ETV Bharat / sports

কিলার ইনস্টিংয়ের অভাব আছে দলে, মন্তব্য গম্ভীরের - কিলার ইনস্টিংয়ের অভাব

2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত শেষ ICC টুর্নামেন্টে জয় পায় । তারপর শুধু ব্যর্থতা তাড়া করেছে দলকে । গুরুত্বপূর্ণ সময়ে দল ভালো খেলতে না পারার খেসারত দিতে হয়েছে । অনেক আশা নিয়ে শুরু করেও 2019 সালেও একদিনের বিশ্বকাপ সেমিফাইনালেই নিউজ়িল্যান্ডের কাছে হার মানতে হয় মেন ইন ব্লু কে । ভারতীয় দলের মধ্যে কিলার ইনস্টিংয়ের অভাব আছে বলে মন্তব্য করেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ।

Team India lacks killer instinct
ক্রিকেটারদের মধ্যে কিলার ইনস্টিংয়ের অভাব আছে
author img

By

Published : Jun 14, 2020, 7:03 AM IST

দিল্লি, 13 জুন : দেশের ক্রিকেটারদের মধ্যে কিলার ইনস্টিংয়ের অভাব আছে । আর এই কারণে নক-আউট টুর্নামেন্টে সেমিফাইনাল-ফাইনাল ম্যাচে জয় অধরা থাকছে ক্রিকেট দলের । আজ এই মন্তব্য করেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ।

ভারত শেষ ICC টুর্নামেন্টে জয় পায় 2013 সালে । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে জয় পায় ভারত । তারপর থেকে একের পর এক হতাশা । 2014 সালে T-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে ভারত । 2015 সালে একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার । 2016-তে T-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার মানতে হয় ভারতীয় দলকে । 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের কাছে হারতে হয় । 2019 সালে এসেও একই ঘটনার পুনরাবৃত্তি । একদিনের বিশ্বকাপে সেমিফাইনালেই নিউজ়িল্যান্ডের কাছে হার । দেশের একশো ত্রিশ কোটি মানুষের স্বপ্ন ভেঙে যায় ।

দলের স্কোয়াডে ভালো ক্রিকেটার অপেক্ষা আরও ভালো ক্রিকেটার নেওয়ার পরেও এই হার কেন, প্রশ্ন তুললেন গম্ভীর । গম্ভীর বলেন, "আমি মনে করি, গুরুত্বপূর্ণ সময়ে অন্য দলগুলির অপেক্ষা আমরা চাপ নিতে না পারার ফলে এই হার হয়েছে । " তিনি আরও বলেন,"আপনি যদি সমস্ত সেমিফাইনাল এবং ফাইনালের দিকে তাকান, লিগের পর্যায়ে সত্যিই ভাল খেলার পরেও সেমিফাইনাল বা নক আউটে ভাল খেলতে পারেনি দল । এর থেকে প্রমাণিত হয়, জেতার জন্য যে মানসিক কাঠিন্যতা দরকার তা আপনার অভাব হচ্ছে ।"

2007-তে T20 বিশ্বকাপ এবং 2011-তে একদিনের বিশ্বকাপে জয় পায় ভারত । এই দুই ক্ষেত্রে দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর । গম্ভীর বলেন. "যতক্ষণ আপনি নক আউট ক্ষেত্রে জিততে পারছেন না ততক্ষণ এই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বলা যাবে না ।" গম্ভীর জানান, এই বিষয় নিয়ে পর্যালোচনা করার কথাও তিনি জানান । বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ভারতীয় দল জিততে পারছে না তা নিয়ে ভাবা হবে বলেও তিনি মন্তব্য করেন । কেন ক্রিকেট মাঠে গিয়ে এই দল নিজেদের ক্ষমতা প্রমাণ করতে পারছে না ? মেন ইন ব্লু 2019 সালে বিশ্বকপের সেমিফাইনালে বিদায় নেয় । বিরাট কোহলি লিগ ম্যাচে টপ ব্যাটসম্যান হয়েও সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ব্যর্থ হন ।

