ETV Bharat / sports

কোহলির কড়া সমালোচনা, ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ গাভাসকরের - ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ গাভাস্করের

নিজের কলামে গাভাসকর লিখেছেন, "আইপিএল-এর প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবার নটরাজন বাবা হয় ৷ কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ঘরে ফিরতে পারবে না ৷ উলটোদিকে টিমের ক্যাপ্টেন প্রথম টেস্ট খেলেই বাবা হবে বলে দেশে ফিরে আসছে ৷"

Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
author img

By

Published : Dec 24, 2020, 9:31 AM IST

মুম্বই, 24 ডিসেম্বর : বিসিসিআই-এর অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলির দেশে ফেরা নিয়ে ফের প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর ৷ এটুকুই নয়, এইসঙ্গে ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ তুললেন তিনি ৷ লিটল মাস্টারের নিশানায় সেই কোহলি ৷

টি নটরাজন ও রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ টেনে কোহলির প্রতি তোপ দাগেন গাভাসকর ৷ নিজের কলামে লিখেছেন, "আইপিএল-এর প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবার নটরাজন বাবা হয় ৷ কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ঘরে ফিরতে পারবে না ৷ যদিও ও ভারতীয় দলেও ছিল না ৷ ও ছিল নেট বোলার ৷ ভাবুন একবার ! একজন ম্যাচ উইনারকে (যদিও অন্য ফরম্যাটে) বলা হচ্ছে নেট বোলার হতে, তার উপর বাবা হওয়ার সময় ছুটি দেওয়া হচ্ছে না ৷ অস্ট্রেলিয়া সিরিজ় শেষ হলে, অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে ও দেশে ফিরতে পারবে না ৷ তার আগে সদ্যোজাত মেয়ের মুখও দেখতে পারবে না ৷ উলটোদিকে টিমের ক্যাপ্টেন প্রথম টেস্ট খেলেই বাবা হবে বলে দেশে ফিরে আসছে ৷ একেকজনের জন্য একেকরকম নিয়ম !"

Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
টি নটরাজন

আরও পড়ুন: রাহানের হাতে ব্যাটন দিয়ে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট

এরপরই রবিচন্দ্রন অশ্বিনের প্রসঙ্গ তোলেন গাভাসকর ৷ লেখেন, "মাঝেমাঝেই অস্বস্তিতে পড়তে হয়েছে অশ্বিনকে ৷ যা ওর বোলিংয়ের জন্য নয় ৷ মূর্খেও ওর বোলিং নিয়ে প্রশ্ন তুলবে না ৷ বরং টিম মিটিংয়ে সোজাসাপটা কথা বলার জন্য ওকে ঝামেলায় পড়তে হয়েছে । বুদ্ধিবিবেচনা প্রয়োগ করার জন্য সমস্যায় পড়তে হয়েছে ৷ একমত না হলেও অন্যরা যখন চোখ বুজে, মাথা নেড়ে সবকিছুতে সায় দেয়, অশ্বিন সেটা করে না ৷ তাই একটি ম্যাচে একটু বেশি উইকেট না পেলেই ওকে পরের ম্যাচে বসতে হয় ৷ এটা কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় না ৷ "

Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
রবিচন্দ্রন অশ্বিন

আরও পড়ুন: কোহলিকে নিয়ে সানির বিদ্রূপ, পালটা অনুষ্কার

কলামের একদম শেষে সুনীল গাভাসকর লেখেন, "এই হল ভারতীয় ক্রিকেট ৷ বিভিন্ন লোকের জন্য বিভিন্ন নিয়ম ৷ আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে একবার টি নটরাজন বা রবি অশ্বিনকে প্রশ্ন করে দেখুন ৷"

আরও পড়ুন: 13তম IPL-এর আবিষ্কার টি নটরাজন

এদিকে দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়ে প্রবল আসন্তোষ প্রকাশ করলেন বিষেণ সিংহ বেদী ৷ জেটলির মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) ৷ এর প্রতিবাদে ডিডিসিএ-র সদস্যপদ ছেড়ে দিলেন বিষেণ সিংহ বেদী ৷ কোটলায় তাঁর নামে য়ে স্ট্য়ান্ড রয়েছে, সেটাও সরিয়ে নিতে বললেন ৷ এইসঙ্গে প্রয়াত জেটলির কড়া সমালোচনা করেন তিনি ৷

