দিল্লি, 21 জুন: লাদাখে 20 জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে বিক্ষোভ হয়েছে দেশজুড়ে ৷ শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন খেলোয়াড়রা ৷ বিরাট কোহলি, শিখর ধাওয়ান, বীরেন্দ্র সেওয়াগের পর এবার ক্ষোভ উগরে দিলেন সুরেশ রায়না ৷ বলেন, যা ঘটেছে তারপর ভারতের তরফে কোনওরকম সাহায্য পাওয়ার যোগ্য নয় চিন ৷
লাদাখের ঘটনায় গোটা দেশে চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছে ৷ পোড়ানো হয়েছে চিনা দ্রব্য ৷ ব্যবসায়ীরা চিনা সামগ্রী বেচতে অনীহা প্রকাশ করছেন ৷ এদিকে কোথাও মাথা মুড়িয়ে শ্রাদ্ধ করে, কোথাও আবার চিনের প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ ৷ সাধারণ মানুষের রাগের বহিঃপ্রকাশ দেখে রায়না বলেন, "জওয়ানদের মৃত্যুতে ক্ষোভ তৈরি হয়েছে ৷ জওয়ানদের মৃত্যু অবশ্যই দুঃখের বিষয় ৷ আমার মতো মানুষের ঘরে বসে একথা বলা সহজ ৷ কিন্তু শহিদ জওয়ানদের পরিবারগুলি কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে ৷ আমাদের জওয়ানরা যেভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা যথেষ্ট শক্তিশালী ৷ আমি তাদের প্রত্যেককে কুর্নিশ জানাতে চাই ৷ তাদের জন্যই আমরা নিরাপদ বোধ করি ৷ প্রথমে কোরোনা তারপর সীমান্ত সমস্যা ৷ আমার তো সবকিছুই চিনের পরিকল্পনা বলে মনে হচ্ছে ৷"
IPL-এর টাইটেল স্পনসরের সঙ্গে BCCI-এর চুক্তি বাতিল নিয়ে রায়না বলেছেন, "বোর্ড এই নিয়ে সঠিক সিদ্ধান্তই নেবে ৷ চিন কোনওভাবেই ভারতের সাহায্য পাওয়ার যোগ্য নয় ৷"