ETV Bharat / sports

মন্ধানার দুরন্ত 90, উদ্বোধনী মহিলা T-20 চ্যালেঞ্জার ম্যাচে রুদ্ধশ্বাস জয় ট্রেলব্লেজ়ারের - women

মহিলা T-20 চ্যালেঞ্জারের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসকে দু'রানে হারাল ট্রেলব্লেজ়ার । ম্যাচের সেরা স্মৃতি মন্ধানা ।

স্মৃতি মন্ধানা
author img

By

Published : May 6, 2019, 11:55 PM IST

জয়পুর, 6 মে : স্মৃতি মন্ধানার দুরন্ত 90 রানের উপর ভর করে মহিলা T-20 চ্যালেঞ্জারের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসকে দু'রানে হারাল ট্রেলব্লেজ়ার । ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা ।

আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন সুপারনোভাস অধিনায়ক হরমনপ্রীত কউর । শুরুতেই সুজ়ি বেটসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অনুজা পাটিল । তারপর ইনিংসের হাল ধরেন স্মৃতি । তাঁকে যোগ্যসঙ্গত দেন হারলিন দেওল । দুজনেই কিছুটা ধরে খেলতে থাকেন । 47 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্মৃতি । তারপর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ভারতের তারকা ওপেনার । পরের 19 বলে 39 রান করেন তিনি । হারলিন ও স্মৃতির উপর ভর করে 100 রানের গণ্ডি টপকায় সুপারনোভাস । শেষপর্যন্ত দলগত 130 রানের মাথায় আউট হন হারলিন । শেষ ওভারে আউট হন স্মৃতি । মাত্র 10 রানের জন্য নিজের সেঞ্চুরি ফসকান স্মৃতি । শেষপর্যন্ত 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 140 রান তোলে ট্রেলব্লেজ়ার ।

ব্যাট করতে নেমে দলগত 6 রানের মাথায় আউট হন প্রিয়া পুনিয়া । চামারি আত্তাপাত্তু ও জেমাইমা রড্রিগেজ় ইনিংসের হাল ধরলেও রিকোয়ার্ড রানরেট ক্রমশ বাড়তে থাকে । জেমাইমা আউট হওয়ার পর ক্রিজ়ে আসেন হরমনপ্রীত । তিনি আসতেই খেলায় ফেরে সুপারনোভাস । ইতিমধ্যে আরও দু'উইকেট হারায় সুপারনোভাস । তখন সুপারনোভাসের স্কোর পাঁচ উইকেটে 122 রান । জেতার জন্য শেষ ওভারে 19 রান দরকার ছিল । বলে করতে আসেন ঝুলন গোস্বামী । শেষ বলে তিন রান দরকার ছিল হরমনপ্রীতদের । কিন্তু, ব্যাটে বলে ঠেকাতে পারেননি হরমনপ্রীত ।

জয়পুর, 6 মে : স্মৃতি মন্ধানার দুরন্ত 90 রানের উপর ভর করে মহিলা T-20 চ্যালেঞ্জারের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসকে দু'রানে হারাল ট্রেলব্লেজ়ার । ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা ।

আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন সুপারনোভাস অধিনায়ক হরমনপ্রীত কউর । শুরুতেই সুজ়ি বেটসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অনুজা পাটিল । তারপর ইনিংসের হাল ধরেন স্মৃতি । তাঁকে যোগ্যসঙ্গত দেন হারলিন দেওল । দুজনেই কিছুটা ধরে খেলতে থাকেন । 47 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্মৃতি । তারপর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ভারতের তারকা ওপেনার । পরের 19 বলে 39 রান করেন তিনি । হারলিন ও স্মৃতির উপর ভর করে 100 রানের গণ্ডি টপকায় সুপারনোভাস । শেষপর্যন্ত দলগত 130 রানের মাথায় আউট হন হারলিন । শেষ ওভারে আউট হন স্মৃতি । মাত্র 10 রানের জন্য নিজের সেঞ্চুরি ফসকান স্মৃতি । শেষপর্যন্ত 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 140 রান তোলে ট্রেলব্লেজ়ার ।

ব্যাট করতে নেমে দলগত 6 রানের মাথায় আউট হন প্রিয়া পুনিয়া । চামারি আত্তাপাত্তু ও জেমাইমা রড্রিগেজ় ইনিংসের হাল ধরলেও রিকোয়ার্ড রানরেট ক্রমশ বাড়তে থাকে । জেমাইমা আউট হওয়ার পর ক্রিজ়ে আসেন হরমনপ্রীত । তিনি আসতেই খেলায় ফেরে সুপারনোভাস । ইতিমধ্যে আরও দু'উইকেট হারায় সুপারনোভাস । তখন সুপারনোভাসের স্কোর পাঁচ উইকেটে 122 রান । জেতার জন্য শেষ ওভারে 19 রান দরকার ছিল । বলে করতে আসেন ঝুলন গোস্বামী । শেষ বলে তিন রান দরকার ছিল হরমনপ্রীতদের । কিন্তু, ব্যাটে বলে ঠেকাতে পারেননি হরমনপ্রীত ।

Hooghly (West Bengal), May 06 (ANI): The Bharatiya Janata Party (BJP) leader Locket Chatterjee staged a sit-in at District Magistrate's office in West Bengal's Hooghly after her car was vandalised by unknown miscreants today. Locket Chatterjee is candidate of BJP from Hooghly.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.