লাহোর, 3 আগাস্ট : 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য নটিংহ্যামশায়ারের সঙ্গে 1 লাখ 75 হাজার পাউন্ডের (ভারতীয় মুদ্রায় 1.71 কোটি ) কাউন্টি চুক্তি বাতিল করেছিলেন। বললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার ।
সম্প্রতি পাকিস্তানের এক নিউজ় চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, "মানুষ এই বিষয়ে খুব কমই জানে। নটিংহ্যামের সঙ্গে আমার 1 লাখ 75 হাজার পাউন্ডের চুক্তি হয়েছিল । কার্গিলে যুদ্ধ শুরু হওয়ায় আমি চুক্তি বাতিল করে দিই । পরে 2002 সালেও আমার আরও একটা বড় চুক্তি হয়েছিল। সেই চুক্তিও আমি বাতিল করে দিয়েছিলাম । "
তিনি বলেন, "আমি লাহোরের সীমানায় দাঁড়িয়ে ছিলাম । সেই সময় এক জেনেরাল আমাকে জিজ্ঞাসা করলেন আমি সেখানে কী করছি । আমি বলেছিলাম যুদ্ধ শুরু হতে চলেছে এবং আমরা একসাথে মরব । আমি একইভাবে দু'বার কাউন্টি (ক্রিকেট) ছেড়েছি এবং ওরা অবাক হয়েছিল । তবে এ নিয়ে আমি বেশি চিন্তিত ছিলাম না । তখন আমি কাশ্মীরের বন্ধুদের যোগাযোগ করি এবং তাদের বলেছিলাম আমি লড়াইয়ের জন্য প্রস্তুত । "
আখতার আরও বলেন, "খেলাধূলা ও রাজনীতি সব সময় আলাদা রাখা উচিত । ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মাঠে নামলে সেই লড়াই সমস্ত প্রতিদ্বন্দ্বীতাকে ছাপিয়ে যায় । তবু ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছ । " কোরোনা সংক্রমণের জেরে তৈরি অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সিরিজ় আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন তিনি ।