মুম্বই, 24 এপ্রিল: 47 -এ পা দিলেন মাস্টার ব্লাস্টার ৷ ভারতরত্ন সচিন তেন্ডুলকরের আজ 47 তম জন্মদিন ৷ তবে হবে না উদযাপন৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে যাঁরা লড়ছেন, তাঁদের সম্মান জানাতে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে সকাল থেকেই ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি ৷ 24 বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের চাপ বহন করেছেন ৷ ফিরে এসেছেন টেনিস এলবোকে হারিয়ে ৷ তাঁর 47 তম জন্মদিনে ফিরে দেখা তাঁর জার্নির ঝলক ৷
-
Happy Birthday, Bossman. Legacy you've left behind in the sport is immortal. God bless Champ 🤗 @sachin_rt #HappyBirthdaySachin #SachinTendulkar pic.twitter.com/aqSCso4in2
— Ravi Shastri (@RaviShastriOfc) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday, Bossman. Legacy you've left behind in the sport is immortal. God bless Champ 🤗 @sachin_rt #HappyBirthdaySachin #SachinTendulkar pic.twitter.com/aqSCso4in2
— Ravi Shastri (@RaviShastriOfc) April 24, 2020Happy Birthday, Bossman. Legacy you've left behind in the sport is immortal. God bless Champ 🤗 @sachin_rt #HappyBirthdaySachin #SachinTendulkar pic.twitter.com/aqSCso4in2
— Ravi Shastri (@RaviShastriOfc) April 24, 2020
-
As the Master Blaster @sachin_rt turns 47, we relive one of his glorious knocks against England in 2008.
— BCCI (@BCCI) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He dedicated this ton - 41st in Test cricket, to the victims of 26/11 Mumbai terror attack.
Here's wishing the legend a very happy birthday 🍰 🎁 🎂 #HappyBirthdaySachin pic.twitter.com/dgBdlbCtU7
">As the Master Blaster @sachin_rt turns 47, we relive one of his glorious knocks against England in 2008.
— BCCI (@BCCI) April 23, 2020
He dedicated this ton - 41st in Test cricket, to the victims of 26/11 Mumbai terror attack.
Here's wishing the legend a very happy birthday 🍰 🎁 🎂 #HappyBirthdaySachin pic.twitter.com/dgBdlbCtU7As the Master Blaster @sachin_rt turns 47, we relive one of his glorious knocks against England in 2008.
— BCCI (@BCCI) April 23, 2020
He dedicated this ton - 41st in Test cricket, to the victims of 26/11 Mumbai terror attack.
Here's wishing the legend a very happy birthday 🍰 🎁 🎂 #HappyBirthdaySachin pic.twitter.com/dgBdlbCtU7
1973 সালে 24 এপ্রিল তৎকালীন বোম্বেতে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সচিন তেন্ডুলকরের ৷ বাড়ির চার সন্তানের মধ্যে সচিন ছিলেন সবথেকে ছোটো ৷ তাঁর বাবা রমেশ তেন্ডুলকর একজন লেখক ও শিক্ষক ছিলেন ৷ তাঁর মা LIC-তে কাজ করতেন ৷
পরিবারের প্রিয় সঙ্গীত পরিচালক এসডি বর্মণের নামানুসারে তাঁর নামকরণ করা হয় ৷ ছাত্র হিসেবে সচিন কখনই মেধাবী ছিলেন না ৷ কিন্তু দুরন্ত অ্যাথলিট ছিলেন ৷ 11 বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি ৷ কিছুদিনের মধ্যেই তাঁর প্রতিভার দ্যুতি ছড়াতে থাকেন ৷ মাত্র 14 বছর বয়সে স্কুল ম্যাচে বিনোদ কাম্বলির সঙ্গে 664 রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড গড়েন তিনি ৷ ক্রমশ স্কুল ক্রিকেটে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে ৷
এর কিছুদিন পরই 15 বছরের সচিন প্রথম শ্রেণির ক্রিকেটে বোম্বের হয়ে তাঁর অভিষেক ম্যাচেই শতরান করেন মাস্টার ব্লাস্টার ৷ এর ঠিক 11 মাসের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের ৷ 1990 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম শতরান করেন তিনি ৷ ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরানের নজির গড়েন সচিন ৷ 1992 সালে অস্ট্রেলিয়াতে দুটি শতরান করেন মাস্টার ব্লাস্টার ৷ তার মধ্যে একটি পার্থের বাউন্সি পিচে ৷
ধীরে ধীরে নিজেকে ভারতীয় ক্রিকেটের চূড়ায় নিয়ে যান তিনি ৷ এর পর 24 বছর আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ক্রিকেট ঈশ্বর ৷ ভেঙেছেন অগণিত রেকর্ড ৷ শতরানের পর শতরান সহ একাধিক রেকর্ড গড়েছেন সচিন ৷ স্বয়ং ডন ব্যাডম্যান প্রশংসা করে বলেছিলেন,‘‘এই ছেলেটা অনেকটা আমার মতো খেলে’’ ৷ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে প্রথম দ্বিশতরানও তো আসে ক্রিকেট ভগবানের হাত ধরেই ৷
-
There are many Cricketers,
— Sachin Tendulkar Trends ™ (@TrendsSachin) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Then there are some Great Cricketers,
Then there are few Legends,
Then there is One SACHIN TENDULKAR 🙏#SachinTendulkar #HappyBirthdaySachin pic.twitter.com/6eyhCjGcR4
">There are many Cricketers,
