ETV Bharat / sports

কোরোনা আতঙ্ক : সূচি মেনেই হবে IPL, আশ্বাস সৌরভের

author img

By

Published : Mar 9, 2020, 6:14 PM IST

কোরোনার জন্য পিছোবে না IPL ৷ সরকারের দেওয়া গাইডলাইন মেনে নির্ধারিত সময়েই শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ, আশ্বাস দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

sourav-ganguly
সূচি মেনেই হবে IPL

মুম্বই, 9 মার্চ : সূদূর চিন থেকে কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে এদেশেও ৷ ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 40 ৷ ক্রীড়া সংক্রান্ত একের পর এক ইভেন্ট বাতিল নয়ত স্থগিত হচ্ছে ৷ টোকিয়ো অলিম্পিক নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ এই অবস্থায় নির্ধারিত সময়ে IPL শুরু হবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ তবে ক্রিকেট ফ্যান এবং ফ্র্যাঞ্চাইজ়িদের আশ্বস্ত করেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ বলেছেন, "কোরোনা রুখতে BCCI সমস্ত ব্যবস্থা নেবে ৷ তাই সূচি অনুযায়ী শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ ৷

29 মার্চ থেকে শুরু হচ্ছে এবারের IPL ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের ৷ সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের একটি মন্তব্যের ফলে 29 মার্চের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় ৷ ভারতের 43 জন কোরোনা আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রের কোনও বাসিন্দা নেই ৷ যদিও ভাইরাসের সংক্রমণ আটকাতে IPL স্থগিত করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তাঁর মতে, "IPL -এর মতো ইভেন্টে বড় সংখ্যায় জন সমাগম হয় ৷ এতে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে ৷" উদ্বোধনী অনুষ্ঠান সহ সাতটি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে ৷

নির্ধারিত সময়ে IPL শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিতেই মুখ খোলেন BCCI সভাপতি ৷ জানিয়েছেন, কোরোনা প্রতিরোধে সরকারের দেওয়া গাইডলাইন মেনেই শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ ৷

মুম্বই, 9 মার্চ : সূদূর চিন থেকে কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে এদেশেও ৷ ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 40 ৷ ক্রীড়া সংক্রান্ত একের পর এক ইভেন্ট বাতিল নয়ত স্থগিত হচ্ছে ৷ টোকিয়ো অলিম্পিক নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ এই অবস্থায় নির্ধারিত সময়ে IPL শুরু হবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ তবে ক্রিকেট ফ্যান এবং ফ্র্যাঞ্চাইজ়িদের আশ্বস্ত করেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ বলেছেন, "কোরোনা রুখতে BCCI সমস্ত ব্যবস্থা নেবে ৷ তাই সূচি অনুযায়ী শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ ৷

29 মার্চ থেকে শুরু হচ্ছে এবারের IPL ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের ৷ সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের একটি মন্তব্যের ফলে 29 মার্চের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় ৷ ভারতের 43 জন কোরোনা আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রের কোনও বাসিন্দা নেই ৷ যদিও ভাইরাসের সংক্রমণ আটকাতে IPL স্থগিত করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তাঁর মতে, "IPL -এর মতো ইভেন্টে বড় সংখ্যায় জন সমাগম হয় ৷ এতে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে ৷" উদ্বোধনী অনুষ্ঠান সহ সাতটি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে ৷

নির্ধারিত সময়ে IPL শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিতেই মুখ খোলেন BCCI সভাপতি ৷ জানিয়েছেন, কোরোনা প্রতিরোধে সরকারের দেওয়া গাইডলাইন মেনেই শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.