ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচ অমোল মজুমদার - India Cricket

2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ় । সেই সিরিজ়ের জন্য অমোলকে নিযুক্ত করা হচ্ছে ।

অমোল মজুমদার
author img

By

Published : Sep 9, 2019, 7:55 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর : আসন্ন ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতের অমোল মজুমদার । আজ একটি ঘোষণা করে এই নিযুক্তির কথা জাানয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড । 2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ় । সেই সিরিজ়ের জন্য অমোলকে নিযুক্ত করা হচ্ছে । ডেল বেংকেনস্টাইনকে সরিয়ে এই পদে নিযুক্ত করা হল তাঁকে ।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ডিরেক্টর করি ভ্যান জ়িল এই বিষয়ে বলেন, "অমোল আমাদের জন্য উপযুক্ত লোক । দীর্ঘ দিন ভারতে ঘরোয়া ক্রিকেট খেলার ফলে অমোল এখানকার পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে অবগত । তাঁর অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে । এর আগে ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ক্যাম্প চলাকালীন অমোল আমাদের খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে । অ্যডেন মার্করাম, তেম্বা ভাবুমারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ।"

নতুন দায়িত্ব পেয়ে অমোল বলেন, "ক্রিকেট সবসময় আমার খুব কাছের জিনিস । ভবিষ্যতেও ক্রিকেট আমার জীবনে একই রকম গুরুত্ব পাবে । 25 বছর আমি মাঠে নেমে ক্রিকেট খেলেছি । আরও অন্তত 25 বছর ক্রিকেটের নতুন প্রতিভাদের তুলে আনার চেষ্টা করব আমি । আমি কোচ হিসাবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর বিষয়ে খুবই উত্তেজিত ।"

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দীর্ঘ 25 বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা তুলে ধরেছেন অমোল । রণজি ট্রফিতে এক সময় তিনি সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন । পরবর্তীতে ওয়াসিম জ়াফর সেই রেকর্ড ভেঙে দেন । 1993 থেকে 2011 সাল পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেছিলেন তিনি । 9 বার রণজি জয়ী দলের সদস্য ছিলেন তিনি । মোট 171টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 11,167 রান করেন তিনি ।

মুম্বই, 9 সেপ্টেম্বর : আসন্ন ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতের অমোল মজুমদার । আজ একটি ঘোষণা করে এই নিযুক্তির কথা জাানয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড । 2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ় । সেই সিরিজ়ের জন্য অমোলকে নিযুক্ত করা হচ্ছে । ডেল বেংকেনস্টাইনকে সরিয়ে এই পদে নিযুক্ত করা হল তাঁকে ।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ডিরেক্টর করি ভ্যান জ়িল এই বিষয়ে বলেন, "অমোল আমাদের জন্য উপযুক্ত লোক । দীর্ঘ দিন ভারতে ঘরোয়া ক্রিকেট খেলার ফলে অমোল এখানকার পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে অবগত । তাঁর অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে । এর আগে ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ক্যাম্প চলাকালীন অমোল আমাদের খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে । অ্যডেন মার্করাম, তেম্বা ভাবুমারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ।"

নতুন দায়িত্ব পেয়ে অমোল বলেন, "ক্রিকেট সবসময় আমার খুব কাছের জিনিস । ভবিষ্যতেও ক্রিকেট আমার জীবনে একই রকম গুরুত্ব পাবে । 25 বছর আমি মাঠে নেমে ক্রিকেট খেলেছি । আরও অন্তত 25 বছর ক্রিকেটের নতুন প্রতিভাদের তুলে আনার চেষ্টা করব আমি । আমি কোচ হিসাবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর বিষয়ে খুবই উত্তেজিত ।"

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দীর্ঘ 25 বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা তুলে ধরেছেন অমোল । রণজি ট্রফিতে এক সময় তিনি সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন । পরবর্তীতে ওয়াসিম জ়াফর সেই রেকর্ড ভেঙে দেন । 1993 থেকে 2011 সাল পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেছিলেন তিনি । 9 বার রণজি জয়ী দলের সদস্য ছিলেন তিনি । মোট 171টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 11,167 রান করেন তিনি ।

New Delhi, Sep 08 (ANI): The recently amended Motor Vehicles Act will bring change in coming 3-4 months, Minister of Environment and Information and Broadcasting Prakash Javadekar said on September 08. Minister said that in coming months there will be less reports on huge traffic fine because till then people get used to following traffic rules. Javadekar was addressing the media on the National Democratic Alliance (NDA) government's 100 days at office in its second consecutive term. Under the new law, penalty for driving without licence has been increased 10 times to 5,000, while penalty for drunk driving has been increased by five times to 10,000.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.