ETV Bharat / sports

বোল্টের গতিতে প্রস্তুতি ম্যাচে হার ভারতের

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ভারত । নিউজ়িল্যান্ডের কাছে হারল 6 উইকেটে ।

বোল্ডের গতিতে প্রস্তুতি ম্যাচে হার ভারতের
author img

By

Published : May 26, 2019, 9:44 AM IST

Updated : May 26, 2019, 10:20 AM IST

লন্ডন, 26 মে : বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ভারত । শুধু হারলই না । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুরো 50 ওভার ব্যাট করতেও পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা । প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনের রান দুই অঙ্কের ঘরেও গেল না । ট্রেন্ট বোল্টের গতির সামনে পরাস্ত হলেন । এমনকী 'রানমেশিন' বিরাট কোহলিও করলেন 18 রান । সবমিলিয়ে গতকাল কেনিংটন ওভালে ভারতকে 6 উইকেটে হারাল নিউজ়িল্যান্ড ।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে 300-র বেশি রান হবে । এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । গতকাল বিরাট কোহলি টসে জিতে ব্যাটিং নেওয়ার পর 300-র বেশি রান উঠবে বলে ক্রীড়াপ্রেমীরা আশা করেছিলেন । কিন্তু, দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন বোল্ট । LBW হন রোহিত শর্মা । এক ওভার কাটতে না কাটতে বোল্টের বলে আউট হন অন্য ওপেনার শিখর ধাওয়ান ।

প্রস্তুতি ম্যাচে বিজয় শংকরকে খেলায়নি ভারত । তার পরিবর্তে কে এল রাহুল চার নম্বরে ব্যাট করতে আসেন । কিন্তু, প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি । 10 বলে মাত্র 6 রান করে বোল্টের বলে আউট হন । এর কিছুক্ষণ পর ব্যক্তিগত 18 রানের মাথায় আউট হন কোহলি । শেষপর্যন্ত 39.2 ওভারে অল আউট হয়ে যায় ভারত ।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধু 50-র গন্ডি পেরোন রবীন্দ্র জাদেজা । 50 বলে 54 রান করেন । আর 37 বলে 30 রান করেন হার্দিক পান্ডিয়া । ধোনি করেন 42 বলে 17 রান । এছাড়া আর বলার মতো তেমন কেউ রান করতে পারেননি । নিউজ়িল্যান্ডের হয়ে 33 রানে 4 উইকেট নেন বোল্ট । 3 উইকেট নেন জে ডি এস নিশম ।

180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমে কলিন মুনরোর উইকেট হারালেও বিশেষ চাপে পড়েনি নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলরের ব্যাটিংয়ে ভর করে 37.1 ওভারে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে তারা । উইলিয়ামসন করেন 67 রান । আর টেলর করেন 71 রান । ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, চাহাল, পান্ডিয়া, জাদেজা একটি করে উইকেট পান ।

28 মে কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপে শুরুর আগে ওই ম্যাচ জিতে ছন্দ ধরে রাখতে চাইবেন ভারতীয় খেলোয়াড়রা । কারণ, এবারের বিশ্বকাপের সূচি অনুযায়ী সব দলই পরস্পরের বিরুদ্ধে খেলবে । ফলে প্রস্তুতি ম্যাচে জয় পেলে মানসিক ভাবে বিশ্বকাপের ম্যাচে অনেক চাঙ্গা থাকবেন বিরাটরা ।

লন্ডন, 26 মে : বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ভারত । শুধু হারলই না । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুরো 50 ওভার ব্যাট করতেও পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা । প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনের রান দুই অঙ্কের ঘরেও গেল না । ট্রেন্ট বোল্টের গতির সামনে পরাস্ত হলেন । এমনকী 'রানমেশিন' বিরাট কোহলিও করলেন 18 রান । সবমিলিয়ে গতকাল কেনিংটন ওভালে ভারতকে 6 উইকেটে হারাল নিউজ়িল্যান্ড ।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে 300-র বেশি রান হবে । এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । গতকাল বিরাট কোহলি টসে জিতে ব্যাটিং নেওয়ার পর 300-র বেশি রান উঠবে বলে ক্রীড়াপ্রেমীরা আশা করেছিলেন । কিন্তু, দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন বোল্ট । LBW হন রোহিত শর্মা । এক ওভার কাটতে না কাটতে বোল্টের বলে আউট হন অন্য ওপেনার শিখর ধাওয়ান ।

প্রস্তুতি ম্যাচে বিজয় শংকরকে খেলায়নি ভারত । তার পরিবর্তে কে এল রাহুল চার নম্বরে ব্যাট করতে আসেন । কিন্তু, প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি । 10 বলে মাত্র 6 রান করে বোল্টের বলে আউট হন । এর কিছুক্ষণ পর ব্যক্তিগত 18 রানের মাথায় আউট হন কোহলি । শেষপর্যন্ত 39.2 ওভারে অল আউট হয়ে যায় ভারত ।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধু 50-র গন্ডি পেরোন রবীন্দ্র জাদেজা । 50 বলে 54 রান করেন । আর 37 বলে 30 রান করেন হার্দিক পান্ডিয়া । ধোনি করেন 42 বলে 17 রান । এছাড়া আর বলার মতো তেমন কেউ রান করতে পারেননি । নিউজ়িল্যান্ডের হয়ে 33 রানে 4 উইকেট নেন বোল্ট । 3 উইকেট নেন জে ডি এস নিশম ।

180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমে কলিন মুনরোর উইকেট হারালেও বিশেষ চাপে পড়েনি নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলরের ব্যাটিংয়ে ভর করে 37.1 ওভারে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে তারা । উইলিয়ামসন করেন 67 রান । আর টেলর করেন 71 রান । ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, চাহাল, পান্ডিয়া, জাদেজা একটি করে উইকেট পান ।

28 মে কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপে শুরুর আগে ওই ম্যাচ জিতে ছন্দ ধরে রাখতে চাইবেন ভারতীয় খেলোয়াড়রা । কারণ, এবারের বিশ্বকাপের সূচি অনুযায়ী সব দলই পরস্পরের বিরুদ্ধে খেলবে । ফলে প্রস্তুতি ম্যাচে জয় পেলে মানসিক ভাবে বিশ্বকাপের ম্যাচে অনেক চাঙ্গা থাকবেন বিরাটরা ।

New Delhi, May 25 (ANI): The National Democratic Alliance (NDA) elected Narendra Modi as its leader at the Parliamentary meeting today. While speaking to ANI on the Lok Sabha elections results in the national capital today, BJP veteran leader Lal Krishna Advani said, "You all will be happy to hear the numbers as it has been said that total numbers are more than 300 but it is 353 today. Whosoever participated in the entire process of the Lok Sabha elections is happy." Senior Bharatiya Janata Party (BJP) leaders LK Advani and Murli Manohar Joshi were also present at the NDA parliamentary meeting. Bharatiya Janata Party (BJP) and its allies won 352 parliamentary seats out of 542.
Last Updated : May 26, 2019, 10:20 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.