ETV Bharat / sports

স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করে BCCI-কে উত্তর সৌরভের - delhi capitals

স্বার্থের-সংঘাত ইস্যুতে সৌরভকে নোটিশ পাঠিয়েছিল BCCI-এর এথিক্স কমিটি। তার উত্তরে সৌরভ গাঙ্গুলি স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছেন।

সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Apr 8, 2019, 9:50 PM IST

দিল্লি, ৮ এপ্রিল : স্বার্থের সংঘাত ইশুতে সৌরভ গাঙ্গুলিকে নোটিশ পাঠিয়েছিল BCCI-এর এথিক্স কমিটি। তার উত্তর দিয়েছেন সৌরভ। উত্তরে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। চিঠিতে লিখেছেন, IPL-এর কোনও কমিটির পদে তিনি নেই। বোর্ডেরও কোনও পদে তিনি নেই। তাই স্বার্থের সংঘাত হওয়ার কোনও প্রশ্ন নেই।

১২ এপ্রিল IPL-এর ম্যাচে ইডেনে মুখোমুখি হবে KKR ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই পরামর্শদাতা হিসেবে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকবেন সৌরভ। পাশাপাশি তিনি CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সভাপতি। ফলে অভিযোগ, ম্যাচে দিল্লির হয়ে প্রভাব খাটাতে পারেন তিনি। সৌরভের বিরুদ্ধে বোর্ডের কাছে এমনই আশঙ্কা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন দুই ক্রিকেটপ্রেমী। স্বার্থের সংঘাত ইশুতে এরপরই সৌরভকে নোটিশ পাঠায় বোর্ডের এথিক্স কমিটি। তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সৌরভ গাঙ্গুলির অবস্থান স্পষ্ট করে জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন। সৌরভের থেকে ৭ এপ্রিলের মধ্যে চিঠির উত্তর চেয়ে পাঠানো হয়।

BCCI-কে লেখা চিঠিতে সৌরভ লেখেন, "IPL গভর্নিং কাউন্সিল, IPL টেকনিকাল কমিটির পদ থেকে আগেই ইস্তফা দিয়েছি। বোর্ডের কিউরেটররা এখন IPL ম্যাচের পিচ তৈরি করেন। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" তিনি আরও লেখেন, "KKR একটি ফ্র্যাঞ্চাইজ়ি টিম যার মালিক রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট। আমি সেই কম্পানির অংশীদার নই।"

দিল্লি, ৮ এপ্রিল : স্বার্থের সংঘাত ইশুতে সৌরভ গাঙ্গুলিকে নোটিশ পাঠিয়েছিল BCCI-এর এথিক্স কমিটি। তার উত্তর দিয়েছেন সৌরভ। উত্তরে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। চিঠিতে লিখেছেন, IPL-এর কোনও কমিটির পদে তিনি নেই। বোর্ডেরও কোনও পদে তিনি নেই। তাই স্বার্থের সংঘাত হওয়ার কোনও প্রশ্ন নেই।

১২ এপ্রিল IPL-এর ম্যাচে ইডেনে মুখোমুখি হবে KKR ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই পরামর্শদাতা হিসেবে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকবেন সৌরভ। পাশাপাশি তিনি CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সভাপতি। ফলে অভিযোগ, ম্যাচে দিল্লির হয়ে প্রভাব খাটাতে পারেন তিনি। সৌরভের বিরুদ্ধে বোর্ডের কাছে এমনই আশঙ্কা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন দুই ক্রিকেটপ্রেমী। স্বার্থের সংঘাত ইশুতে এরপরই সৌরভকে নোটিশ পাঠায় বোর্ডের এথিক্স কমিটি। তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সৌরভ গাঙ্গুলির অবস্থান স্পষ্ট করে জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন। সৌরভের থেকে ৭ এপ্রিলের মধ্যে চিঠির উত্তর চেয়ে পাঠানো হয়।

BCCI-কে লেখা চিঠিতে সৌরভ লেখেন, "IPL গভর্নিং কাউন্সিল, IPL টেকনিকাল কমিটির পদ থেকে আগেই ইস্তফা দিয়েছি। বোর্ডের কিউরেটররা এখন IPL ম্যাচের পিচ তৈরি করেন। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" তিনি আরও লেখেন, "KKR একটি ফ্র্যাঞ্চাইজ়ি টিম যার মালিক রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট। আমি সেই কম্পানির অংশীদার নই।"


Mandya (Karnataka), Apr 08 (ANI): Around three Janata Dal (Secular)-JDS workers were reportedly attacked during Sumalatha Ambareesh rally in Karnataka's Mandya on Sunday. They were attacked by supporters of independent candidate Sumalatha during her election rally. JDS Member of Parliament (MP) candidate from Mandya, Nikhil Kumaraswamy met injured JDS workers at the hospital. Sumalatha conducted election rally ahead of the Lok Sabha elections.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.