লন্ডন, 26 মে : বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ভারত । শুধু হারলই না । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুরো 50 ওভার ব্যাট করতেও পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা । প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনের রান দুই অঙ্কের ঘরেও গেল না । ট্রেন্ট বোল্টের গতির সামনে পরাস্ত হলেন । এমনকী 'রানমেশিন' বিরাট কোহলিও করলেন 18 রান । সবমিলিয়ে গতকাল কেনিংটন ওভালে ভারতকে 6 উইকেটে হারাল নিউজ়িল্যান্ড ।
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে 300-র বেশি রান হবে । এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । গতকাল বিরাট কোহলি টসে জিতে ব্যাটিং নেওয়ার পর 300-র বেশি রান উঠবে বলে ক্রীড়াপ্রেমীরা আশা করেছিলেন । কিন্তু, দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন বোল্ট । LBW হন রোহিত শর্মা । এক ওভার কাটতে না কাটতে বোল্টের বলে আউট হন অন্য ওপেনার শিখর ধাওয়ান ।
প্রস্তুতি ম্যাচে বিজয় শংকরকে খেলায়নি ভারত । তার পরিবর্তে কে এল রাহুল চার নম্বরে ব্যাট করতে আসেন । কিন্তু, প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি । 10 বলে মাত্র 6 রান করে বোল্টের বলে আউট হন । এর কিছুক্ষণ পর ব্যক্তিগত 18 রানের মাথায় আউট হন কোহলি । শেষপর্যন্ত 39.2 ওভারে অল আউট হয়ে যায় ভারত ।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধু 50-র গন্ডি পেরোন রবীন্দ্র জাদেজা । 50 বলে 54 রান করেন । আর 37 বলে 30 রান করেন হার্দিক পান্ডিয়া । ধোনি করেন 42 বলে 17 রান । এছাড়া আর বলার মতো তেমন কেউ রান করতে পারেননি । নিউজ়িল্যান্ডের হয়ে 33 রানে 4 উইকেট নেন বোল্ট । 3 উইকেট নেন জে ডি এস নিশম ।
180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমে কলিন মুনরোর উইকেট হারালেও বিশেষ চাপে পড়েনি নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলরের ব্যাটিংয়ে ভর করে 37.1 ওভারে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে তারা । উইলিয়ামসন করেন 67 রান । আর টেলর করেন 71 রান । ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, চাহাল, পান্ডিয়া, জাদেজা একটি করে উইকেট পান ।
28 মে কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপে শুরুর আগে ওই ম্যাচ জিতে ছন্দ ধরে রাখতে চাইবেন ভারতীয় খেলোয়াড়রা । কারণ, এবারের বিশ্বকাপের সূচি অনুযায়ী সব দলই পরস্পরের বিরুদ্ধে খেলবে । ফলে প্রস্তুতি ম্যাচে জয় পেলে মানসিক ভাবে বিশ্বকাপের ম্যাচে অনেক চাঙ্গা থাকবেন বিরাটরা ।