জয়পুর, 6 মে : স্মৃতি মন্ধানার দুরন্ত 90 রানের উপর ভর করে মহিলা T-20 চ্যালেঞ্জারের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসকে দু'রানে হারাল ট্রেলব্লেজ়ার । ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা ।
আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন সুপারনোভাস অধিনায়ক হরমনপ্রীত কউর । শুরুতেই সুজ়ি বেটসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অনুজা পাটিল । তারপর ইনিংসের হাল ধরেন স্মৃতি । তাঁকে যোগ্যসঙ্গত দেন হারলিন দেওল । দুজনেই কিছুটা ধরে খেলতে থাকেন । 47 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্মৃতি । তারপর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ভারতের তারকা ওপেনার । পরের 19 বলে 39 রান করেন তিনি । হারলিন ও স্মৃতির উপর ভর করে 100 রানের গণ্ডি টপকায় সুপারনোভাস । শেষপর্যন্ত দলগত 130 রানের মাথায় আউট হন হারলিন । শেষ ওভারে আউট হন স্মৃতি । মাত্র 10 রানের জন্য নিজের সেঞ্চুরি ফসকান স্মৃতি । শেষপর্যন্ত 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 140 রান তোলে ট্রেলব্লেজ়ার ।
ব্যাট করতে নেমে দলগত 6 রানের মাথায় আউট হন প্রিয়া পুনিয়া । চামারি আত্তাপাত্তু ও জেমাইমা রড্রিগেজ় ইনিংসের হাল ধরলেও রিকোয়ার্ড রানরেট ক্রমশ বাড়তে থাকে । জেমাইমা আউট হওয়ার পর ক্রিজ়ে আসেন হরমনপ্রীত । তিনি আসতেই খেলায় ফেরে সুপারনোভাস । ইতিমধ্যে আরও দু'উইকেট হারায় সুপারনোভাস । তখন সুপারনোভাসের স্কোর পাঁচ উইকেটে 122 রান । জেতার জন্য শেষ ওভারে 19 রান দরকার ছিল । বলে করতে আসেন ঝুলন গোস্বামী । শেষ বলে তিন রান দরকার ছিল হরমনপ্রীতদের । কিন্তু, ব্যাটে বলে ঠেকাতে পারেননি হরমনপ্রীত ।