কলকাতা, 28 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির মধ্যে নিজের শহর কলকাতায় ফিরে এলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সোমবার দুপুরে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দেন । সেখানে ক্রিকেট কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, তা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি।
কোরোনা ভাইরাসের আবহে ক্রিকেট কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা হলপ করে বলতে পারছেন না কেউই । এই অবস্থায় বিধিনিষেধের লক্ষ্মণরেখায় নিউ-নর্মাল লাইফ সচল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু, এই পরিবেশে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়া সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠছে ।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরোয়া ক্রিকেট শুরু করার কথা বললেও তা ঠিক কীভাবে সম্ভব তার সঠিক দিশা এখনও দিতে পারেননি। তিনি বলেন, "পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। ঘরোয়া ক্রিকেট করতে চাই। আমাদের যতটা সম্ভব তার মধ্যে থেকেই শুরু করার চেষ্টা করতে হবে ।"
রণজি ট্রফি, দলীপ ট্রফি, অনূর্ধ্ব 23 সিকে নাইডু ট্রফি, বিজয় হাজারে, দেওধর ট্রফি, সৈয়দ আলি মুস্তাক ট্রফিতে মোট 236টি ঘরোয়া ম্যাচ হয়ে থাকে। সারা দেশজুড়ে বায়ো বাবল তৈরি করা শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব। মরুদেশে IPL আয়োজনের মধ্যেই নতুনভাবে ক্রিকেট আয়োজনের ভাবনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। তার ইঙ্গিত বোর্ড প্রেসিডেন্টের গলায়। সৌরভ গঙ্গোপাধ্যয় বলছেন, "আমরা দেশের মাটিতে ক্রিকেট আয়োজন করতে চাই। কিন্তু আমরা কোরোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। সেইমতো ব্যবস্থা নেব। IPL-র পরে আমরা অস্ট্রেলিয়া সফরে যাব। ইংল্যান্ড এই দেশে সফরে আসছে । তারপর এখানে IPL হবে।"
চলতি IPL এখন ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে । "কেউ নিশ্চিত ছিলেন না IPL কীভাবে হবে। কারণ এই পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে ছিল না। অনিশ্চিত ছিল সবকিছু । আমরা IPL শুরু করেছি । আমরা চেয়েছিলাম জীবন তার ছন্দে ফিরে আসুক । ইংল্যান্ডে যদি ক্রিকেট সম্ভব হয়, যদি আমরা বায়ো বাবল তৈরি করতে পারি তাহলে আয়োজন সম্ভব করা যেতে পারে, ’’ বলছেন সৌরভ । একই সঙ্গে তিনি বলেছেন, "IPL খেলার সময় একটি শহরে তিনশোজন থাকছে । দ্বিপাক্ষিক সিরিজে সেই সংখ্যাটি 50 থেকে 60 জন হবে । এখনও পর্যন্ত সবকিছু ঠিক চলছে । এজন্য ক্রিকেটারদের আমি ধন্যবাদ দেব। দু'মাস ধরে হোটেলবন্দী থাকা যথেষ্ট কঠিন । তাই কৃতিত্ব ওঁদের দিতেই হবে।"
শ্রেয়াস আইয়ার চলতি IPL-এ দিল্লি ক্যাপিটালস দলের ভালো পারফরম্যান্সের জন্য সৌরভের অবদানের কথা বলেছেন। "গত বছর আমি ওঁদের সাহায্য করেছিলাম। আমি বোর্ড প্রেসিডেন্ট। কিন্তু ভুলে যাবেন না আমি একজন ক্রিকেটার সবার আগে। যার পাঁচশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই আমি যে কোনও তরুণ ক্রিকেটারকে সাহায্য করতে পারি। যদি তাঁরা সাহায্য চান। সেই তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার, মনোজ তিওয়ারি বা বিরাট কোহলি হতে পারেন," মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়কের।
ISL-র মঞ্চে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তিতে খুশি সৌরভ । বলেছেন, "ভারতীয় ফুটবল ইতিহাসে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সবচেয়ে বড় ক্লাব। ইস্টবেঙ্গলের যোগদান সত্যিই বড় খবর। যখন সিদ্ধান্ত হচ্ছিল আমি ওখানে ছিলাম। ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া ISL হতে পারে না।"