ETV Bharat / sports

ভাঙলেন সচিনের রেকর্ড, দ্রুততম 12 হাজার রান কোহলির - india vs australia

309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস ।

virat kohli breaks sachin tendulker's record to become fastest to score 12000 odi runs
virat kohli breaks sachin tendulker's record to become fastest to score 12000 odi runs
author img

By

Published : Dec 2, 2020, 1:49 PM IST

ক্যানবেরা, 2 ডিসেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি । আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 12 হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । যা করতে তিনি নিলেন মাত্র 241টি ইনিংস ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে হাতছাড়া করলেও ছন্দে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি । আজ সিরিজ়ের তৃতীয় তথা নিয়মরক্ষার ম্যাচেও করলেন 63 রান । এরই সঙ্গে একদিনের ফরম্যাটে সচিনের দ্রুততম 12 হাজার রানের রেকর্ড ভাঙলেন তিনি । 309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস । ম্যাচের সংখ্যা 251টি ।

2003 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে এই রেকর্ড গড়েন সচিন । সেদিন 98 রানের ইনিংস খেলেছিলেন তিনি । কোহলি হলেন ওয়ানডে-তে 12 হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ও দেশের দ্বিতীয় ক্রিকেটার ।

ক্যানবেরা, 2 ডিসেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি । আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 12 হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । যা করতে তিনি নিলেন মাত্র 241টি ইনিংস ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে হাতছাড়া করলেও ছন্দে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি । আজ সিরিজ়ের তৃতীয় তথা নিয়মরক্ষার ম্যাচেও করলেন 63 রান । এরই সঙ্গে একদিনের ফরম্যাটে সচিনের দ্রুততম 12 হাজার রানের রেকর্ড ভাঙলেন তিনি । 309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস । ম্যাচের সংখ্যা 251টি ।

2003 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে এই রেকর্ড গড়েন সচিন । সেদিন 98 রানের ইনিংস খেলেছিলেন তিনি । কোহলি হলেন ওয়ানডে-তে 12 হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ও দেশের দ্বিতীয় ক্রিকেটার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.