দিল্লি, ৮ এপ্রিল : স্বার্থের সংঘাত ইশুতে সৌরভ গাঙ্গুলিকে নোটিশ পাঠিয়েছিল BCCI-এর এথিক্স কমিটি। তার উত্তর দিয়েছেন সৌরভ। উত্তরে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। চিঠিতে লিখেছেন, IPL-এর কোনও কমিটির পদে তিনি নেই। বোর্ডেরও কোনও পদে তিনি নেই। তাই স্বার্থের সংঘাত হওয়ার কোনও প্রশ্ন নেই।
১২ এপ্রিল IPL-এর ম্যাচে ইডেনে মুখোমুখি হবে KKR ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই পরামর্শদাতা হিসেবে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকবেন সৌরভ। পাশাপাশি তিনি CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সভাপতি। ফলে অভিযোগ, ম্যাচে দিল্লির হয়ে প্রভাব খাটাতে পারেন তিনি। সৌরভের বিরুদ্ধে বোর্ডের কাছে এমনই আশঙ্কা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন দুই ক্রিকেটপ্রেমী। স্বার্থের সংঘাত ইশুতে এরপরই সৌরভকে নোটিশ পাঠায় বোর্ডের এথিক্স কমিটি। তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সৌরভ গাঙ্গুলির অবস্থান স্পষ্ট করে জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন। সৌরভের থেকে ৭ এপ্রিলের মধ্যে চিঠির উত্তর চেয়ে পাঠানো হয়।
BCCI-কে লেখা চিঠিতে সৌরভ লেখেন, "IPL গভর্নিং কাউন্সিল, IPL টেকনিকাল কমিটির পদ থেকে আগেই ইস্তফা দিয়েছি। বোর্ডের কিউরেটররা এখন IPL ম্যাচের পিচ তৈরি করেন। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" তিনি আরও লেখেন, "KKR একটি ফ্র্যাঞ্চাইজ়ি টিম যার মালিক রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট। আমি সেই কম্পানির অংশীদার নই।"