ETV Bharat / sports

টেস্টে একেই বিরাট, ব়্যাঙ্কিংয়ে পিছোলেন পূজারা-রাহানে - টেস্ট ক্রিকেটে ৡাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

সদ্য প্রকাশিত ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ অন্যদিকে এক ধাপ পিছোলেন চেতেশ্বর পূজারা ও দুই ধাপ পিছোলেন অজিঙ্কা রাহানে ৷

image
সবার উপরে বিরাট
author img

By

Published : Jan 8, 2020, 6:34 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : টেস্ট ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ যদিও এক ধাপ পিছোলেন চেতেশ্বর পূজারা ও দুই ধাপ পিছোলেন অজিঙ্কা রাহানে ৷ বুধবারই নতুন টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ করে ICC ৷

928 পয়েন্ট নিয়ে সবার উপরে কোহলি ৷ দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পয়েন্ট 911 ৷ অন্যদিকে পূজারা এক ধাপ নেমে আছেন 6 নম্বরে ৷ পূজারার পয়েন্ট 791 ৷ দুই ধাপ পিছিয়ে রাহানে আছেন 9 নম্বরে ৷ চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরার বোলারদের ব়্যাঙ্কিংয়ে নিজের ছয় নম্বর স্থান ধরে রেখেছেন ৷

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুসচাগনে নিজের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ৷ 25 বছরের এই ব্যাটসম্যান শেষ দুটি ইনিংসে করেছেন 215 এবং 59 রান ৷ ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন তিনে ৷ বোলারদের ব়্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট ক্যামিন্স ৷

দিল্লি, 8 জানুয়ারি : টেস্ট ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ যদিও এক ধাপ পিছোলেন চেতেশ্বর পূজারা ও দুই ধাপ পিছোলেন অজিঙ্কা রাহানে ৷ বুধবারই নতুন টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ করে ICC ৷

928 পয়েন্ট নিয়ে সবার উপরে কোহলি ৷ দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পয়েন্ট 911 ৷ অন্যদিকে পূজারা এক ধাপ নেমে আছেন 6 নম্বরে ৷ পূজারার পয়েন্ট 791 ৷ দুই ধাপ পিছিয়ে রাহানে আছেন 9 নম্বরে ৷ চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরার বোলারদের ব়্যাঙ্কিংয়ে নিজের ছয় নম্বর স্থান ধরে রেখেছেন ৷

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুসচাগনে নিজের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ৷ 25 বছরের এই ব্যাটসম্যান শেষ দুটি ইনিংসে করেছেন 215 এবং 59 রান ৷ ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন তিনে ৷ বোলারদের ব়্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট ক্যামিন্স ৷

Bhubaneswar (Odisha), Jan 08 (ANI): At least ten trade unions have called for 'bharat bandh' on January 08. Odisha Pradesh Congress Committee (OPCC) president Niranjan Patnaik came forward to support 'bandh'. He, along with other supporters, made a human chain in support of the 'bandh'. 'Bharat bandh' has been called against 'anti-worker policies of Central Government'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.