ইসলামাবাদ, 20 অক্টোবর : 30 অক্টোবর থেকে পাকিস্তানের মাটিতে 3টি করে ওয়ান’ডে এবং টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে জ়িম্বাবোয়ে ৷ তবে, সমস্য়া দেখা দিয়েছিল জ়িম্বাবোয়ের ভারতীয় কোচ লালচিঁদ রাজ়পুতের সেই সফরে পাকিস্তানে যাওয়া নিয়ে ৷ আর হলও তাই ৷ হারারেতে ভারতীয় দূতাবাসের আবেদনে সাড়া দিয়ে, লালচাঁদ রাজ়পুতকে সফর থেকে অব্য়াহতি দিল জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড ৷ সেইমত মঙ্গলবার বোলিং কোচ ডগলাস হন্ডোকে সাময়িকভাবে দলের দায়িত্ব দিয়ে পাক সিরিজ়ের জন্য় পাঠালো জ়িম্বাবোয়ে ৷
পাকিস্তানের সঙ্গে ভারতে অম্ল-মধুর সম্পর্কের জেরে, জ়িম্বাবোয়ে সফরের বেশ কয়েকদিন আগেই ভারতের তরফে সেদেশের বোর্ডের কাছে চিঠি যায় ৷ সেখানে জ়িম্বাবোয়ের জাতীয় কোচের দায়িত্বে থাকা লালচাঁদ রাজপুতকে পাকিস্তান সিরিজ়ে অব্য়াহতি দিতে বলা হয় ৷ এ নিয়ে জ়িম্বাবোয়ে বোর্ডে তরফে বলা হয়েছে, জ়িম্বাবোয়ে হেড কোচ লালচাঁদ রাজ়পুত পাকিস্তান সফরে যাচ্ছেন না ৷ কারণ ভারতীয় দূতাবাসের তরফে তাঁকে এই সিরিজ় থেকে বাদ দিতে বলা হয়েছিল ৷ সেই দাবি মেনে নেওয়া হয়েছে ৷ তবে, পাকিস্তানের দূতাবাস রাজ়পুতকে সেদেশের ভিসা দিয়েছে বলে জানিয়েছে জ়িম্বাবোয়ে ৷ আগামী 30 অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে দ্বিপাক্ষিক এই সিরিজ় ৷ ওয়ান’ডে সিরিজ়ের তিনটি ম্য়াচ 2023 সালে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের যোগ্য়তা পর্বের আওতায় পড়বে ৷
মঙ্গলবারই জ়িম্বাবোয়ে ক্রিকেট দল পাকিস্তান পৌঁছে গিয়েছে ৷ অন্যদিকে, সোমবারই এই সিরিজ়ের জন্য় পাকিস্তানের দল ঘোষণা করেছে মিসবা-উল-হকের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটি ৷ যে দল থেকে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে বাদ দেওয়া হয়েছে ৷ পরিবর্তে আবদুল্লা শফিককে দলে নিয়েছে পাকিস্তান ৷ অন্য়দিকে উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ানের ব্য়াকআপ হিসেবে রোহেল নাজিরকে দলে রেখেছে তারা ৷ বাদ গিয়েছেন সিনিয়র ক্রিকেটার সরফরাজ় আহমেদও ৷ ইংল্য়ান্ড সফরে দলে থাকা সরফরাজ়কে পাকিস্তানের প্রথম শ্রেণির কোয়াইদ-ই-আজ়ম ট্রফির জন্য় বেছে নেওয়া হয়েছে ৷