মুম্বই, 15 জুলাই : ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চাইল BCCI । ফের কোচ হতে চাইলে রবি শাস্ত্রীকেও নতুনভাবে আবেদন করতে হবে । পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্যও আবেদন করা যাবে ।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে গেলেও গ্রুপ লিগে ভারতের পারফরমেন্স ভালো ছিল । ফলে সেভাবে রবি শাস্ত্রী হটাও আওয়াজ না উঠলেও দলের স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল । বিশেষত, চার নম্বর পজিশনের সমাধান করতে পারেননি । মহেন্দ্র সিং ধোনিকে সেমিফাইনালে সাত নম্বরে নামানোয় যথেষ্ট অবাক হয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিরা । ফলে কিছুটা হলেও চাপ বাড়ছিল শাস্ত্রীর উপর । কিন্তু, বিরাট কোহলির কাছের মানুষ বলে পরিচিত শাস্ত্রী । ফলে তাঁর উপর সরাসরি খড়গহস্ত হওয়ার সম্ভাবনা কম ।
ওয়েস্ট ইন্ডিজ় সফর পর্যন্ত চুক্তি রয়েছে শাস্ত্রীর । বিশ্বকাপের পর ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ 45 দিনের জন্য বাড়ানো হয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরে তাঁরাও থাকবেন । এক BCCI কর্তা সংবাদসংস্থাকে বলেন, "দু'একদিনের মধ্যে ওয়েবসাইটে আবেদনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে । সাপোর্ট স্টাফদের পাশাপাশি টিম ম্যানেজারের জন্যও আবেদন করা যাবে ।"