ETV Bharat / sports

শাস্ত্রীর দিন শেষ ? ভারতীয় কোচের পদে আবেদন চাইল BCCI

ওয়েস্ট ইন্ডিজ় সফর পর্যন্ত চুক্তি রয়েছে রবি শাস্ত্রীর । ফের কোচ হওয়ার জন্য তাঁকে নতুন করে আবেদন করতে হবে ।

শাস্ত্রী
author img

By

Published : Jul 15, 2019, 10:50 PM IST

মুম্বই, 15 জুলাই : ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চাইল BCCI । ফের কোচ হতে চাইলে রবি শাস্ত্রীকেও নতুনভাবে আবেদন করতে হবে । পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্যও আবেদন করা যাবে ।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে গেলেও গ্রুপ লিগে ভারতের পারফরমেন্স ভালো ছিল । ফলে সেভাবে রবি শাস্ত্রী হটাও আওয়াজ না উঠলেও দলের স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল । বিশেষত, চার নম্বর পজিশনের সমাধান করতে পারেননি । মহেন্দ্র সিং ধোনিকে সেমিফাইনালে সাত নম্বরে নামানোয় যথেষ্ট অবাক হয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিরা । ফলে কিছুটা হলেও চাপ বাড়ছিল শাস্ত্রীর উপর । কিন্তু, বিরাট কোহলির কাছের মানুষ বলে পরিচিত শাস্ত্রী । ফলে তাঁর উপর সরাসরি খড়গহস্ত হওয়ার সম্ভাবনা কম ।

ওয়েস্ট ইন্ডিজ় সফর পর্যন্ত চুক্তি রয়েছে শাস্ত্রীর । বিশ্বকাপের পর ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ 45 দিনের জন্য বাড়ানো হয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরে তাঁরাও থাকবেন । এক BCCI কর্তা সংবাদসংস্থাকে বলেন, "দু'একদিনের মধ্যে ওয়েবসাইটে আবেদনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে । সাপোর্ট স্টাফদের পাশাপাশি টিম ম্যানেজারের জন্যও আবেদন করা যাবে ।"

মুম্বই, 15 জুলাই : ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চাইল BCCI । ফের কোচ হতে চাইলে রবি শাস্ত্রীকেও নতুনভাবে আবেদন করতে হবে । পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্যও আবেদন করা যাবে ।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে গেলেও গ্রুপ লিগে ভারতের পারফরমেন্স ভালো ছিল । ফলে সেভাবে রবি শাস্ত্রী হটাও আওয়াজ না উঠলেও দলের স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল । বিশেষত, চার নম্বর পজিশনের সমাধান করতে পারেননি । মহেন্দ্র সিং ধোনিকে সেমিফাইনালে সাত নম্বরে নামানোয় যথেষ্ট অবাক হয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিরা । ফলে কিছুটা হলেও চাপ বাড়ছিল শাস্ত্রীর উপর । কিন্তু, বিরাট কোহলির কাছের মানুষ বলে পরিচিত শাস্ত্রী । ফলে তাঁর উপর সরাসরি খড়গহস্ত হওয়ার সম্ভাবনা কম ।

ওয়েস্ট ইন্ডিজ় সফর পর্যন্ত চুক্তি রয়েছে শাস্ত্রীর । বিশ্বকাপের পর ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ 45 দিনের জন্য বাড়ানো হয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরে তাঁরাও থাকবেন । এক BCCI কর্তা সংবাদসংস্থাকে বলেন, "দু'একদিনের মধ্যে ওয়েবসাইটে আবেদনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে । সাপোর্ট স্টাফদের পাশাপাশি টিম ম্যানেজারের জন্যও আবেদন করা যাবে ।"


New Delhi, July 15 (ANI): Union Home Minister Amit Shah charged All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief and Member of Parliament Asaduddin Owaisi in Lok Sabha for not listening to other Parliamentarians. During the discussion on NIA Amendment Bill in Lok Sabha, Union Home Minister Amit Shah said, "Sunne ki bhi aadat daliye Owaisi Sahab, iss tarah se nahi chalega." Shah said this after Asaduddin Owaisi objected to a part of Bharatiya Janata Party (BJP) MP Satya Pal Singh's speech during discussion on National Investigation Agency (NIA) Amendment Bill.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.