ETV Bharat / sports

দুরমুশ বাংলাদেশ, জয় পেয়েও সেমিফাইনালের টিকিট অধরা পাকিস্তানের

বাংলাদেশকে 94 রানে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান । পাকিস্তানের হয়ে 6টি উইকেট নেন শাহিন আফ্রিদি ।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Jul 5, 2019, 11:38 PM IST

লন্ডন, 5 জুলাই : বাংলাদেশকে দুরমুশ করেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের । রান রেটের বিচারে শেষ চারে চলে গেল নিউজ়িল্যান্ড । এছাড়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ কার্যত নিয়মরক্ষার ছিল । কারণ, পাকিস্তান জিতলেও অলৌকিক কিছু না ঘটলে তাদের শেষ চারে যাওয়া সম্ভব ছিল না । প্রথমে ব্যাট করে 300-র বেশি রানে জিততে হত, আর সেকেন্ড ইনিংসে ব্যাট করলে পাকিস্তানের কাছে কোনও সুযোগই ছিল না । এই অবস্থায় প্রথম ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ ।

50 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 315 রান তোলে তারা । ইমাম উল হক 100 করেন । বাবর আজ়ম করেন দুরন্ত 96 । বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজ়ুর 5 উইকেট নেন । বিশ্বকাপে টিকে থাকতে গেলে 7 রানে অলআউট করতে হত বাংলাদেশকে । যা অসম্ভব । শেষপর্যন্ত 44.1 ওভারে 221 তুলে অলআউট হয় মোর্তাজ়ার দল । শাকিব 64 রান করে আউট হন । বিশ্বকাপে 606 রান করে সর্বোচ্চ স্কোরার তিনি ।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি 6টি উইকেট দখল করেন । মূলত তাঁর বোলিংয়ে ভর করেই বাংলাদেশকে 94 রানে হারায় পাকিস্তান । যদিও লাভের লাভ কিছুই হল না । আজই বিশ্বকাপ অভিযান শেষ হল তাদের ।

লন্ডন, 5 জুলাই : বাংলাদেশকে দুরমুশ করেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের । রান রেটের বিচারে শেষ চারে চলে গেল নিউজ়িল্যান্ড । এছাড়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ কার্যত নিয়মরক্ষার ছিল । কারণ, পাকিস্তান জিতলেও অলৌকিক কিছু না ঘটলে তাদের শেষ চারে যাওয়া সম্ভব ছিল না । প্রথমে ব্যাট করে 300-র বেশি রানে জিততে হত, আর সেকেন্ড ইনিংসে ব্যাট করলে পাকিস্তানের কাছে কোনও সুযোগই ছিল না । এই অবস্থায় প্রথম ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ ।

50 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 315 রান তোলে তারা । ইমাম উল হক 100 করেন । বাবর আজ়ম করেন দুরন্ত 96 । বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজ়ুর 5 উইকেট নেন । বিশ্বকাপে টিকে থাকতে গেলে 7 রানে অলআউট করতে হত বাংলাদেশকে । যা অসম্ভব । শেষপর্যন্ত 44.1 ওভারে 221 তুলে অলআউট হয় মোর্তাজ়ার দল । শাকিব 64 রান করে আউট হন । বিশ্বকাপে 606 রান করে সর্বোচ্চ স্কোরার তিনি ।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি 6টি উইকেট দখল করেন । মূলত তাঁর বোলিংয়ে ভর করেই বাংলাদেশকে 94 রানে হারায় পাকিস্তান । যদিও লাভের লাভ কিছুই হল না । আজই বিশ্বকাপ অভিযান শেষ হল তাদের ।

Ranchi (Jharkhand), Jul 05 (ANI): Jharkhand Chief Minister Raghubar Das commended Union Budget saying that it is a budget 'dedicated to poor, villagers and farmers'. He said, "It's a budget dedicated to poor, villagers, farmers and women. Certainly, this budget is for those people who are deprived of development. Under the provision of Indian government, whatever the budget provisions will be there 34% of the budget will be allocated to the states."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.