচ করে 3 উইকেট নেন তিনি । 2 উইকেট নেন ইমরান তাহির ।

স্টেইন নেই । তার জায়গায় সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি নতুন বল দেওয়ার সিদ্ধান্ত নেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে । সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করতে বশি সময় নেননি তাহির । ম্যাচের দ্বিতীয় বলেই বিপজ্জনক জনি বেইরস্টোকে প্যভিলিয়নে ফেরান । তবে বেইরস্টো ফিরে গেলেও পিছপা হয়নি ইংলিশরা । বরং জেসন রয় ও জো রুট দলের হাল ধরে দ্রুত গতিতে রান করা শুরু করেন ।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে এর আগের পাঁচটি ইনিংসে সিঙ্গল ডিজিট পার না করতে পারা জেসন রয় (51) আজ ইনিংসের প্রথমেই লুঙ্গিনগিডি, রাবাডা, মরিসদের ভোঁতা করে দেন । তাঁকে যোগ্য সঙ্গত দেন তিন নম্বরে নামা জো রুট । 17তম ওভারেই 100-র গণ্ডি পার করে ইংল্যান্ড । পার্টনারশিপও পার করে সেঞ্চুরি । তবে দুই ব্যাটসম্যানই নিজেদের হাফ সেঞ্চুরি করার পরেই 4 বলের ব্যবধানে আউট হয়ে যান ।

তারপর ব্যাট করতে নামেন নিজের 200তম ম্যাচ খেলতে নামা মর্গ্যান । বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন । দু'জনে মিলে করেন 106 রান । তারপর ইমরান তাহিরের বলে ব্যক্তিগত 57 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ক্যাপ্টেন । তারপর বেন স্টোকস একাই দলকে 300-র পার করে দেন ।

এদিকে প্রথম স্পিনার হিসেবে কোনও বিশ্বকাপের ইনিংসে প্রথম ওভার করার কৃতিত্ব অর্জন করলেন ইরান তাহির । এ বারের বিশ্বকাপে 1992 সালের বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে ইংল্যান্ড দল । 1992 সালের আদলে তৈরি হয়েছে তাদের বিশ্বকাপ জার্সি । সেই বিশ্বকাপের আরও একটি স্মৃতি ফিরে এলো চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে । তবে সৌজন্য সাউথ আফ্রিকা । 1992 সালে স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে প্রথম ওভার করিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল নিউজ়িল্যান্ডের ক্যাপ্টেন মার্টিন ক্রো ।

New Delhi, May 30 (ANI): President of Kyrgyzstan Republic, Sooronbay Jeenbekov arrived in New Delhi to take part in the swearing-in ceremony of Prime Minister Narendra Modi. Leaders of Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) have been invited for the oath taking ceremony of PM Modi. PM Modi is expected to take oath of the office at 7pm today.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.