ETV Bharat / sports

স্মিথকে ছেড়ে দিল রাজস্থান, ম্যাক্সওয়েল-ফিঞ্চে আগ্রহ দেখাল না ফ্র্যাঞ্চাইজ়িগুলি - স্মিথ স্মিথকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস

সিডনি টেস্টে ঋষভ পন্থের গার্ডের দাগ মোছা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন স্টিভ স্মিথ ৷ সেই বিতর্কের মাঝেই শোনা গিয়েছিল, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথকে আর ধরে রাখতে চায় না রাজস্থানের ফ্র্যাঞ্চাইজ়িটি ৷

Smith released as Sanju Samson named RR captain, Raina retained by CSK
Smith released as Sanju Samson named RR captain, Raina retained by CSK
author img

By

Published : Jan 20, 2021, 8:53 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিল কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি । নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার আজ শেষদিন ছিল ৷ সেখানে স্টিভ স্মিথকে যেমন বাইরের দরজা দেখাল রাজস্থান রয়্যালস, তেমনই গ্লেন ম্যাক্সওয়েলকে ঝেড়ে ফেলল কিংস ইলেভেন পঞ্জাব ৷ অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়ে আর আগ্রহ দেখাল না বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৷

সিডনি টেস্টে ঋষভ পন্থের গার্ডের দাগ মোছা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন স্টিভ স্মিথ ৷ সেই বিতর্কের মাঝেই শোনা গিয়েছিল, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথকে আর ধরে রাখতে চায় না রাজস্থানের ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ গত মরশুম পর্যন্ত জয়পুরের দলটিকে নেতৃত্ব দেওয়া স্মিথকে নিয়ে নাকি বেজায় ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজ়ির মালিক ৷ তাই স্মিথের সঙ্গে চুক্তি নবীকরণের আগ্রহ দেখায়নি তারা ৷ এই তথ্য সত্যি কি না তা জানা নেই ৷ তবে 2021 মরশুমের জন্য নিজেদের নেতা খুঁজে নিয়েছে রয়্যালস ৷ বিদেশের নামী খেলোয়াড়কে বাদ দিয়ে ঘরের ছেলে সঞ্জু স্যামসনকে সেই দায়িত্ব দিয়েছেন রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে ৷ তিনি বলেন, "আইপিএলের পরিধি বাড়ছে ৷ একজন দেশীয় খেলোয়াড়ের নেতৃত্ব আমাদের প্রয়োজন ৷"

গত মরশুমে গ্লেন ম্যাক্সওয়েল নামের প্রতি সুবিচার করতে পারেননি ৷ অথচ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারে দারুণ ছন্দে দেখা গিয়েছে তাঁকে ৷ বিগ ব্যাশেও ছন্দে রয়েছেন তিনি ৷ সেই ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ এছাড়া ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার শেলডন কটরেল, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং চোট পাওয়া নিউজ়িল্যান্ডের জিমি নিশামকে ছেড়ে দিয়েছে কিংস ৷

আরব আমিরশাহী গিয়েও আইপিএল না খেলে ফিরে এসেছিলেন ৷ চেন্নাই সুপার কিংসের সঙ্গে সুরেশ রায়নার সম্পর্কের অবনতি ঘটেছিল তখনই ৷ রায়নাকে ছেড়ে কথা বলেননি ফ্র্যাঞ্চাইজ়ির মালিক এন শ্রীনিবাসন ৷ শোনা গিয়েছিল নিলামের আগে রায়নাকে ছেড়ে দেবে চেন্নাইয়ের দল ৷ যদিও তেমন কিছু ঘটল না ৷ 14তম আইপিএলে ফের হলুদ জার্সিতে দেখা যাবে গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়া সুরেশ রায়নাকে ৷ হরভজন সিং, মুরলী বিজয়, পীযুষ চাওলা, কেদার যাদবদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷

গত মরশুমে ব্যক্তিগত কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি লাসিথ মালিঙ্গা ৷ তাঁর পাশাপাশি নাথান কুল্টার নাইল, জেমস প্যাটিনসনকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, অ্যালেক্স ক্যারি, মোহিত শর্মা ছাড়াই পরের সংস্করণ খেলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

দিল্লি, 20 জানুয়ারি : অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিল কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি । নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার আজ শেষদিন ছিল ৷ সেখানে স্টিভ স্মিথকে যেমন বাইরের দরজা দেখাল রাজস্থান রয়্যালস, তেমনই গ্লেন ম্যাক্সওয়েলকে ঝেড়ে ফেলল কিংস ইলেভেন পঞ্জাব ৷ অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়ে আর আগ্রহ দেখাল না বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৷

সিডনি টেস্টে ঋষভ পন্থের গার্ডের দাগ মোছা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন স্টিভ স্মিথ ৷ সেই বিতর্কের মাঝেই শোনা গিয়েছিল, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথকে আর ধরে রাখতে চায় না রাজস্থানের ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ গত মরশুম পর্যন্ত জয়পুরের দলটিকে নেতৃত্ব দেওয়া স্মিথকে নিয়ে নাকি বেজায় ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজ়ির মালিক ৷ তাই স্মিথের সঙ্গে চুক্তি নবীকরণের আগ্রহ দেখায়নি তারা ৷ এই তথ্য সত্যি কি না তা জানা নেই ৷ তবে 2021 মরশুমের জন্য নিজেদের নেতা খুঁজে নিয়েছে রয়্যালস ৷ বিদেশের নামী খেলোয়াড়কে বাদ দিয়ে ঘরের ছেলে সঞ্জু স্যামসনকে সেই দায়িত্ব দিয়েছেন রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে ৷ তিনি বলেন, "আইপিএলের পরিধি বাড়ছে ৷ একজন দেশীয় খেলোয়াড়ের নেতৃত্ব আমাদের প্রয়োজন ৷"

গত মরশুমে গ্লেন ম্যাক্সওয়েল নামের প্রতি সুবিচার করতে পারেননি ৷ অথচ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারে দারুণ ছন্দে দেখা গিয়েছে তাঁকে ৷ বিগ ব্যাশেও ছন্দে রয়েছেন তিনি ৷ সেই ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ এছাড়া ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার শেলডন কটরেল, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং চোট পাওয়া নিউজ়িল্যান্ডের জিমি নিশামকে ছেড়ে দিয়েছে কিংস ৷

আরব আমিরশাহী গিয়েও আইপিএল না খেলে ফিরে এসেছিলেন ৷ চেন্নাই সুপার কিংসের সঙ্গে সুরেশ রায়নার সম্পর্কের অবনতি ঘটেছিল তখনই ৷ রায়নাকে ছেড়ে কথা বলেননি ফ্র্যাঞ্চাইজ়ির মালিক এন শ্রীনিবাসন ৷ শোনা গিয়েছিল নিলামের আগে রায়নাকে ছেড়ে দেবে চেন্নাইয়ের দল ৷ যদিও তেমন কিছু ঘটল না ৷ 14তম আইপিএলে ফের হলুদ জার্সিতে দেখা যাবে গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়া সুরেশ রায়নাকে ৷ হরভজন সিং, মুরলী বিজয়, পীযুষ চাওলা, কেদার যাদবদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷

গত মরশুমে ব্যক্তিগত কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি লাসিথ মালিঙ্গা ৷ তাঁর পাশাপাশি নাথান কুল্টার নাইল, জেমস প্যাটিনসনকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, অ্যালেক্স ক্যারি, মোহিত শর্মা ছাড়াই পরের সংস্করণ খেলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.