ETV Bharat / sports

দলকে একটু একা থাকতে দিন, আবেদন মান্ধানার - দলকে একা থাকতে দেওয়ার আর্জি দলের সিনিয়র ক্রিকেটার স্মৃতি মান্ধানার

বিশ্বকাপ ফাইনালে হারের পর বিধ্বস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল । এবার তাঁদের একটু একা থাকতে দেওয়ার জন্য আবেদন করলেন দলেরই সদস্য স্মৃতি মান্ধানা ।

image
শেফালি ও স্মৃতি
author img

By

Published : Mar 9, 2020, 10:38 AM IST

মেলবোর্ন, 9 মার্চ : টি- 20 বিশ্বকাপের ফাইনালে 85 রানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৷ স্বাভাবিকভাবেই বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটাররা ৷ তাই এবার তাদের একা থাকতে দেওয়ার আবেদন জানালেন স্মৃতি মান্ধানা ৷

মান্ধানা বলেন, ‘‘এখন সময় আত্মদর্শনের ৷ সাফল্যের থেকে ব্যর্থতা অনেক বেশি শেখায় ৷ দলের একা থাকার প্রয়োজন এবং কয়েক বছরে কীভাবে আরও উন্নতি করা যায় সেটা ভাবতে হবে ৷" তাঁর মতে, টি-20-তে ভারত এখন অন্য দল ৷ এর কৃতিত্ব কোচ ডব্লিউ ভি রমনকে দিতে চান তিনি ৷

তিনি আরও বলেন, ‘‘টি-20-তে আমরা কখনই সেরা ছিলাম না ৷ ওয়ানডে-তে অবশ্যই আমরা অন্যতম সেরা দল ৷ কিন্তু আমরা এখন সব ফর্ম্যাটেই সমান ৷ এই এক জায়গাতে কোচ আমাদের পরিবর্তনে দারুণভাবে সাহায্য করেছেন ৷ টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি ৷ নতুনরা উঠে এসেছে ৷ আমরা এখন ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে ভালো খেলছি ৷ ’’

বিশ্বকাপে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্মৃতি মান্ধানা ৷ বিশ্বকাপে 4টি ইনিংসে ব্যাট করেছেন তিনি ৷ তার মধ্যে সর্বোচ্চ রান 17 ৷

image
ফাইনালে আউট হওয়ার পর স্মৃতি মান্ধানা

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি বর্মাকে নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের মেডেল নেওয়ার সময় শেফালি আমার পাশেই দাঁড়িয়েছিল ৷ কান্নায় ভেঙে পড়েছিল । আমি তাঁকে তাঁর বিশ্বকাপের জার্নি নিয়ে গর্বিত হতে বলেছি ৷ আমি যখন 16 বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলি তখন শেফালির 20 শতাংশও বল মারতে পারিনি ৷ ’’

মেলবোর্ন, 9 মার্চ : টি- 20 বিশ্বকাপের ফাইনালে 85 রানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৷ স্বাভাবিকভাবেই বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটাররা ৷ তাই এবার তাদের একা থাকতে দেওয়ার আবেদন জানালেন স্মৃতি মান্ধানা ৷

মান্ধানা বলেন, ‘‘এখন সময় আত্মদর্শনের ৷ সাফল্যের থেকে ব্যর্থতা অনেক বেশি শেখায় ৷ দলের একা থাকার প্রয়োজন এবং কয়েক বছরে কীভাবে আরও উন্নতি করা যায় সেটা ভাবতে হবে ৷" তাঁর মতে, টি-20-তে ভারত এখন অন্য দল ৷ এর কৃতিত্ব কোচ ডব্লিউ ভি রমনকে দিতে চান তিনি ৷

তিনি আরও বলেন, ‘‘টি-20-তে আমরা কখনই সেরা ছিলাম না ৷ ওয়ানডে-তে অবশ্যই আমরা অন্যতম সেরা দল ৷ কিন্তু আমরা এখন সব ফর্ম্যাটেই সমান ৷ এই এক জায়গাতে কোচ আমাদের পরিবর্তনে দারুণভাবে সাহায্য করেছেন ৷ টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি ৷ নতুনরা উঠে এসেছে ৷ আমরা এখন ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে ভালো খেলছি ৷ ’’

বিশ্বকাপে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্মৃতি মান্ধানা ৷ বিশ্বকাপে 4টি ইনিংসে ব্যাট করেছেন তিনি ৷ তার মধ্যে সর্বোচ্চ রান 17 ৷

image
ফাইনালে আউট হওয়ার পর স্মৃতি মান্ধানা

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি বর্মাকে নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের মেডেল নেওয়ার সময় শেফালি আমার পাশেই দাঁড়িয়েছিল ৷ কান্নায় ভেঙে পড়েছিল । আমি তাঁকে তাঁর বিশ্বকাপের জার্নি নিয়ে গর্বিত হতে বলেছি ৷ আমি যখন 16 বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলি তখন শেফালির 20 শতাংশও বল মারতে পারিনি ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.