ETV Bharat / sports

স্যান্ডউইচ খাচ্ছিলাম, হঠাৎ ধোনির আদেশ...2015 বিশ্বকাপের স্মৃতিচারণা রায়নার

বিরাটকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে আর চার নম্বরে রয়েছেন অজিঙ্কা রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান । তাই ড্রেসিংরুমে বসে নিশ্চিতমনে স্যান্ডউইচে কামড় দিতে দিতে কোহলি-ধাওয়ানের চার-ছক্কা উপভোগ করছিলেন রায়না ।

Dhoni
Dhoni
author img

By

Published : May 23, 2020, 6:27 PM IST

মুম্বই, 23 মে: দেশের ক্রিকেট অনুরাগীদের পক্ষে বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের খুঁটিনাটি মনে রাখা মোটেও কঠিন কাজ নয় । 2015 বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের কথা উঠলেই বিরাট কোহলির 107 রানের ইনিংসই মনে পড়ে সকলের । কিন্তু সেই ম্যাচেই সুরেশ রায়নার 54 বলে 72 রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা হয়তো অনেকেই মনে করতে পারবেন না । চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অনায়াসে হারানোর পিছনে রায়নার ওই ইনিংস ছিল খুবই গুরুত্বপূর্ণ । পাঁচবছর পর নিজের সেই ইনিংসের স্মৃতিচারণায় ডুব দিলেন সুরেশ রায়না । সঙ্গে শোনালেন ওই হাইভোল্টেজ ম্যাচে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ট্র্যাটেজি বদলের গল্প ।

মাঠে তখন চলছে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দাপট । বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে মসৃণভাবে এগোচ্ছে ভারত । 5 নম্বর পজ়িশনে ব্যাট করতে নামার কথা সুরেশ রায়নার । বিরাটকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে আর চার নম্বরে রয়েছেন অজিঙ্কা রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান । তাই ড্রেসিংরুমে বসে নিশ্চিতমনে স্যান্ডউইচে কামড় দিতে দিতে কোহলি-ধাওয়ানের চার-ছক্কা উপভোগ করছিলেন রায়না । কিন্তু হঠাৎই পরিকল্পনায় বদল করে রাহানের পরিবর্তে চার নম্বরে রায়নাকে নামানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । 20 ওভার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রায়নাকে উদ্দেশ্য করে ধোনির আদেশ, "প্যাড পরে তৈরি হও, এরপর তোমাকে নামতে হবে ।" খানিকটা আশ্চর্য হলেও অধিনায়কের সিদ্ধান্তের উপর কোনও প্রশ্ন না করেননি বাঁ হাতি ব্যাটসম্যান । চার নম্বরে নেমে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে 54 বলে রায়নার 72 রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল । কোহলির সঙ্গে মিলে 110 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়েছিলেন তিনি ।

বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, "ধোনির সিদ্ধান্তের উপর কখনও প্রশ্ন করিনি । এখনও মনে পড়ে তখন বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম । 20 ওভার পর হঠাৎই ধোনি বলে উঠল, প্যাড পরে তৈরি হও । আমিও তৈরি হলাম । শিখর ধাওয়ান রান আউট হওয়ার কয়েক ওভার আগের ঘটনা এটা । এরপর মাঠে নেমে বেশ কিছু শট খেলে 70-80 রানের মতো তুলেছিলাম ।" তবে ম্যাচ শেষে ধোনিকে প্রশ্নটা করেই ফেলেন রায়না । উত্তরে ক্যাপ্টেন কুল বলেছিলেন, "আমার মনে হয়েছিল তুমি লেগ স্পিনারদের বিরুদ্ধে বেশ ভাল খেলতে পার । সেইসময় একজন লেগ স্পিনার বল করছিল । তাই তোমাকে নামানোর সিদ্ধান্ত নিই ।" প্রসঙ্গত, ধোনির অনুমান সত্যি করে লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে অধিকাংশ রান তুলেছিলেন রায়না । অধিনায়কের অনুমান শক্তি দেখে অবাক বাঁ হাতি ব্যাটার বলেছেন, "ও সবসময়ই একধাপ এগিয়ে ।"

মুম্বই, 23 মে: দেশের ক্রিকেট অনুরাগীদের পক্ষে বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের খুঁটিনাটি মনে রাখা মোটেও কঠিন কাজ নয় । 2015 বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের কথা উঠলেই বিরাট কোহলির 107 রানের ইনিংসই মনে পড়ে সকলের । কিন্তু সেই ম্যাচেই সুরেশ রায়নার 54 বলে 72 রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা হয়তো অনেকেই মনে করতে পারবেন না । চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অনায়াসে হারানোর পিছনে রায়নার ওই ইনিংস ছিল খুবই গুরুত্বপূর্ণ । পাঁচবছর পর নিজের সেই ইনিংসের স্মৃতিচারণায় ডুব দিলেন সুরেশ রায়না । সঙ্গে শোনালেন ওই হাইভোল্টেজ ম্যাচে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ট্র্যাটেজি বদলের গল্প ।

মাঠে তখন চলছে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দাপট । বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে মসৃণভাবে এগোচ্ছে ভারত । 5 নম্বর পজ়িশনে ব্যাট করতে নামার কথা সুরেশ রায়নার । বিরাটকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে আর চার নম্বরে রয়েছেন অজিঙ্কা রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান । তাই ড্রেসিংরুমে বসে নিশ্চিতমনে স্যান্ডউইচে কামড় দিতে দিতে কোহলি-ধাওয়ানের চার-ছক্কা উপভোগ করছিলেন রায়না । কিন্তু হঠাৎই পরিকল্পনায় বদল করে রাহানের পরিবর্তে চার নম্বরে রায়নাকে নামানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । 20 ওভার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রায়নাকে উদ্দেশ্য করে ধোনির আদেশ, "প্যাড পরে তৈরি হও, এরপর তোমাকে নামতে হবে ।" খানিকটা আশ্চর্য হলেও অধিনায়কের সিদ্ধান্তের উপর কোনও প্রশ্ন না করেননি বাঁ হাতি ব্যাটসম্যান । চার নম্বরে নেমে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে 54 বলে রায়নার 72 রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল । কোহলির সঙ্গে মিলে 110 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়েছিলেন তিনি ।

বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, "ধোনির সিদ্ধান্তের উপর কখনও প্রশ্ন করিনি । এখনও মনে পড়ে তখন বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম । 20 ওভার পর হঠাৎই ধোনি বলে উঠল, প্যাড পরে তৈরি হও । আমিও তৈরি হলাম । শিখর ধাওয়ান রান আউট হওয়ার কয়েক ওভার আগের ঘটনা এটা । এরপর মাঠে নেমে বেশ কিছু শট খেলে 70-80 রানের মতো তুলেছিলাম ।" তবে ম্যাচ শেষে ধোনিকে প্রশ্নটা করেই ফেলেন রায়না । উত্তরে ক্যাপ্টেন কুল বলেছিলেন, "আমার মনে হয়েছিল তুমি লেগ স্পিনারদের বিরুদ্ধে বেশ ভাল খেলতে পার । সেইসময় একজন লেগ স্পিনার বল করছিল । তাই তোমাকে নামানোর সিদ্ধান্ত নিই ।" প্রসঙ্গত, ধোনির অনুমান সত্যি করে লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে অধিকাংশ রান তুলেছিলেন রায়না । অধিনায়কের অনুমান শক্তি দেখে অবাক বাঁ হাতি ব্যাটার বলেছেন, "ও সবসময়ই একধাপ এগিয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.