দিল্লি, 24 ডিসেম্বর : যত দ্রুত সম্ভব অ্যাডিলেড ওভালের দ্বিতীয় ইনিংসের কথা ভুলে যেতে হবে ৷ মেলবোর্নে নতুনভাবে শুরু করতে হবে ভারতীয় ক্রিকেটারদের এমনটাই মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের ৷
অ্যাডিলেড ওভালে, সিরিজ় শুরুর দিনরাতের ম্যাচের প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে শেষ হয়ে যায় ৷ অথচ এক উইকেটের বিনিময়ে 9 রান করে তৃতীয় দিন শুরু করে ভারত৷
ভিভিএস লক্ষ্মণ বলেছেন, কোনও একটি নির্দিষ্ট কথা ভেবে নিজেদের খেলা প্রভাবিত করা উচিত নয় ৷ এবং এখানে তরুণ ক্রিকেটারদের কাছে দুর্দান্ত সুযোগ থাকছে নিজেদের প্রতিষ্টা করার ৷ লক্ষ্মণ বলেছেন এটা ভুলে যাওয়া উচিত নয় যে, টেস্টের প্রথম দুই দিনে ছয়টি সেশনের বেশিরভাগ অংশেই ভারত দখলে ছিল ।
আরও পড়ুন :-রাহানের হাতে ব্যাটন দিয়ে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট
অ্যাডিলেড ওভালে 8 উইকেটে হারের পর ক্ষত সারিয়ে ওঠার আগেই নতুন চ্যালেঞ্জের সম্মুখীন অজিঙ্কা রাহানে ৷ কারণ শেষ তিনটি টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাই নেতৃত্বের দায়ভার আসবে রাহানের কাঁধেই ৷ লক্ষ্মণ বলছেন, এই কঠিন পরিস্থিতিই ভবিষ্যতের তারকা ক্রিকেটার তুলে আনে ৷ এই সময় ক্রিকেট মাঠে ক্রিকেটারদের নিজেদের চরিত্র দেখাতে হবে ৷