ETV Bharat / sports

স্কোরবোর্ডে উঠল না 50 রান, মিতালিদের হারাল ঝুলনরা - মেয়েদের আইপিএল 2020

দুটি উইকেট নেন বাংলার পেসার ঝুলন গোস্বামী ৷

স্কোরবোর্ডে উঠল না 50 রান, মিতালিদের হারাল ঝুলনরা
স্কোরবোর্ডে উঠল না 50 রান, মিতালিদের হারাল ঝুলনরা
author img

By

Published : Nov 5, 2020, 7:19 PM IST

শারজা, 5 নভেম্বর : দলে মিতালি রাজ, ড্যানিয়েল ওয়েট, শেফালি ভার্মাদের মতো ব্যাটসম্যান ৷ তবু 20 ওভারে স্কোরবোর্ডে উঠল না 50 রান ৷ ফল যা হওয়ার ছিল তাই হল ৷ মাত্র 7.5 ওভারেই মিতালি রাজের ভেলোসিটিকে হারিয়ে দিল স্মৃতি মান্ধানার দল ট্রেইলব্লেজার্স ৷

আজ শারজায় ওমেন্স টি-20 চ্যালেঞ্জের ম্যাচের মুখোমুখি হয়েছিল মিতালি রাজের ভেলোসিটি এবং স্মৃতি মান্ধানার টিম ট্রেইলব্লেজার্স ৷ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ট্রেইলব্লেজার্স ৷ কিন্তু শারজার উইকেটে ঠিক সুবিধে করতে পারলেন না মিতালি রাজ, ড্যানিয়েল ওয়েটরা ৷ তারকাখচিত দলের স্কোরবোর্ডে উঠল মাত্র 47 রান ৷ মাত্র 15.1 ওভারেই সবকটি উইকেট হারায় ভেলোসিটি ৷ ট্রেইলব্লেজার্সের স্পিনাররা পেলেন 7 উইকেট ৷ বিপক্ষকে কম রানে আটকে রাখার পিছনে রয়েছে 21 বছরের ইংরেজ স্পিনার সোফি ইকলেসস্টোন ৷ 3.1 ওভারে 4টি উইকেট নিয়েছেন সোফি ৷ বাংলার পেসার ঝুলন গোস্বামী পেয়েছেন 2টি উইকেট ৷ বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় তুলেছেন 2টি উইকেট ৷

জবাবে মাত্র 7.5 ওভারে 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় স্মৃতি মান্ধানার ট্রেইলব্রেজার্স ৷ ক্যারিবিয়ান ব্যাটার ডায়ান্ড্রা ডোট্টিন করেন 29 রান ৷ মান্ধানার অবদান 9 বলে 6 রান ৷

এই দাপুটে জয়ের সঙ্গেই প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলল ট্রেইলব্লেজার্স ৷ পরের ম্যাচে ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে যদি সুপারনোভাস জিতে যায় তাহলে খারাপ নেট রান রেটের জন্য নিশ্চিতভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে ভেলোসিটি ৷

শারজা, 5 নভেম্বর : দলে মিতালি রাজ, ড্যানিয়েল ওয়েট, শেফালি ভার্মাদের মতো ব্যাটসম্যান ৷ তবু 20 ওভারে স্কোরবোর্ডে উঠল না 50 রান ৷ ফল যা হওয়ার ছিল তাই হল ৷ মাত্র 7.5 ওভারেই মিতালি রাজের ভেলোসিটিকে হারিয়ে দিল স্মৃতি মান্ধানার দল ট্রেইলব্লেজার্স ৷

আজ শারজায় ওমেন্স টি-20 চ্যালেঞ্জের ম্যাচের মুখোমুখি হয়েছিল মিতালি রাজের ভেলোসিটি এবং স্মৃতি মান্ধানার টিম ট্রেইলব্লেজার্স ৷ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ট্রেইলব্লেজার্স ৷ কিন্তু শারজার উইকেটে ঠিক সুবিধে করতে পারলেন না মিতালি রাজ, ড্যানিয়েল ওয়েটরা ৷ তারকাখচিত দলের স্কোরবোর্ডে উঠল মাত্র 47 রান ৷ মাত্র 15.1 ওভারেই সবকটি উইকেট হারায় ভেলোসিটি ৷ ট্রেইলব্লেজার্সের স্পিনাররা পেলেন 7 উইকেট ৷ বিপক্ষকে কম রানে আটকে রাখার পিছনে রয়েছে 21 বছরের ইংরেজ স্পিনার সোফি ইকলেসস্টোন ৷ 3.1 ওভারে 4টি উইকেট নিয়েছেন সোফি ৷ বাংলার পেসার ঝুলন গোস্বামী পেয়েছেন 2টি উইকেট ৷ বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় তুলেছেন 2টি উইকেট ৷

জবাবে মাত্র 7.5 ওভারে 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় স্মৃতি মান্ধানার ট্রেইলব্রেজার্স ৷ ক্যারিবিয়ান ব্যাটার ডায়ান্ড্রা ডোট্টিন করেন 29 রান ৷ মান্ধানার অবদান 9 বলে 6 রান ৷

এই দাপুটে জয়ের সঙ্গেই প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলল ট্রেইলব্লেজার্স ৷ পরের ম্যাচে ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে যদি সুপারনোভাস জিতে যায় তাহলে খারাপ নেট রান রেটের জন্য নিশ্চিতভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে ভেলোসিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.