গম্ভীর বলেন, "ক্রুসিয়াল ম্যাচে আপনাকে প্রমাণ করতেই হবে । লিগ ম্যাচে আপনি নিজের ভুল পরে শুধরে নিতে পারবেন । কিন্তু ক্রুসিয়ল ম্যাচে ব্যর্থ হলে আপনাকে ঘরে ফিরতেই হবে ।" দলের কোথায় ঘাঠতি হচ্ছে তা দেখার কথা জানান তিনি ।

দিল্লি, 13 জুন : দেশের ক্রিকেটারদের মধ্যে কিলার ইনস্টিংয়ের অভাব আছে । আর এই কারণে নক-আউট টুর্নামেন্টে সেমিফাইনাল-ফাইনাল ম্যাচে জয় অধরা থাকছে ক্রিকেট দলের । আজ এই মন্তব্য করেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ।

ভারত শেষ ICC টুর্নামেন্টে জয় পায় 2013 সালে । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে জয় পায় ভারত । তারপর থেকে একের পর এক হতাশা । 2014 সালে T-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে ভারত । 2015 সালে একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার । 2016-তে T-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার মানতে হয় ভারতীয় দলকে । 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের কাছে হারতে হয় । 2019 সালে এসেও একই ঘটনার পুনরাবৃত্তি । একদিনের বিশ্বকাপে সেমিফাইনালেই নিউজ়িল্যান্ডের কাছে হার । দেশের একশো ত্রিশ কোটি মানুষের স্বপ্ন ভেঙে যায় ।

দলের স্কোয়াডে ভালো ক্রিকেটার অপেক্ষা আরও ভালো ক্রিকেটার নেওয়ার পরেও এই হার কেন, প্রশ্ন তুললেন গম্ভীর । গম্ভীর বলেন, "আমি মনে করি, গুরুত্বপূর্ণ সময়ে অন্য দলগুলির অপেক্ষা আমরা চাপ নিতে না পারার ফলে এই হার হয়েছে । " তিনি আরও বলেন,"আপনি যদি সমস্ত সেমিফাইনাল এবং ফাইনালের দিকে তাকান, লিগের পর্যায়ে সত্যিই ভাল খেলার পরেও সেমিফাইনাল বা নক আউটে ভাল খেলতে পারেনি দল । এর থেকে প্রমাণিত হয়, জেতার জন্য যে মানসিক কাঠিন্যতা দরকার তা আপনার অভাব হচ্ছে ।"

2007-তে T20 বিশ্বকাপ এবং 2011-তে একদিনের বিশ্বকাপে জয় পায় ভারত । এই দুই ক্ষেত্রে দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর । গম্ভীর বলেন. "যতক্ষণ আপনি নক আউট ক্ষেত্রে জিততে পারছেন না ততক্ষণ এই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বলা যাবে না ।" গম্ভীর জানান, এই বিষয় নিয়ে পর্যালোচনা করার কথাও তিনি জানান । বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ভারতীয় দল জিততে পারছে না তা নিয়ে ভাবা হবে বলেও তিনি মন্তব্য করেন । কেন ক্রিকেট মাঠে গিয়ে এই দল নিজেদের ক্ষমতা প্রমাণ করতে পারছে না ? মেন ইন ব্লু 2019 সালে বিশ্বকপের সেমিফাইনালে বিদায় নেয় । বিরাট কোহলি লিগ ম্যাচে টপ ব্যাটসম্যান হয়েও সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ব্যর্থ হন ।

গম্ভীর বলেন, "ক্রুসিয়াল ম্যাচে আপনাকে প্রমাণ করতেই হবে । লিগ ম্যাচে আপনি নিজের ভুল পরে শুধরে নিতে পারবেন । কিন্তু ক্রুসিয়ল ম্যাচে ব্যর্থ হলে আপনাকে ঘরে ফিরতেই হবে ।" দলের কোথায় ঘাঠতি হচ্ছে তা দেখার কথা জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.