ETV Bharat / sports

ফুচকা বিক্রেতা থেকে কোটিপতি ক্রিকেটার, যশস্বীর জীবনের টাইমলাইন রূপকথাময় - IPL নিলামে তাঁকে 2 কোটি 40লাখ টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়ালস

মাঠ পরিচর্যাকারীদের সঙ্গে মুম্বইয়ের আজ়াদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের তাঁবুতে ঘুমোতেন জয়সওয়াল । অনেক রাত কেটেছে এক ডেয়ারি কারখানাতেও । স্থায়ী কোনও বাসস্থান ছিল না যশস্বীর । IPL নিলামে আজ তার দাম উঠল প্রায় আড়াই কোটি টাকা ।

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal
author img

By

Published : Dec 19, 2019, 9:33 PM IST

মুম্বই , 19 ডিসেম্বর : ক্রিকেট দলের ছেলেরা যেন আমার দোকানে ফুচকা খেতে না আসে । এই প্রার্থনা করতাম সবসময় । তাও ওরা মাঝেমধ্যে আসত । ওদের ফুচকা বিক্রি করতে অস্বস্তি হত । সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেছিলেন যশস্বী জয়সওয়াল । বছর দুই আগেও মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন 17 বছরের এই তরুণ ক্রিকেটার । আজ IPL নিলামে তাঁকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস ।

মাঠ পরিচর্যাকারীদের সঙ্গে মুম্বইয়ের আজ়াদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের তাঁবুতে ঘুমোতেন যশস্বী । অনেক রাত কেটেছে ডেয়ারি কারখানাতেও । স্থায়ী কোনও বাসস্থান ছিল না যশস্বীর । লড়াইয়ের সেদিনগুলো এইদিনটার স্বপ্ন তাঁকে দেখায়নি । তিনি কখনও ভাবেননি জীবনের টাইমলাইনটা এইভাবেই ঘুরে যাবে । যেন এক রূপকথা । দিন আনা দিন খাওয়া জীবন থেকে উঠে আসা মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারের আজ দাম প্রায় আড়াই কোটি টাকা । IPL নিলামে তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য ক্রিকেটাররাও । কিন্তু অনেককে পেছনে ফেলে আজ ক্রিকেট তথা জীবনের লড়াইতে সামনের সারিতে যশস্বী ।

এই বছরই লাইমলাইটে আসেন যশস্বী । ঘরোয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি 50 ওভারে দ্বিশত রান করে রেকর্ড গড়েন । বিজয় হাজ়ারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তাঁর এই রেকর্ড ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া ইন্টারভিউতে স্মৃতিচারণ করতে গিয়ে যশস্বী বলেন , "রাম লীলা ছবিটি থিয়েটারে চলার সময়ে ভালো রোজগার হয়েছিল । শুধু ভয় পেতাম দলের ছেলেরা যেন দোকানে না আসে । " তিনি সেই সাক্ষাৎকারে আরও জানান , " কল্কাদেবীতে একটি ডেয়ারিতে থাকতাম । ওরা আমায় জায়গা ছেড়ে দিতে বলেছিল । সারাদিন খেলার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম । একদিন দেখলাম ওরা আমার জিনিসপত্র ছুড়ে ফেলে দিয়েছে । কিছু বলিনি ওদের । শুধু ঘুমিয়ে পড়েছিলাম তারপর । " 2020-র অনূর্ধ্ব 19 বিশ্বকাপে যশস্বী জাতীয় দলে স্থান পেয়েছে ।

মুম্বই , 19 ডিসেম্বর : ক্রিকেট দলের ছেলেরা যেন আমার দোকানে ফুচকা খেতে না আসে । এই প্রার্থনা করতাম সবসময় । তাও ওরা মাঝেমধ্যে আসত । ওদের ফুচকা বিক্রি করতে অস্বস্তি হত । সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেছিলেন যশস্বী জয়সওয়াল । বছর দুই আগেও মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন 17 বছরের এই তরুণ ক্রিকেটার । আজ IPL নিলামে তাঁকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস ।

মাঠ পরিচর্যাকারীদের সঙ্গে মুম্বইয়ের আজ়াদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের তাঁবুতে ঘুমোতেন যশস্বী । অনেক রাত কেটেছে ডেয়ারি কারখানাতেও । স্থায়ী কোনও বাসস্থান ছিল না যশস্বীর । লড়াইয়ের সেদিনগুলো এইদিনটার স্বপ্ন তাঁকে দেখায়নি । তিনি কখনও ভাবেননি জীবনের টাইমলাইনটা এইভাবেই ঘুরে যাবে । যেন এক রূপকথা । দিন আনা দিন খাওয়া জীবন থেকে উঠে আসা মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারের আজ দাম প্রায় আড়াই কোটি টাকা । IPL নিলামে তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য ক্রিকেটাররাও । কিন্তু অনেককে পেছনে ফেলে আজ ক্রিকেট তথা জীবনের লড়াইতে সামনের সারিতে যশস্বী ।

এই বছরই লাইমলাইটে আসেন যশস্বী । ঘরোয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি 50 ওভারে দ্বিশত রান করে রেকর্ড গড়েন । বিজয় হাজ়ারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তাঁর এই রেকর্ড ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া ইন্টারভিউতে স্মৃতিচারণ করতে গিয়ে যশস্বী বলেন , "রাম লীলা ছবিটি থিয়েটারে চলার সময়ে ভালো রোজগার হয়েছিল । শুধু ভয় পেতাম দলের ছেলেরা যেন দোকানে না আসে । " তিনি সেই সাক্ষাৎকারে আরও জানান , " কল্কাদেবীতে একটি ডেয়ারিতে থাকতাম । ওরা আমায় জায়গা ছেড়ে দিতে বলেছিল । সারাদিন খেলার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম । একদিন দেখলাম ওরা আমার জিনিসপত্র ছুড়ে ফেলে দিয়েছে । কিছু বলিনি ওদের । শুধু ঘুমিয়ে পড়েছিলাম তারপর । " 2020-র অনূর্ধ্ব 19 বিশ্বকাপে যশস্বী জাতীয় দলে স্থান পেয়েছে ।

Lucknow (UP), Dec 19 (ANI): Speaking on violent protests in Lucknow over Citizenship Amendment Act (CAA), Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said that his government will seize assets of protestors who are involved in violence, and will compensate through it for the damage done to public property. "I have called a meeting over this. You can't indulge in violence in name of protest. We will take strict action against such elements. Will seize property of those found guilty and compensate damage to public property," said CM Yogi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.