মুম্বই , 19 ডিসেম্বর : ক্রিকেট দলের ছেলেরা যেন আমার দোকানে ফুচকা খেতে না আসে । এই প্রার্থনা করতাম সবসময় । তাও ওরা মাঝেমধ্যে আসত । ওদের ফুচকা বিক্রি করতে অস্বস্তি হত । সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেছিলেন যশস্বী জয়সওয়াল । বছর দুই আগেও মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন 17 বছরের এই তরুণ ক্রিকেটার । আজ IPL নিলামে তাঁকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস ।
মাঠ পরিচর্যাকারীদের সঙ্গে মুম্বইয়ের আজ়াদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের তাঁবুতে ঘুমোতেন যশস্বী । অনেক রাত কেটেছে ডেয়ারি কারখানাতেও । স্থায়ী কোনও বাসস্থান ছিল না যশস্বীর । লড়াইয়ের সেদিনগুলো এইদিনটার স্বপ্ন তাঁকে দেখায়নি । তিনি কখনও ভাবেননি জীবনের টাইমলাইনটা এইভাবেই ঘুরে যাবে । যেন এক রূপকথা । দিন আনা দিন খাওয়া জীবন থেকে উঠে আসা মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারের আজ দাম প্রায় আড়াই কোটি টাকা । IPL নিলামে তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য ক্রিকেটাররাও । কিন্তু অনেককে পেছনে ফেলে আজ ক্রিকেট তথা জীবনের লড়াইতে সামনের সারিতে যশস্বী ।
এই বছরই লাইমলাইটে আসেন যশস্বী । ঘরোয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি 50 ওভারে দ্বিশত রান করে রেকর্ড গড়েন । বিজয় হাজ়ারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তাঁর এই রেকর্ড ।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া ইন্টারভিউতে স্মৃতিচারণ করতে গিয়ে যশস্বী বলেন , "রাম লীলা ছবিটি থিয়েটারে চলার সময়ে ভালো রোজগার হয়েছিল । শুধু ভয় পেতাম দলের ছেলেরা যেন দোকানে না আসে । " তিনি সেই সাক্ষাৎকারে আরও জানান , " কল্কাদেবীতে একটি ডেয়ারিতে থাকতাম । ওরা আমায় জায়গা ছেড়ে দিতে বলেছিল । সারাদিন খেলার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম । একদিন দেখলাম ওরা আমার জিনিসপত্র ছুড়ে ফেলে দিয়েছে । কিছু বলিনি ওদের । শুধু ঘুমিয়ে পড়েছিলাম তারপর । " 2020-র অনূর্ধ্ব 19 বিশ্বকাপে যশস্বী জাতীয় দলে স্থান পেয়েছে ।