মুম্বই, 24 ডিসেম্বর : বিসিসিআই-এর অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলির দেশে ফেরা নিয়ে ফের প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর ৷ এটুকুই নয়, এইসঙ্গে ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ তুললেন তিনি ৷ লিটল মাস্টারের নিশানায় সেই কোহলি ৷

টি নটরাজন ও রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ টেনে কোহলির প্রতি তোপ দাগেন গাভাসকর ৷ নিজের কলামে লিখেছেন, "আইপিএল-এর প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবার নটরাজন বাবা হয় ৷ কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ঘরে ফিরতে পারবে না ৷ যদিও ও ভারতীয় দলেও ছিল না ৷ ও ছিল নেট বোলার ৷ ভাবুন একবার ! একজন ম্যাচ উইনারকে (যদিও অন্য ফরম্যাটে) বলা হচ্ছে নেট বোলার হতে, তার উপর বাবা হওয়ার সময় ছুটি দেওয়া হচ্ছে না ৷ অস্ট্রেলিয়া সিরিজ় শেষ হলে, অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে ও দেশে ফিরতে পারবে না ৷ তার আগে সদ্যোজাত মেয়ের মুখও দেখতে পারবে না ৷ উলটোদিকে টিমের ক্যাপ্টেন প্রথম টেস্ট খেলেই বাবা হবে বলে দেশে ফিরে আসছে ৷ একেকজনের জন্য একেকরকম নিয়ম !"

Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
টি নটরাজন

আরও পড়ুন: রাহানের হাতে ব্যাটন দিয়ে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট

এরপরই রবিচন্দ্রন অশ্বিনের প্রসঙ্গ তোলেন গাভাসকর ৷ লেখেন, "মাঝেমাঝেই অস্বস্তিতে পড়তে হয়েছে অশ্বিনকে ৷ যা ওর বোলিংয়ের জন্য নয় ৷ মূর্খেও ওর বোলিং নিয়ে প্রশ্ন তুলবে না ৷ বরং টিম মিটিংয়ে সোজাসাপটা কথা বলার জন্য ওকে ঝামেলায় পড়তে হয়েছে । বুদ্ধিবিবেচনা প্রয়োগ করার জন্য সমস্যায় পড়তে হয়েছে ৷ একমত না হলেও অন্যরা যখন চোখ বুজে, মাথা নেড়ে সবকিছুতে সায় দেয়, অশ্বিন সেটা করে না ৷ তাই একটি ম্যাচে একটু বেশি উইকেট না পেলেই ওকে পরের ম্যাচে বসতে হয় ৷ এটা কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় না ৷ "

Sunil Gavaskar alleges discrimination in Indian cricket
রবিচন্দ্রন অশ্বিন

আরও পড়ুন: কোহলিকে নিয়ে সানির বিদ্রূপ, পালটা অনুষ্কার

কলামের একদম শেষে সুনীল গাভাসকর লেখেন, "এই হল ভারতীয় ক্রিকেট ৷ বিভিন্ন লোকের জন্য বিভিন্ন নিয়ম ৷ আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে একবার টি নটরাজন বা রবি অশ্বিনকে প্রশ্ন করে দেখুন ৷"

আরও পড়ুন: 13তম IPL-এর আবিষ্কার টি নটরাজন

এদিকে দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়ে প্রবল আসন্তোষ প্রকাশ করলেন বিষেণ সিংহ বেদী ৷ জেটলির মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) ৷ এর প্রতিবাদে ডিডিসিএ-র সদস্যপদ ছেড়ে দিলেন বিষেণ সিংহ বেদী ৷ কোটলায় তাঁর নামে য়ে স্ট্য়ান্ড রয়েছে, সেটাও সরিয়ে নিতে বললেন ৷ এইসঙ্গে প্রয়াত জেটলির কড়া সমালোচনা করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.