শিলিগুড়ি, 27 মার্চ: 50 লাখ টাকার চাল বিলি করার কথা জানিয়েছেন ৷ প্রয়োজনে রাজ্য সরকারকে ইডেনের ইন্ডোর এবং ক্রিকেটারদের ডরমেটরি চিকিৎসার জন্য ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন ৷ ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানবিক মুখ দেখল রাজ্য ৷ কোরোনা সুরক্ষায় শিলিগুড়ির বাসিন্দাদের মাস্ক দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি ৷
শিলিগুড়িতে বাসিন্দাদের সুরক্ষায় মাস্ক দেবেন বলে আগেই জানিয়েছিলেন বাংলার মহারাজ । আজ সেই লক্ষেই পঞ্চাশ হাজার টাকার মাস্ক কিনতে মেয়র অশোক ভট্টাচার্যকে অনুরোধ জানান সৌরভ । এই বিষয়ে শিলিগুড়ির মেয়র বলেন, "সৌরভের ফোন পেয়েছি । ও জানিয়েছে পঞ্চাশ হাজার মাস্ক কিনে নিয়ে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে । এই মাস্ক শিলিগুড়ির জন্য দিচ্ছেন বাংলার মহারাজ । তাঁকে ধন্যবাদ জানাই ।"
মেয়র আরও জানান, "রাজ্য প্রশাসনের অনুরোধে কলকাতায় থাকা শিলিগুড়ি পৌরনিগমের অতিথি নিবাস বেলেঘাটা ID হাসপাতালের ডাক্তারদের থাকার জন্য দেওয়া হচ্ছে । এতে ডাক্তারদের কাজে সুবিধা হবে ।"