ETV Bharat / sports

হেটমেয়র-হোপের জোড়া সেঞ্চুরি, ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের - চেন্নাইয়ে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ়

প্রথম একদিনের ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেলেন পোলার্ডরা

image
ওয়েস্ট ইন্ডিজের জয়
author img

By

Published : Dec 15, 2019, 9:57 PM IST

Updated : Dec 15, 2019, 11:00 PM IST


চেন্নাই, 15 ডিসেম্বর : দুরন্ত শিমরন হেটমেয়র ও শাই হোপ ৷ জোড়া সেঞ্চুরিতে ভর করে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারতকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দু’জনের ব্যাটে ভর করে 47.5 ওভারে 8 উইকেটে ম্যাচ জেতে পোলার্ডরা ৷ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা ৷

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে মেন ইন ব্লুরা ৷ লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরান শেলডন কার্টরেল ৷ এরপর শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 287 রান করে ভারত ৷

image
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে দুরন্ত হেটমেয়ার

ভারতের 287 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ এরপর ইনিংস এগিয়ে নিয়ে যান ওপেনার শাই হোপ ও শিমরন হেটমেয়ার ৷ ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন হেটমেয়ার ৷ অন্যদিকে ধৈর্যশীল ব্যাটিং করেন শাই হোপ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 218 রানের পার্টনারশিপ জয়ের মঞ্চ তৈরি করে দেয় ৷ 106 বলে 139 রানের ইনিংস খেলে হেটমেয়ার ফিরলেও ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন শাই হোপ ৷ ওপেনার শাই হোপ অপরাজিত থাকেন 102 রানে ৷

image
দুরন্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজ়ের

ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটসম্যানদের দুরন্ত পারফরমেন্স করলেও ক্যাচ মিসের বহর দেখা গেল ভারতীয় ফিল্ডারদের ৷ বল হাতেও ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাক পেলেও ব্যর্থ হলেন জাদেজা ও কুলদীপ ৷ যদিও উইকেট না পেলেও মাঝের ওভারে ক্যারিবিয়ানদের রান কিছুটা হলেও আটকালেন কুলদীপ ৷

জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় বাকি সিরিজ়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে সিরিজ়ের শুরুতেই ম্যাচ খুইয়ে হতাশ ভারতীয় শিবির ৷ পরের ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরানোই মূল লক্ষ্য ভারতের ৷


চেন্নাই, 15 ডিসেম্বর : দুরন্ত শিমরন হেটমেয়র ও শাই হোপ ৷ জোড়া সেঞ্চুরিতে ভর করে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারতকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দু’জনের ব্যাটে ভর করে 47.5 ওভারে 8 উইকেটে ম্যাচ জেতে পোলার্ডরা ৷ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা ৷

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে মেন ইন ব্লুরা ৷ লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরান শেলডন কার্টরেল ৷ এরপর শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 287 রান করে ভারত ৷

image
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে দুরন্ত হেটমেয়ার

ভারতের 287 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ এরপর ইনিংস এগিয়ে নিয়ে যান ওপেনার শাই হোপ ও শিমরন হেটমেয়ার ৷ ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন হেটমেয়ার ৷ অন্যদিকে ধৈর্যশীল ব্যাটিং করেন শাই হোপ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 218 রানের পার্টনারশিপ জয়ের মঞ্চ তৈরি করে দেয় ৷ 106 বলে 139 রানের ইনিংস খেলে হেটমেয়ার ফিরলেও ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন শাই হোপ ৷ ওপেনার শাই হোপ অপরাজিত থাকেন 102 রানে ৷

image
দুরন্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজ়ের

ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটসম্যানদের দুরন্ত পারফরমেন্স করলেও ক্যাচ মিসের বহর দেখা গেল ভারতীয় ফিল্ডারদের ৷ বল হাতেও ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাক পেলেও ব্যর্থ হলেন জাদেজা ও কুলদীপ ৷ যদিও উইকেট না পেলেও মাঝের ওভারে ক্যারিবিয়ানদের রান কিছুটা হলেও আটকালেন কুলদীপ ৷

জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় বাকি সিরিজ়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে সিরিজ়ের শুরুতেই ম্যাচ খুইয়ে হতাশ ভারতীয় শিবির ৷ পরের ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরানোই মূল লক্ষ্য ভারতের ৷

New Delhi, Dec 15 (ANI): Protestors, including students of Jamia Millia Islamia held a demonstration against Citizenship (Amendment) Act (CAA) outside the University. Protestors were raised slogans while holding Tricolour in their hands. Students of Jamia Millia Islamia have been protesting against CAA since December 13. The protests have left scores of students and policemen injured.

Last Updated : Dec 15, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.