ETV Bharat / sports

বিশ্বকাপ সেরার ট্রফি ভেঙে দু'টুকরো, হেলদোল নেই যশস্বীর - U-19 world cup

বিশ্বকাপের মতো মঞ্চে টুর্নামেন্ট সেরার ট্রফি জেতা নিঃসন্দেহে গর্বের ৷ সারাজীবনের মতো সংরক্ষণ করে রেখে দেওয়ার মতো জিনিস ৷ অথচ সেটাই ভেঙে দু'টুকরো হয়ে গেল ৷

Yasawi jaiswal
যশস্বী
author img

By

Published : Feb 13, 2020, 11:11 PM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি : বিশ্বকাপ জিততে পারেনি ভারত ৷ তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চারশো রান করে টুর্নামেন্ট সেরার ট্রফি হাতে ওঠে ভারতের তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফিরতেই সেই ট্রফি ভেঙে খান খান ৷ তাতে অবশ্য কোনও হেলদোল নেই বছর আঠারোর যশস্বীর ৷

বিশ্বকাপের মতো মঞ্চে টুর্নামেন্ট সেরার ট্রফি জেতা নিঃসন্দেহে গর্বের ৷ সারাজীবনের মতো সংরক্ষণ করে রেখে দেওয়ার মতো জিনিস ৷ অথচ সেটাই ভেঙে দু'টুকরো হয়ে গেল ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফেরার পর ব্যাগ খুলে যশস্বী জয়সওয়াল দেখেন ম্যান অব দ্য সিরিজ়ের ট্রফি ভেঙে গেছে। কী করে ভাঙল তা জানেন না দেশের এই ব্যাটিং সেনসেশন ৷ জানার ইচ্ছেও নেই ৷ যশস্বীর কোচ জ্বালা সিং বলেছেন, " এমন ঘটনা প্রথম নয় ৷ যশস্বী কখনও ট্রফি নিয়ে ভাবে না ৷ ওর মূল লক্ষ্য হল রান করে যাওয়া ৷"

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ছয়টি ইনিংসের মধ্যে পাঁচটিতেই পঞ্চাশের উপর রান রয়েছে যশস্বীর ৷ সঙ্গে রয়েছে সেমিফাইনালে শতরান ৷ সব মিলিয়ে মোট চারশোর উপর রান সংগ্রহ করেন তিনি ৷

মুম্বই, 13 ফেব্রুয়ারি : বিশ্বকাপ জিততে পারেনি ভারত ৷ তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চারশো রান করে টুর্নামেন্ট সেরার ট্রফি হাতে ওঠে ভারতের তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফিরতেই সেই ট্রফি ভেঙে খান খান ৷ তাতে অবশ্য কোনও হেলদোল নেই বছর আঠারোর যশস্বীর ৷

বিশ্বকাপের মতো মঞ্চে টুর্নামেন্ট সেরার ট্রফি জেতা নিঃসন্দেহে গর্বের ৷ সারাজীবনের মতো সংরক্ষণ করে রেখে দেওয়ার মতো জিনিস ৷ অথচ সেটাই ভেঙে দু'টুকরো হয়ে গেল ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফেরার পর ব্যাগ খুলে যশস্বী জয়সওয়াল দেখেন ম্যান অব দ্য সিরিজ়ের ট্রফি ভেঙে গেছে। কী করে ভাঙল তা জানেন না দেশের এই ব্যাটিং সেনসেশন ৷ জানার ইচ্ছেও নেই ৷ যশস্বীর কোচ জ্বালা সিং বলেছেন, " এমন ঘটনা প্রথম নয় ৷ যশস্বী কখনও ট্রফি নিয়ে ভাবে না ৷ ওর মূল লক্ষ্য হল রান করে যাওয়া ৷"

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ছয়টি ইনিংসের মধ্যে পাঁচটিতেই পঞ্চাশের উপর রান রয়েছে যশস্বীর ৷ সঙ্গে রয়েছে সেমিফাইনালে শতরান ৷ সব মিলিয়ে মোট চারশোর উপর রান সংগ্রহ করেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.