ETV Bharat / sports

ঋষভের উত্থানে খুশি, নতুন করে স্টার্টিং ব্লকে দাঁড়াতে চান ঋদ্ধিমান - cab

তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন । তাই ঋষভের উত্থানকে স্বাগত জানিয়ে নতুনভাবে স্টার্টিং ব্লকে দাঁড়াতে তৈরি ঋদ্ধিমান সাহা ।

ঋদ্ধিমান
author img

By

Published : May 10, 2019, 9:22 PM IST

Updated : May 10, 2019, 10:12 PM IST

কলকাতা, 10 মে : IPL-এর দুনিয়া থেকে ক্লাব ক্রিকেটের বেহাল পরিকাঠামোয় 24 ঘণ্টার মধ্যে নামতে হলেও বিরক্তি নেই ঋদ্ধিমান সাহার । CAB সিনিয়র নক আউট প্রতিযোগিতায় খেলতে নেমে শুধু মাঠে নামলেন না কালীঘাট ক্লাবকে হেলায় জয় এনে দিয়ে শেষ চারে পৌঁছতে সাহায্য করলেন । ইডেনে ABP-কে তিন উইকেটে হারাল কালীঘাট ।

শুনুন ঋদ্ধিমান সাহার বক্তব্য

বাইশ গজে বল ব্যাটের লড়াইয়ের উত্তাপ ছাপিয়ে কলকাতা ময়দানে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ নিয়ে সরব সকলে । সিনিয়র নক আউটে জয়ের আনন্দের মধ্যেই ঋদ্ধিমান সাহা খেলার সময় সাজঘরে বাতানুকূল যন্ত্রের ঘণ্টা তিনেক বন্ধ থাকা, পর্যাপ্ত জলের অভাব এমনকী টাওয়েল না থাকার কারণে উষ্মা প্রকাশ করেছেন । মাঠে অ্যাম্বুলেন্স না থাকা নিয়ে ক্ষোভ রয়েছে ঋদ্ধিমানের ।

সৌরভ পরবর্তী বঙ্গ ক্রিকেটে সেরা মুখ ঋদ্ধিমান । টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে বছর খানেক আগে পাঁচ দিনের ক্রিকেটে নিয়মিত ছিলেন বঙ্গ উইকেটরক্ষক । কিন্তু কাঁধের চোট পাপালির মসৃণ উত্থানে বাধা দিয়েছে । ফলে দীনেশ কার্তিক, ঋষভ পন্থরা এখন ভারতীয় দলের নিয়মিত মুখ । ঋদ্ধিমান বলছেন তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন । তাই ঋষভের উত্থানকে স্বাগত জানিয়ে নতুনভাবে স্টার্টিং ব্লকে দাঁড়াতে তৈরি । ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স, IPL-এ ভালো খেলাকে পুঁজি করে ফিরবেন, সেটাই ছিল প্রত্যাশা । কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বঙ্গ তারকার ব্যাটে শুরুটা রৌদ্রজ্বল হয়েও উজ্জ্বল দিনের আশা দেয়নি । ফলে ঋষভ পন্থই জাতীয় দলে ঢোকার দৌড়ে অনেকটা এগিয়ে । বিষয়টিকে নেতিবাচক হিসেবে না দেখে বরং আরও কঠোর পরিশ্রমে ফেরার রাস্তা তৈরি করতে চান । তাই বিশ্বকাপের পরে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ় সফর থাকলেও সেই দলে ঋদ্ধিমান নিজেকে নিশ্চিত পদপ্রার্থী মনে করেন না । বরং সামনের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে বিষয়টি নির্বাচকদের উপর ছাড়তে চান ।

নতুন মরশুমে বাংলা দলের অধিনায়কের পদে ঋদ্ধিমান সাহাকে দেখতে চায় CAB । প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এব্যাপারে তাঁকে প্রস্তাব দিয়েছেন । কিন্তু বঙ্গ ক্রিকেটের নেতার পদ নিতে ঋদ্ধিমান আগের মতই অনিচ্ছুক । তাঁর মতে, অধিনায়ক হলেই বাংলার উন্নতি করা সম্ভব এই কথা বিশ্বাস করেন না । তিনি তাই দলের সাধারণ সদস্য থেকেই বাংলাকে সাফল্য এনে দেওয়ার জন্য নিংড়ে দিতে চান ।

