ETV Bharat / sports

10 হাজার আমফান বিধ্বস্তের পাশে মহারাজ

author img

By

Published : Jun 13, 2020, 12:05 PM IST

একটি মোবাইল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আমফান বিধ্বস্তদের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ৷ টুইটারে সেই ছবি শেয়ার করেছেন BCCI প্রেসিডেন্ট ৷

10 হাজার আমফান বিধ্বস্তদের পাশে মহারাজ
10 হাজার আমফান বিধ্বস্তদের পাশে মহারাজ

কলকাতা, 13 জুন : কোরোনা সংকটে মানুষের পাশে ছিলেন ৷ এখনও আছেন ৷ এবার আমফান বিধ্বস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়া 10 হাজার মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন মহারাজ ৷

গতমাসে বাংলার উপর দিয়ে বয়ে গেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত শহর কলকাতা-সহ দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা ৷ হাজার হাজার গাছ পড়েছে ৷ গৃহহীন হয়েছে প্রচুর মানুষ ৷ কোরোনা আর আমফান-এই দুইয়ের প্রভাবে বহু মানুষের দুবেলা অন্ন সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে ৷ সেইসব অসহায় মানুষগুলি পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ৷ একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা-সহ জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ৷ সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে সেই ত্রাণ সংগ্রহ করেছে মানুষ ৷

  • Some innings really test you, have to dig deep to come out!
    Bengal was hit by the worst cyclone, devastation was there to see. Shook us all to the core.
    In this difficult times @XiaomiIndia& along with my foundation helps 10K affected families.#WestBengal @manukumarjain pic.twitter.com/k8JnOoc8Ng

    — Sourav Ganguly (@SGanguly99) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

Some innings really test you, have to dig deep to come out!
Bengal was hit by the worst cyclone, devastation was there to see. Shook us all to the core.
In this difficult times @XiaomiIndia& along with my foundation helps 10K affected families.#WestBengal @manukumarjain pic.twitter.com/k8JnOoc8Ng

— Sourav Ganguly (@SGanguly99) June 12, 2020 ">

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান ৷ টুইটে তিনি লেখেন,"কিছু কিছু ইনিংস সত্যিই পরীক্ষা নেয় ৷ এর থেকে বেরিয়ে আসতে কঠিন লড়াই চালাতে হয় ৷ ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল বাংলা ৷ এই ঝড়ের ধ্বংসাত্মক রূপ আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে ৷ এই কঠিন সময়ে একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ফাউন্ডেশন 10 হাজার আমফান বিধ্বস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়াল আমার ফাউন্ডেশন ৷"

কলকাতা, 13 জুন : কোরোনা সংকটে মানুষের পাশে ছিলেন ৷ এখনও আছেন ৷ এবার আমফান বিধ্বস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়া 10 হাজার মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন মহারাজ ৷

গতমাসে বাংলার উপর দিয়ে বয়ে গেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত শহর কলকাতা-সহ দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা ৷ হাজার হাজার গাছ পড়েছে ৷ গৃহহীন হয়েছে প্রচুর মানুষ ৷ কোরোনা আর আমফান-এই দুইয়ের প্রভাবে বহু মানুষের দুবেলা অন্ন সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে ৷ সেইসব অসহায় মানুষগুলি পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ৷ একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা-সহ জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ৷ সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে সেই ত্রাণ সংগ্রহ করেছে মানুষ ৷

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান ৷ টুইটে তিনি লেখেন,"কিছু কিছু ইনিংস সত্যিই পরীক্ষা নেয় ৷ এর থেকে বেরিয়ে আসতে কঠিন লড়াই চালাতে হয় ৷ ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল বাংলা ৷ এই ঝড়ের ধ্বংসাত্মক রূপ আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে ৷ এই কঠিন সময়ে একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ফাউন্ডেশন 10 হাজার আমফান বিধ্বস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়াল আমার ফাউন্ডেশন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.