ETV Bharat / sports

হরমনপ্রীতদের শুভেচ্ছা কোহলি-সেহওয়াগের - Indian women team

প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ তাই শুভেচ্ছার বন্যা বিভিন্ন প্রান্ত থেকে ৷ সোশাল মিডিয়ায় দলকে শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

image
মহিলা দলকে শুভেচ্ছা কোহলির
author img

By

Published : Mar 5, 2020, 3:22 PM IST

দিল্লি, 5 মার্চ : প্রথমবারের জন্য মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ ৷ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছানোয় ফাইনালে চলে গেল হরমনপ্রীত কউরের দল ৷

আর ফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা ৷ তালিকায় আছেন অনেকে ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই হরমনপ্রীত, শেফালি, স্মৃতি, পুনমদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ৷ ফাইনাল ম্যাচের জন্যও আগাম শুভেচ্ছা জানান বিরাট ৷

  • Congratulations to the Indian Women's team on qualifying for the @T20WorldCup final. We are proud of you girls and wish you all the luck for the finals. 🇮🇳👏 @BCCIWomen

    — Virat Kohli (@imVkohli) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরেন্দ্র সেহওয়াগ নিজের স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, ‘‘সেমিফাইনালে খেলা দেখতে ভালো লাগত ৷ কিন্তু ইন্দ্র দেবতার আগে কে জিততে পারে ৷ পরিশ্রমের ফল সবসময় ভালোই হয় ৷ গ্রুপের সব ম্যাচ জেতার পুরস্কার ৷ অসংখ্য শুভেচ্ছা ৷ সামনের রবিবারের দিকে তাকিয়ে আছি ৷’’

  • Would have loved seeing the semi-finals but Indra Devta ke aage kaun jeet sakta hai.
    Mehnat ka parinaam achha milta hai. A reward for Winning all the matches in the group stage. Congratulations @BCCIWomen and wishing you glory this Sunday #T20WorldCup

    — Virender Sehwag (@virendersehwag) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়লাভ করে ৷ অন্যদিকে ইংল্যান্ড তাদের গ্রুপে একটি মাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় ৷ ফলে সেমিফাইনাল ম্যাচ খেলা না হওয়ার জন্য ফাইনালে পৌঁছে যায় ভারত ৷

  • Would have been great to see the match, but many congratulations to @BCCIWomen for making it to the finals of the #T20WorldCup . A reward for winning 4 out of 4 in the group stages. Wishing the girls the very best for the finals on #WomensDay

    — VVS Laxman (@VVSLaxman281) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 5 মার্চ : প্রথমবারের জন্য মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ ৷ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছানোয় ফাইনালে চলে গেল হরমনপ্রীত কউরের দল ৷

আর ফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা ৷ তালিকায় আছেন অনেকে ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই হরমনপ্রীত, শেফালি, স্মৃতি, পুনমদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ৷ ফাইনাল ম্যাচের জন্যও আগাম শুভেচ্ছা জানান বিরাট ৷

  • Congratulations to the Indian Women's team on qualifying for the @T20WorldCup final. We are proud of you girls and wish you all the luck for the finals. 🇮🇳👏 @BCCIWomen

    — Virat Kohli (@imVkohli) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরেন্দ্র সেহওয়াগ নিজের স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, ‘‘সেমিফাইনালে খেলা দেখতে ভালো লাগত ৷ কিন্তু ইন্দ্র দেবতার আগে কে জিততে পারে ৷ পরিশ্রমের ফল সবসময় ভালোই হয় ৷ গ্রুপের সব ম্যাচ জেতার পুরস্কার ৷ অসংখ্য শুভেচ্ছা ৷ সামনের রবিবারের দিকে তাকিয়ে আছি ৷’’

  • Would have loved seeing the semi-finals but Indra Devta ke aage kaun jeet sakta hai.
    Mehnat ka parinaam achha milta hai. A reward for Winning all the matches in the group stage. Congratulations @BCCIWomen and wishing you glory this Sunday #T20WorldCup

    — Virender Sehwag (@virendersehwag) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়লাভ করে ৷ অন্যদিকে ইংল্যান্ড তাদের গ্রুপে একটি মাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় ৷ ফলে সেমিফাইনাল ম্যাচ খেলা না হওয়ার জন্য ফাইনালে পৌঁছে যায় ভারত ৷

  • Would have been great to see the match, but many congratulations to @BCCIWomen for making it to the finals of the #T20WorldCup . A reward for winning 4 out of 4 in the group stages. Wishing the girls the very best for the finals on #WomensDay

    — VVS Laxman (@VVSLaxman281) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.