— Sachin Tendulkar Trends ™ (@TrendsSachin) April 23, 2020
Then there are some Great Cricketers,
Then there are few Legends,
Then there is One SACHIN TENDULKAR 🙏#SachinTendulkar #HappyBirthdaySachin pic.twitter.com/6eyhCjGcR4There are many Cricketers,
— Sachin Tendulkar Trends ™ (@TrendsSachin) April 23, 2020
Then there are some Great Cricketers,
Then there are few Legends,
Then there is One SACHIN TENDULKAR 🙏#SachinTendulkar #HappyBirthdaySachin pic.twitter.com/6eyhCjGcR4
নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ ৷ রয়েছে একাধিক নজিরও ৷ বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানও সচিনের রেকর্ড বুকে ৷ এছাড়া একটা সিরিজ়ে সর্বোচ্চ রান করার কৃতিত্বও সচিনের ৷
200টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ 51টি শতরান, 6টি দ্বিশতরান ও 68টি অর্ধশতরানে ভর করে রেকর্ড 15921 রান করেছেন লিটিল মাস্টার ৷ ওয়ানডে ক্রিকেটেও একই কিতৃত্ব দেখিয়েছেন আধুনিক ক্রিকেটের ডন ৷ 463টি ওয়ানডে ম্যাচে 18426 রান করেছেন তিনি ৷ আছে 49টি শতরান ও 96টি অর্ধশতরান ৷
1994 সালে ক্রিকেটে সাফল্যের জন্য অর্জুন সম্মানে ভূষিত হন সচিন ৷ 1999-এ পদ্মশ্রী, 2008 সালে পদ্মবিভূষণ ও 2014 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন আধুনিক ক্রিকেটের ডন ৷ এছাড়া 2010 সালে ICC ক্রিকেটার অফ দা ইয়ারেও ভূষিত হন মাস্টর ব্লাস্টার ৷
-
Sharing some wonderful memories on the eve of Sachin’s birthday that I cherish!#HappyBirthdaySachin pic.twitter.com/h205mAtbhz
— VINOD KAMBLI (@vinodkambli349) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sharing some wonderful memories on the eve of Sachin’s birthday that I cherish!#HappyBirthdaySachin pic.twitter.com/h205mAtbhz
— VINOD KAMBLI (@vinodkambli349) April 23, 2020Sharing some wonderful memories on the eve of Sachin’s birthday that I cherish!#HappyBirthdaySachin pic.twitter.com/h205mAtbhz
— VINOD KAMBLI (@vinodkambli349) April 23, 2020
সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ক্রিকেটের সর্বোচ্চ শৃঙ্গে, সচিনের ক্রিকেট জার্নির আছে আরও বহু ইতিহাস ৷ 2003 বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারান সচিন ৷ তবে ভেঙে পড়েননি মাস্টার ৷ 2011 সালে কাঙ্খিত বিশ্বকাপ জয় করেন তিনি ৷ আজ সচিনের 47 তম জন্মদিব ৷ সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি ৷ মাস্টারের জন্য রইল অনেক শুভেচ্ছা ৷
-
Happy birthday @sachin_rt paji! Wishing you lots of health & happiness always. I have been so fortunate to share many memorable innings with you, specially my debut 100 & when you completed your 100th century.🇮🇳🏏🎂☝️ pic.twitter.com/a5fANuieXl
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy birthday @sachin_rt paji! Wishing you lots of health & happiness always. I have been so fortunate to share many memorable innings with you, specially my debut 100 & when you completed your 100th century.🇮🇳🏏🎂☝️ pic.twitter.com/a5fANuieXl
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 23, 2020Happy birthday @sachin_rt paji! Wishing you lots of health & happiness always. I have been so fortunate to share many memorable innings with you, specially my debut 100 & when you completed your 100th century.🇮🇳🏏🎂☝️ pic.twitter.com/a5fANuieXl
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 23, 2020
-
Happy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations 🎂 pic.twitter.com/3orof9LAvs
">Happy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations 🎂 pic.twitter.com/3orof9LAvsHappy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations 🎂 pic.twitter.com/3orof9LAvs
-
🎂 Special greetings to the cricketer who is worshipped across the globe 🌍
— Mumbai Indians (@mipaltan) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy birthday, Master 💙#OneFamily #HappyBirthdaySachin @sachin_rt pic.twitter.com/9gz6lWRUTu
">🎂 Special greetings to the cricketer who is worshipped across the globe 🌍
— Mumbai Indians (@mipaltan) April 23, 2020
Happy birthday, Master 💙#OneFamily #HappyBirthdaySachin @sachin_rt pic.twitter.com/9gz6lWRUTu🎂 Special greetings to the cricketer who is worshipped across the globe 🌍
— Mumbai Indians (@mipaltan) April 23, 2020
Happy birthday, Master 💙#OneFamily #HappyBirthdaySachin @sachin_rt pic.twitter.com/9gz6lWRUTu