ETV Bharat / sports

জন্মদিনে 35 শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নিলেন গাভাসকর - Sunil Gavaskar

গত বছরের জন্মদিনেও একই কাজ করেছিলেন এই কিংবদন্তি ৷ ভারতের হয়ে 35টি শতরান করেছেন তিনি ৷ তাই প্রতিবছর 35টি শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নেন তিনি ৷

image
Sunil Gavaskar
author img

By

Published : Jul 10, 2020, 6:31 PM IST

মুম্বই, 10 জুন : সুনীল গাভাসকরের আজ 71 তম জন্মদিন ৷ আর 71 তম জন্মদিনে শ্রী সত্য সাঁই সঞ্জীবনি হাসপাতালের 35 শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিলেন তিনি ৷

গত বছরের জন্মদিনেও এরকমই উদ্যোগ নিয়েছিলেন তিনি ৷ দেশের হয়ে 35টি শতরান করেছেন ৷ তাই প্রতি বছর 35 শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নেন তিনি ৷ সর্বভারতীয় একটি সংবাদপত্রে গাভাসকর জানান, ‘‘মানুষ জীবনে একাধিক জায়গায় তাঁর ছাপ ছাড়তে পারে ৷ আমার কাছে শিশুদের বিশেষ গুরুত্ব আছে ৷ তারা প্রত্যেক পরিবারের আনন্দের কারণ এবং ভবিষ্যতের আলোও বলা চলে ৷’’

এই বিশেষ উদ্যোগের কারণ জানতে চাওয়া হয় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে 10 হাজার রানের গণ্ডি টপকানো গাভাসকরের কাছে ৷ তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারতে জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত হওয়া স্বাভাবিক বিষয় হয়ে গেছে ৷ অনেকের সুস্থ জীবন-যাপন করার কোনও সুযোগই থাকে না ৷ তারা বেশিরভাগই গরিব পরিবারের সদস্য ৷ হার্ট টু হার্ট ফাউন্ডেশনের হয়ে কাজ করেন গাভাসকর ৷ তিনি বলেন, ‘‘আমরা 100-র বেশি শিশুকে জীবন ফিরিয়ে দিয়েছি ৷’’

  • I got to meet my idol Gavaskar Sir for the first time in 1987.

    As a 13 year old, I couldn’t believe my luck that I was meeting the person I looked up to & wanted to emulate. What a day that was.😍

    Wishing you a very happy 71st birthday Sir. Have a healthy & safe year ahead. pic.twitter.com/u06c37ouDh

    — Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :- ISL- এ নতুন দল "এটিকে মোহনবাগান"

গাভাসকর আরও বলেন, ‘ যে দুঃস্থ পরিবার তার শিশুকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার অভিজ্ঞতাটাই অসাধারণ ৷’’

  • Many more happy returns of the day to the legendary Sunil Gavaskar. Thank you for inspiring me over the years and it has been an absolute pleasure spending time with you in the commentary box in the last few years. Wish you a great year ahead. pic.twitter.com/CQTUyXVhq4

    — VVS Laxman (@VVSLaxman281) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানান একাধিক ক্রিকেটারা ৷ এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল , ভারতীয় ক্রিকেট বোর্ডও গাভাসকরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইট করেছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ সহ অনেকে ৷

  • 🔸 World Cup winner 🏆
    🔸 First batsman to score 10,000 Test runs 👏
    🔸 Most number of runs in debut Test series - 7⃣7⃣4⃣ 🙌

    Happy Birthday to the former #TeamIndia captain and batting legend, Sunil Gavaskar! 🎂 pic.twitter.com/CW7ZYLX4aa

    — BCCI (@BCCI) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 10 জুন : সুনীল গাভাসকরের আজ 71 তম জন্মদিন ৷ আর 71 তম জন্মদিনে শ্রী সত্য সাঁই সঞ্জীবনি হাসপাতালের 35 শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিলেন তিনি ৷

গত বছরের জন্মদিনেও এরকমই উদ্যোগ নিয়েছিলেন তিনি ৷ দেশের হয়ে 35টি শতরান করেছেন ৷ তাই প্রতি বছর 35 শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নেন তিনি ৷ সর্বভারতীয় একটি সংবাদপত্রে গাভাসকর জানান, ‘‘মানুষ জীবনে একাধিক জায়গায় তাঁর ছাপ ছাড়তে পারে ৷ আমার কাছে শিশুদের বিশেষ গুরুত্ব আছে ৷ তারা প্রত্যেক পরিবারের আনন্দের কারণ এবং ভবিষ্যতের আলোও বলা চলে ৷’’

এই বিশেষ উদ্যোগের কারণ জানতে চাওয়া হয় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে 10 হাজার রানের গণ্ডি টপকানো গাভাসকরের কাছে ৷ তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারতে জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত হওয়া স্বাভাবিক বিষয় হয়ে গেছে ৷ অনেকের সুস্থ জীবন-যাপন করার কোনও সুযোগই থাকে না ৷ তারা বেশিরভাগই গরিব পরিবারের সদস্য ৷ হার্ট টু হার্ট ফাউন্ডেশনের হয়ে কাজ করেন গাভাসকর ৷ তিনি বলেন, ‘‘আমরা 100-র বেশি শিশুকে জীবন ফিরিয়ে দিয়েছি ৷’’

  • I got to meet my idol Gavaskar Sir for the first time in 1987.

    As a 13 year old, I couldn’t believe my luck that I was meeting the person I looked up to & wanted to emulate. What a day that was.😍

    Wishing you a very happy 71st birthday Sir. Have a healthy & safe year ahead. pic.twitter.com/u06c37ouDh

    — Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :- ISL- এ নতুন দল "এটিকে মোহনবাগান"

গাভাসকর আরও বলেন, ‘ যে দুঃস্থ পরিবার তার শিশুকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার অভিজ্ঞতাটাই অসাধারণ ৷’’

  • Many more happy returns of the day to the legendary Sunil Gavaskar. Thank you for inspiring me over the years and it has been an absolute pleasure spending time with you in the commentary box in the last few years. Wish you a great year ahead. pic.twitter.com/CQTUyXVhq4

    — VVS Laxman (@VVSLaxman281) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানান একাধিক ক্রিকেটারা ৷ এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল , ভারতীয় ক্রিকেট বোর্ডও গাভাসকরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইট করেছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ সহ অনেকে ৷

  • 🔸 World Cup winner 🏆
    🔸 First batsman to score 10,000 Test runs 👏
    🔸 Most number of runs in debut Test series - 7⃣7⃣4⃣ 🙌

    Happy Birthday to the former #TeamIndia captain and batting legend, Sunil Gavaskar! 🎂 pic.twitter.com/CW7ZYLX4aa

    — BCCI (@BCCI) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.