ETV Bharat / sports

বিশ্বকাপ স্থগিত হওয়ার প্রবল সম্ভাবনা, ধোনির কেরিয়ার কি এখানেই শেষ ?

ধোনির কেরিয়ার নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বলেন বর্ষীয়ান সাংবাদিক শেখর লুথরা ৷ তাঁর মতে, ধোনি এখন ভারতীয় ক্রিকেটের ইতিহাস ৷

ধোনির কেরিয়ার কী এখানেই শেষ ?
ধোনির কেরিয়ার কী এখানেই শেষ ?
author img

By

Published : May 27, 2020, 9:10 PM IST

Updated : May 27, 2020, 10:36 PM IST

হায়দরাবাদ, 27 মে: আগামীকালই টেলিকনফারেন্সের মাধ্যমে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷ মনে করা হচ্ছে, এবছর অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ 2022 সাল পর্যন্ত স্থগিত হতে পারে ৷ আর এই অনুমান সত্যি প্রমাণিত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে ৷ ধোনি অনুরাগীরা কুড়ি-বিশের বিশ্বকাপে তাদের প্রাক্তন অধিনায়ককে দেখার জন্য মুখিয়ে ছিল ৷ কিন্তু বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে এখানেই হয়তো শেষ হয়ে যাবে মাহির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ৷

ধোনির কেরিয়ার নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বলেন বর্ষীয়ান সাংবাদিক শেখর লুথরা ৷ তাঁর মতে, ধোনি এখন ভারতীয় ক্রিকেটের ইতিহাস ৷ তাঁকে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না ৷ 2015 বিশ্বকাপের পরই ধোনির অবসর নেওয়া দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, 2019 সালের ইংল্যান্ড বিশ্বকাপে শেষবারের জন্য নীল জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে ৷ তারপর থেকে বাইশ গজ থেকে দূরেই ছিলেন তিনি ৷ ধোনির IPL-এর পারফরমেন্সের উপর টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি নির্ভর করছিল ৷ কিন্তু কোরোনার কারণে IPL-ও এখন বিশ বাঁও জলে ৷

ধোনির কেরিয়ার কী এখানেই শেষ ?

ইংল্যান্ড বিশ্বকাপের পরপরই ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত ধোনি নিজে এ নিয়ে মুখ খোলেননি ৷ বৃহস্পতিবার ICC-এর বৈঠকে টি-20 বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত হয় সে দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব ৷ যার উপর নির্ভর করছে ধোনির ভবিষ্যৎ ৷

হায়দরাবাদ, 27 মে: আগামীকালই টেলিকনফারেন্সের মাধ্যমে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷ মনে করা হচ্ছে, এবছর অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ 2022 সাল পর্যন্ত স্থগিত হতে পারে ৷ আর এই অনুমান সত্যি প্রমাণিত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে ৷ ধোনি অনুরাগীরা কুড়ি-বিশের বিশ্বকাপে তাদের প্রাক্তন অধিনায়ককে দেখার জন্য মুখিয়ে ছিল ৷ কিন্তু বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে এখানেই হয়তো শেষ হয়ে যাবে মাহির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ৷

ধোনির কেরিয়ার নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বলেন বর্ষীয়ান সাংবাদিক শেখর লুথরা ৷ তাঁর মতে, ধোনি এখন ভারতীয় ক্রিকেটের ইতিহাস ৷ তাঁকে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না ৷ 2015 বিশ্বকাপের পরই ধোনির অবসর নেওয়া দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, 2019 সালের ইংল্যান্ড বিশ্বকাপে শেষবারের জন্য নীল জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে ৷ তারপর থেকে বাইশ গজ থেকে দূরেই ছিলেন তিনি ৷ ধোনির IPL-এর পারফরমেন্সের উপর টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি নির্ভর করছিল ৷ কিন্তু কোরোনার কারণে IPL-ও এখন বিশ বাঁও জলে ৷

ধোনির কেরিয়ার কী এখানেই শেষ ?

ইংল্যান্ড বিশ্বকাপের পরপরই ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত ধোনি নিজে এ নিয়ে মুখ খোলেননি ৷ বৃহস্পতিবার ICC-এর বৈঠকে টি-20 বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত হয় সে দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব ৷ যার উপর নির্ভর করছে ধোনির ভবিষ্যৎ ৷

Last Updated : May 27, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.