মুম্বই, 9 সেপ্টেম্বর : আসন্ন ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতের অমোল মজুমদার । আজ একটি ঘোষণা করে এই নিযুক্তির কথা জাানয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড । 2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ় । সেই সিরিজ়ের জন্য অমোলকে নিযুক্ত করা হচ্ছে । ডেল বেংকেনস্টাইনকে সরিয়ে এই পদে নিযুক্ত করা হল তাঁকে ।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ডিরেক্টর করি ভ্যান জ়িল এই বিষয়ে বলেন, "অমোল আমাদের জন্য উপযুক্ত লোক । দীর্ঘ দিন ভারতে ঘরোয়া ক্রিকেট খেলার ফলে অমোল এখানকার পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে অবগত । তাঁর অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে । এর আগে ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ক্যাম্প চলাকালীন অমোল আমাদের খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে । অ্যডেন মার্করাম, তেম্বা ভাবুমারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ।"
নতুন দায়িত্ব পেয়ে অমোল বলেন, "ক্রিকেট সবসময় আমার খুব কাছের জিনিস । ভবিষ্যতেও ক্রিকেট আমার জীবনে একই রকম গুরুত্ব পাবে । 25 বছর আমি মাঠে নেমে ক্রিকেট খেলেছি । আরও অন্তত 25 বছর ক্রিকেটের নতুন প্রতিভাদের তুলে আনার চেষ্টা করব আমি । আমি কোচ হিসাবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর বিষয়ে খুবই উত্তেজিত ।"
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দীর্ঘ 25 বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা তুলে ধরেছেন অমোল । রণজি ট্রফিতে এক সময় তিনি সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন । পরবর্তীতে ওয়াসিম জ়াফর সেই রেকর্ড ভেঙে দেন । 1993 থেকে 2011 সাল পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেছিলেন তিনি । 9 বার রণজি জয়ী দলের সদস্য ছিলেন তিনি । মোট 171টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 11,167 রান করেন তিনি ।