কলকাতা, 10 মে : IPL-এর দুনিয়া থেকে ক্লাব ক্রিকেটের বেহাল পরিকাঠামোয় 24 ঘণ্টার মধ্যে নামতে হলেও বিরক্তি নেই ঋদ্ধিমান সাহার । CAB সিনিয়র নক আউট প্রতিযোগিতায় খেলতে নেমে শুধু মাঠে নামলেন না কালীঘাট ক্লাবকে হেলায় জয় এনে দিয়ে শেষ চারে পৌঁছতে সাহায্য করলেন । ইডেনে ABP-কে তিন উইকেটে হারাল কালীঘাট ।

শুনুন ঋদ্ধিমান সাহার বক্তব্য

বাইশ গজে বল ব্যাটের লড়াইয়ের উত্তাপ ছাপিয়ে কলকাতা ময়দানে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ নিয়ে সরব সকলে । সিনিয়র নক আউটে জয়ের আনন্দের মধ্যেই ঋদ্ধিমান সাহা খেলার সময় সাজঘরে বাতানুকূল যন্ত্রের ঘণ্টা তিনেক বন্ধ থাকা, পর্যাপ্ত জলের অভাব এমনকী টাওয়েল না থাকার কারণে উষ্মা প্রকাশ করেছেন । মাঠে অ্যাম্বুলেন্স না থাকা নিয়ে ক্ষোভ রয়েছে ঋদ্ধিমানের ।

সৌরভ পরবর্তী বঙ্গ ক্রিকেটে সেরা মুখ ঋদ্ধিমান । টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে বছর খানেক আগে পাঁচ দিনের ক্রিকেটে নিয়মিত ছিলেন বঙ্গ উইকেটরক্ষক । কিন্তু কাঁধের চোট পাপালির মসৃণ উত্থানে বাধা দিয়েছে । ফলে দীনেশ কার্তিক, ঋষভ পন্থরা এখন ভারতীয় দলের নিয়মিত মুখ । ঋদ্ধিমান বলছেন তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন । তাই ঋষভের উত্থানকে স্বাগত জানিয়ে নতুনভাবে স্টার্টিং ব্লকে দাঁড়াতে তৈরি । ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স, IPL-এ ভালো খেলাকে পুঁজি করে ফিরবেন, সেটাই ছিল প্রত্যাশা । কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বঙ্গ তারকার ব্যাটে শুরুটা রৌদ্রজ্বল হয়েও উজ্জ্বল দিনের আশা দেয়নি । ফলে ঋষভ পন্থই জাতীয় দলে ঢোকার দৌড়ে অনেকটা এগিয়ে । বিষয়টিকে নেতিবাচক হিসেবে না দেখে বরং আরও কঠোর পরিশ্রমে ফেরার রাস্তা তৈরি করতে চান । তাই বিশ্বকাপের পরে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ় সফর থাকলেও সেই দলে ঋদ্ধিমান নিজেকে নিশ্চিত পদপ্রার্থী মনে করেন না । বরং সামনের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে বিষয়টি নির্বাচকদের উপর ছাড়তে চান ।

নতুন মরশুমে বাংলা দলের অধিনায়কের পদে ঋদ্ধিমান সাহাকে দেখতে চায় CAB । প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এব্যাপারে তাঁকে প্রস্তাব দিয়েছেন । কিন্তু বঙ্গ ক্রিকেটের নেতার পদ নিতে ঋদ্ধিমান আগের মতই অনিচ্ছুক । তাঁর মতে, অধিনায়ক হলেই বাংলার উন্নতি করা সম্ভব এই কথা বিশ্বাস করেন না । তিনি তাই দলের সাধারণ সদস্য থেকেই বাংলাকে সাফল্য এনে দেওয়ার জন্য নিংড়ে দিতে চান ।

Intro:অব্যবস্থাপনা য়


Body:অবাক


Conclusion:
Last Updated : May 10, 2019, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.