ETV Bharat / sports

মন কি বাত-এ রাহানেদের লড়াইকে কুর্নিশ মোদির, ধন্যবাদ সৌরভ-কোহলির

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সফরটা ছিল কণ্টকাকীর্ণ ৷ প্রথম টেস্টে লজ্জার হার, তারপর একের পর এক ক্রিকেটারের চোট ৷ বর্ডার-গাভাসকর সিরিজ়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে এনেছে ভারত ৷

author img

By

Published : Jan 31, 2021, 5:42 PM IST

Updated : Jan 31, 2021, 5:54 PM IST

PM Modi hails India's historic win over Australia
PM Modi hails India's historic win over Australia

দিল্লি, 31 জানুয়ারি : আগেও টুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন ৷ আজ চলতি মাসের শেষ 'মন কি বাত'-এ ফের অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের টেস্ট সিরিজ় জয়ের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে পিএমও ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে মন কি বাত-এর প্রধানমন্ত্রীর বক্তব্য টুইট করা হয় ৷ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেই টুইটের জবাব দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় জয়ী অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ ধন্যবাদ জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফেও ৷

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সফরটা ছিল কণ্টকাকীর্ণ ৷ প্রথম টেস্টে লজ্জার হার, তারপর একের পর এক ক্রিকেটারের চোট ৷ বর্ডার-গাভাসকর সিরিজ়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে এনেছে ভারত ৷ আজ 'মন কি বাত'-এ অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারাদের সেই লড়াইকে অনুপ্রেরণাদায়ক বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, এই মাসে ক্রিকেটের ময়দান থেকে দারুণ খবর এসেছে ৷ প্রাথমিক ধাক্কা সামলে আমাদের ক্রিকেট টিম দারুণ প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়ায় সিরিজ় জিতেছে ৷ দেশের ক্রিকেটারদের এই কঠোর পরিশ্রম এবং টিমওয়ার্ক প্রেরণাদায়ক ৷

আরও পড়ুন : বুমরার গুগলি !

প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত ক্রিকেটমহল ৷ প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করা হয় ৷ বিসিসিআই লেখে, আপনার এই উপলব্ধি এবং বার্তার জন্য ধন্যবাদ ৷ দেশের তেরঙার মান উঁচু রাখতে আমরা সম্ভাব্য সবরকম চেষ্টা করে যাব ৷

ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফেরা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ মহারাজ লেখেন, "অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷"

সৌরভের টুইট
সৌরভের টুইট

জবাব দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ পিএমও ইন্ডিয়ার টুইটের রিটুইট করে অধিনায়ক বিরাট কোহলি একটি তেরঙা পোস্ট করেছেন ৷

অজিঙ্ক রাহানে লিখেছেন, আপনার অনুপ্রেরণাদায়ক বার্তার জন্য অনেক ধন্যবাদ ৷ দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের ৷ আশা করব এভাবেই দেশকে অনুপ্রাণিত করে যাব ৷

  • Thank you for your words of encouragement Shri @narendramodi Ji 🙏 It’s always an honour to represent our country, we hope to continue inspiring more Indians as we move forward 🇮🇳 https://t.co/8vxfrU3N4v

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) January 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 31 জানুয়ারি : আগেও টুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন ৷ আজ চলতি মাসের শেষ 'মন কি বাত'-এ ফের অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের টেস্ট সিরিজ় জয়ের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে পিএমও ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে মন কি বাত-এর প্রধানমন্ত্রীর বক্তব্য টুইট করা হয় ৷ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেই টুইটের জবাব দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় জয়ী অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ ধন্যবাদ জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফেও ৷

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সফরটা ছিল কণ্টকাকীর্ণ ৷ প্রথম টেস্টে লজ্জার হার, তারপর একের পর এক ক্রিকেটারের চোট ৷ বর্ডার-গাভাসকর সিরিজ়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে এনেছে ভারত ৷ আজ 'মন কি বাত'-এ অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারাদের সেই লড়াইকে অনুপ্রেরণাদায়ক বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, এই মাসে ক্রিকেটের ময়দান থেকে দারুণ খবর এসেছে ৷ প্রাথমিক ধাক্কা সামলে আমাদের ক্রিকেট টিম দারুণ প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়ায় সিরিজ় জিতেছে ৷ দেশের ক্রিকেটারদের এই কঠোর পরিশ্রম এবং টিমওয়ার্ক প্রেরণাদায়ক ৷

আরও পড়ুন : বুমরার গুগলি !

প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত ক্রিকেটমহল ৷ প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করা হয় ৷ বিসিসিআই লেখে, আপনার এই উপলব্ধি এবং বার্তার জন্য ধন্যবাদ ৷ দেশের তেরঙার মান উঁচু রাখতে আমরা সম্ভাব্য সবরকম চেষ্টা করে যাব ৷

ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফেরা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ মহারাজ লেখেন, "অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷"

সৌরভের টুইট
সৌরভের টুইট

জবাব দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ পিএমও ইন্ডিয়ার টুইটের রিটুইট করে অধিনায়ক বিরাট কোহলি একটি তেরঙা পোস্ট করেছেন ৷

অজিঙ্ক রাহানে লিখেছেন, আপনার অনুপ্রেরণাদায়ক বার্তার জন্য অনেক ধন্যবাদ ৷ দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের ৷ আশা করব এভাবেই দেশকে অনুপ্রাণিত করে যাব ৷

  • Thank you for your words of encouragement Shri @narendramodi Ji 🙏 It’s always an honour to represent our country, we hope to continue inspiring more Indians as we move forward 🇮🇳 https://t.co/8vxfrU3N4v

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) January 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 31, 2021, 5:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.