চেন্নাই, 15 ডিসেম্বর : দুরন্ত শিমরন হেটমেয়র ও শাই হোপ ৷ জোড়া সেঞ্চুরিতে ভর করে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারতকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দু’জনের ব্যাটে ভর করে 47.5 ওভারে 8 উইকেটে ম্যাচ জেতে পোলার্ডরা ৷ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা ৷
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে মেন ইন ব্লুরা ৷ লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরান শেলডন কার্টরেল ৷ এরপর শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 287 রান করে ভারত ৷
ভারতের 287 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ এরপর ইনিংস এগিয়ে নিয়ে যান ওপেনার শাই হোপ ও শিমরন হেটমেয়ার ৷ ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন হেটমেয়ার ৷ অন্যদিকে ধৈর্যশীল ব্যাটিং করেন শাই হোপ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 218 রানের পার্টনারশিপ জয়ের মঞ্চ তৈরি করে দেয় ৷ 106 বলে 139 রানের ইনিংস খেলে হেটমেয়ার ফিরলেও ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন শাই হোপ ৷ ওপেনার শাই হোপ অপরাজিত থাকেন 102 রানে ৷
ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটসম্যানদের দুরন্ত পারফরমেন্স করলেও ক্যাচ মিসের বহর দেখা গেল ভারতীয় ফিল্ডারদের ৷ বল হাতেও ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাক পেলেও ব্যর্থ হলেন জাদেজা ও কুলদীপ ৷ যদিও উইকেট না পেলেও মাঝের ওভারে ক্যারিবিয়ানদের রান কিছুটা হলেও আটকালেন কুলদীপ ৷
জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় বাকি সিরিজ়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে সিরিজ়ের শুরুতেই ম্যাচ খুইয়ে হতাশ ভারতীয় শিবির ৷ পরের ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরানোই মূল লক্ষ্য ভারতের ৷